![আমার উত্তমদা আমার উত্তমদা](https://cdn.magzter.com/1433416622/1726753384/articles/woiC3Qrm91726849553479/1726849735969.jpg)
• মহানায়ক উত্তমকুমারের সম্পর্কে কিছু বলতে হলে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। তাঁকে ঘিরে কত কথা যে আমার মনে পড়ে! আর সেইসব কথা আমার স্মৃতিতে চিরকাল সজীব হয়ে থাকবে। আমি তখন কিশোর। উত্তর কলকাতার মথুর সেন গার্ডেন লেনে সাধারণ একটা বাড়িতে ভাড়া থাকতাম। আরও দু-এক ঘর ভাড়াটে ছিল। আমাদের পাড়ায় কিশোর ভড় নামে এক ভদ্রলোকের সঙ্গে মাঝেমাঝে দেখা করতে আসতেন উত্তমকুমার। আর পাড়ায় মহানায়ক এসেছেন জানতে পারলে কিশোর মামার বাড়ির সামনে উৎসাহী মানুষের ভিড় জমে যেত। তাঁকে একঝলক দেখার জন্য সকলের কী আকুলিবিকুলি! উত্তমকুমারকে সামনাসামনি দেখা ভাগ্যের ব্যাপার। অবশ্য সেই সময় এমন সৌভাগ্য আমার হয়নি। মনের দুঃখ মনেই চেপে রেখেছিলাম। তবে আমার স্থির বিশ্বাস ছিল মহানায়কের সঙ্গে একদিন আমার দেখা হবেই। আমি ঈশ্বরবিশ্বাসী। ভগবান আমার ইচ্ছে পূরণ করেছেন।
উত্তর কলকাতার প্রতি আজীবন একটা আলাদা টান ছিল উত্তমকুমারের। কারণ, আহিরিটোলায় মামাবাড়িতে জন্ম তাঁর। উত্তর কলকাতায় কিছু কিছু সমাজসেবামূলক কাজকর্ম ও জলসায় মহানায়কের উপস্থিতি উল্লেখের দাবি রাখে। উত্তমকুমার কিশোর মামার কাছে আসতেন গান-বাজনার ব্যাপারে। মহানায়ক নিজেও ভালো গাইতেন। কিশোর মামার মুখে তাঁর নানারকম গল্প শুনে এরকম একজন সুদর্শন জনপ্রিয় ব্যক্তিত্বের নিটোল একটা ছবি মনে মনে আঁকা হয়ে গিয়েছিল। তবে আমার ওই বয়সে মহানায়কের অভিনয়ের তেমন কিছু বুঝতাম না। কারণ, আমাদের জমানায় সিনেমা হলে গিয়ে ছবি দেখা একরকম বারণই ছিল।
এরপর অনেকগুলো বছর এগিয়ে যাই। তখন আমি মুম্বইয়ে। একজন স্ট্রাগলার। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাঁড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সান অ্যান্ড স্যান্ড হোটেলে 'অমানুষ’ ছবির সিলভার জুবিলি পার্টি। ছবি সর্বত্র সুপারডুপার হিট। উত্তমকুমারের অনবদ্য অভিনয়ে আসমুদ্রহিমাচল তখন উত্তাল। হ্যাঁ, এমনকী তাঁকে মুম্বইয়ের অবাঙালিরাও ‘গুরু’ বলে সম্বোধন করছে এ আমার নিজের কানে শোনা— ‘গুরুকা পিকচার অমানুষ দেখা হ্যায় কেয়া? অ্যাক্টিং অউর গ্ল্যামার দোনো হি কামাল কি!' উত্তমকুমারের অন্ধ ভক্ত আর একজন বাঙালি হিসেবেও বাংলার বাইরে মহানায়কের এহেন জনপ্রিয়তা দেখে রীতিমতো আত্মশ্লাঘা অনুভব করতাম।
هذه القصة مأخوذة من طبعة September 2024 من Sukhi Grihakon.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 2024 من Sukhi Grihakon.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![‘অনুরাগ বান্ধিবি কেমনে...?' ‘অনুরাগ বান্ধিবি কেমনে...?'](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/dFHbxNZZY1738691013754/1738691291700.jpg)
‘অনুরাগ বান্ধিবি কেমনে...?'
