![মাকড়সার জাল মাকড়সার জাল](https://cdn.magzter.com/1338806295/1729347577/articles/cVHjDulPD1729507803223/1729508134727.jpg)
নিমল সামন্তের স্বভাবটাই এরকম। আপাতরুক্ষ স্বভাবের আড়ালে মানুষটা অন্যরকম। ঠিক যেন নারকেলের স্বভাব। সহজে ভিতরে ঢোকা যায় না। কিন্তু একবার ঢুকতে পারলেই শাঁসজলের অফুরান সন্ধান। কঠিন মানুষটা এই ক'দিনে আরও কঠিন হয়ে উঠেছেন। ছোটো ছেলে বিশ্বজিতের মৃত্যুসংবাদ তাকে কাঁদাতে পারেনি, কিন্তু আরও কঠোর করে দিয়েছে। বিশ্বজিৎ দেশের জন্য প্রাণ দিয়েছে। স্পেশাল ফোর্সের যে ব্যাটেলিয়নে ছিল বিশ্বজিৎ, তারা একটা মিশনে গিয়ে শত্রুপক্ষকে পুরো নাস্তানাবুদ করে দিতে সক্ষম হলেও, বিশ্বজিতকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে।
ক্যাপ্টেন আমনদীপ সিং, যিনি এই মিশনের চিফ কমান্ডার ছিলেন, নির্মল সামন্তের সামনে বারবার আক্ষেপ করে বলেছেন'আমাদের জীবনে এই আফশোস চিরকাল থাকবে বাবুজি... বিশ্বজিতের মতো শেরদিল অফিসারকে আমরা বাঁচাতে পারিনি। তবে চেষ্টার কসুর আমরা করিনি। একটু সময়ের জন্য বিশ্বজিৎ আমাদের প্রোটেকশন ব্যারিকেড থেকে বেরিয়ে যেতেই ইনসিডেন্টটা ঘটে গেল।' এমন ছেলের জন্য কাঁদতে নেই, পরিবারের সবাইকে সান্ত্বনা দিয়ে বলেছেন নির্মল। নিজেও কাঁদেননি। তবে ওদের কান্না সান্ত্বনা দিয়ে থামানো সম্ভব নয় জেনে নিরস্ত থেকেছেন। বুঝতে পেরেছেন, ওদের কান্নাটা জরুরি। ওদের বুকের ভিতরের শোকজলটুকু বেরিয়ে না এলে অনর্থ হয়ে যাবে। ওরা বলতে বিশ্বজিতের মা আর ওর বউ শর্বরী। ওদের শোকধারা একটু কমে এলে আবার স্বমহিমায় তাজির নির্মল।
শর্বরীকে সামনে বসিয়ে পরম স্নেহে বলেন— ‘দ্যাখো ছোটো বউমা, যে যায় সে তো চলেই যায়। যারা থাকে তাদের তো ■ বাঁচতেই হয়। কতটুকুই-বা তোমার বয়স, তোমাকে বাঁচতে হবে... তাই বুঝেশুনে একটা সিদ্ধান্ত নিতে হবে মা।' ইতিমধ্যে চার মাস কেটে গিয়েছে। শোকের সবচেয়ে বড়ো প্রলেপ সময়। সময়ের সঙ্গে সঙ্গে একটু হলেও শোকের তীব্রতা কমেছে। সুযোগ বুঝে কথাটা পাড়লেন নির্মল। হয়তো আরও কিছুদিন অপেক্ষা করা যেত, কিন্তু ইচ্ছে করেই সেটা করলেন না। জীবনে মানুষের হাতে সময় বড়ো অল্প। তাই সেটা হাত গলিয়ে বেরিয়ে যাক, চান না নির্মল। কথাটা ঠিক বুঝতে না পেরে শর্বরী অবাক চোখে তাকিয়ে রইল।
নির্মল বুঝতে পেরে একটু ঘুরিয়ে বললেন— ‘বিশ্ব তো আর নেই। এর চেয়ে নির্মম সত্য আর কিছু আছে কি? এখন এই সত্যের মুখোমুখি দাঁড়ানো ছাড়া আর কোনও গতি নেই। ডেসটিনিকে মেনে নিতেই হয়। তুমি কি কিছু ভেবেছ... এবার কী করবে?'
هذه القصة مأخوذة من طبعة October 2024 من Grihshobha - Bangla.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 2024 من Grihshobha - Bangla.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![হিং-আলুর দম হিং-আলুর দম](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/rYhumbbDf1739724892750/1739724947504.jpg)
হিং-আলুর দম
শীতকালে জমিয়ে খেতে ইচ্ছে করে সবার। আর ভালো খাবারের মধ্যে পছন্দের তালিকায় থাকে হিং-কচুরি আর হিং-আলুর দম। এই খাবার যেমন মুখরোচক, তেমনই ছোটোবড়ো সবাই খেতে পারে সকাল-বিকেল যে-কোনও সময়। খুবই সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় এই সুস্বাদু খাবার। আপনিও ট্রাই করতে পারেন যে-কোনও দিন।
![বিলাসবহুল জীবনযাপন এবং আত্মহত্যা বিলাসবহুল জীবনযাপন এবং আত্মহত্যা](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/LoyTP8KXp1739725736063/1739725848036.jpg)
বিলাসবহুল জীবনযাপন এবং আত্মহত্যা
কখনও আত্মহত্যার সঠিক কারণ খোঁজা হয় না, বিশেষ করে যখন ঋণগ্রস্তরা তাদের ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেন। দিল্লির একটি ঘটনা থেকে জানা যায়, করোনার পর ব্যবসায়িক ক্ষতির কারণে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন। ঋণ গ্রহণের পর ব্যক্তিগত এবং সাংসারিক খরচে লাগাম না লাগালে এই ধরনের বিপর্যয় দেখা দেয়। বিলাসী জীবনযাপন কিংবা উচ্চাকাঙ্ক্ষা মানুষকে অর্থনৈতিক বিপর্যয়ে ফেলতে পারে, যার ফলস্বরূপ আত্মহত্যার পথ বেছে নেওয়া হয়।
![বিকল্প বিনিয়োগ লাভজনক বিকল্প বিনিয়োগ লাভজনক](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/EB1-8hDNm1739724379909/1739724467172.jpg)
বিকল্প বিনিয়োগ লাভজনক
যারা বিনিয়োগ করতে মনস্থির করেছেন, তাদের জন্য ‘রিয়েল এস্টেট’-এ ইনভেস্ট করা খুব ভালো একটা বিকল্প হতে পারে। কিন্তু কেন? রইল উত্তর।
![বাড়িয়ে তুলুন সন্তানের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন সন্তানের আত্মবিশ্বাস](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/U161OjlMk1739725093767/1739725239054.jpg)
বাড়িয়ে তুলুন সন্তানের আত্মবিশ্বাস
দুর্বল আত্মবিশ্বাস নিজের মনের মধ্যে গুটিয়ে থাকার মনোভাব তৈরি করে। এর ফলে তৈরি হয় শারীরিক, মানসিক নানারকম সমস্যা। তাই সন্তানের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা আবশ্যক। এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন সুরঞ্জন দে।
![হৃদয় ছুয়ে যায় হৃদয় ছুয়ে যায়](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/-p5-Yz3Df1739724949574/1739725089540.jpg)
হৃদয় ছুয়ে যায়
ছেলের পরীক্ষার ফলাফল দেখে হতাশ হয়েছিলাম, কিন্তু দিদির কথায় বুঝেছিলাম ৯৭ শতাংশ সত্যিই গর্বের। সেই দিন ছেলেকে বাহবা দেওয়ার পর ওর চোখের আনন্দ আর আত্মবিশ্বাস দেখে বুঝেছিলাম, ওর ভবিষ্যত উজ্জ্বল।
![মহিলাদের রন্ধন প্রতিভার প্রশংসা করুন মহিলাদের রন্ধন প্রতিভার প্রশংসা করুন](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/dNqPclJCf1739724469870/1739724519802.jpg)
মহিলাদের রন্ধন প্রতিভার প্রশংসা করুন
রান্না-র বিষয়ে মহিলাদের আবেগ এবং তাদের উদ্যোগী মানসিকতার প্রশংসা করা উচিত। কিন্তু কেন? এই বিষয়ে আলোকপাত করছেন সুরঞ্জন দে।
![মাছের ৪ পদ মাছের ৪ পদ](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/BKT80qSr01739724698086/1739724803640.jpg)
মাছের ৪ পদ
কথায় বলে— মাছে-ভাতে বাঙালি। খাবারের থালায় মাছ না থাকলে যেন বাঙালির মন ভরে না। তাই, প্রতিদিন মধ্যাহ্নভোজ সম্পূর্ণ হোক মাছ সহযোগে। কখনও সামুদ্রিক মাছ, আবার কখনও মিষ্টি জলের মাছ এনে বাড়িতেই বানিয়ে নিন মাছের নানারকম সুস্বাদু পদ। খুব বেশি ঝামেলাও হবে না, আবার বেশি সময়ও ব্যয় হবে না, এমনই কিছু মাছের রেসিপি এবার আমরা শেয়ার করছি মাছ-প্রেমীদের জন্য।
![আর্থিক সুরক্ষার ৫ উপায় আর্থিক সুরক্ষার ৫ উপায়](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/622MRetMN1739725513688/1739725631725.jpg)
আর্থিক সুরক্ষার ৫ উপায়
টাকার মূল্য যে-ভাবে কমছে, তাতে সংসারের ব্যয়ভার বহন করার পর, খুব বেশি টাকা সঞ্চয় করা সকলের পক্ষে সম্ভব হয় না। তবুও আর্থিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই হবে। এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন সুরঞ্জন দে।
![বিশ্বরূপ বিশ্বরূপ](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/XrpH7WGTx1739725636104/1739725733612.jpg)
বিশ্বরূপ
জয়ের হাসি, সৌন্দর্য, ব্যবসায়িক চ্যালেঞ্জ, দুর্ঘটনার দায়, উদ্যমী উদ্যোগ, রাজনৈতিক বাস্তবতা এবং স্বাস্থ্য পর্যটনের মতো বৈচিত্র্যময় বিষয়গুলি আমাদের সমাজের নানা দিককে তুলে ধরে।
![নাচনি নাচনি](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/gd-Cog6V21739724002588/1739724304771.jpg)
নাচনি
একটি পুতুল নাচের দলের সাথে যুক্ত বিশুর জীবনসংগ্রামের গল্প, যেখানে বৃষ্টির ঝাপটা, মেলার ব্যস্ততা, আর স্মৃতির আঁচল জড়িয়ে থাকে। নাচনি পুতুলের প্রতি বিশুর ভালোবাসা ও তার বাবার স্মৃতি গল্পটিকে প্রাণ দেয়।