প্রেমে নিরাপত্তাহীনতার অন্যতম কারণ তৃতীয় ব্যক্তি। সুন্দর সহজ সম্পর্কও জটিল হয়ে ওঠে ত্রিকোণ রসায়নে। সম্পর্কে কেন অনুপ্রবেশ করেন অন্য কেউ, কীভাবেই বা তা সামলাবেন? মনের অলিগলিতে আলো ফেলে সমাধান জানালেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ সুজিত সরখেল –ও ডাঃ অমিতাভ মুখোপাধ্যায়। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।
![মণিকরণ উষ্ণ প্রস্রবণ মণিকরণ উষ্ণ প্রস্রবণ](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/DkQBVt2eq1738692610451/1738692657785.jpg)
মণিকরণ উষ্ণ প্রস্রবণ
ভারতীয় সংস্কৃতিতে নদীকে ভগবান হিসেবে পূজা করা হয়। নদীর তীরে গড়ে ওঠে সভ্যতা, তাই বোধহয় এই রীতি। লিখেছেন পূর্বা সেনগুপ্ত।
![যত্ন করতে জানতে হবে যত্ন করতে জানতে হবে](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/vRsubQTNO1738690508394/1738690591695.jpg)
যত্ন করতে জানতে হবে
ইমন চক্রবর্তী বলছেন, সম্পর্কে তৃতীয় ব্যক্তি যেকোনো সময় আসতে পারে, তা সেলেব বা সাধারণ জীবনযাপনকারী যেকোনো মানুষের ক্ষেত্রেই সম্ভব। তিনি জোর দিয়েছেন যে সম্পর্কের মূল্যবোধ বজায় রাখা এবং নিজের চাওয়া-পাওয়া পরিষ্কার থাকলে তৃতীয় ব্যক্তির প্রবেশ কঠিন হয়ে ওঠে।
![বন্ধুত্বের ভাঙা গড়া বন্ধুত্বের ভাঙা গড়া](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/Xc_PYZO1w1738690915514/1738691005911.jpg)
বন্ধুত্বের ভাঙা গড়া
তৃতীয় ব্যক্তির প্রভাবে বন্ধুত্ব ভেঙে যেতে পারে? বন্ধুত্বের শর্তগুলো কীভাবে একটা সম্পর্কে কাজ করে? এই নিয়ে বিস্তারিত জানালেন মনোবিদ ডাঃ রীমা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
![‘তৃতীয় ব্যক্তি এসে আমার কোনও প্রেম ভেঙে দেননি' ‘তৃতীয় ব্যক্তি এসে আমার কোনও প্রেম ভেঙে দেননি'](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/mbslX4V_I1738690678650/1738690771551.jpg)
‘তৃতীয় ব্যক্তি এসে আমার কোনও প্রেম ভেঙে দেননি'
তৃতীয় ব্যক্তির ভূমিকা লেখকের ব্যক্তিগত জীবনে খুবই সীমিত, তবে পারিবারিক ও পেশাগত জীবনে সমর্থন ও বিরোধিতা উভয়ই পেয়েছেন। তিনি ও তার স্ত্রী সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ রোধে সচেতন এবং আস্থা ও বোঝাপড়ার মাধ্যমে তাদের সম্পর্ক সুদৃঢ় রাখেন।
![সন্তানের উপর প্রভাব কতটা ? সন্তানের উপর প্রভাব কতটা ?](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/JG2o10X_Q1738692172299/1738692314394.jpg)
সন্তানের উপর প্রভাব কতটা ?
বাবা মায়ের মাঝে তৃতীয় ব্যক্তির আনাগোনা হলে সন্তানের উপর সেই সম্পর্কের প্রভাব কতটা এবং কীভাবে পড়ে? আলোচনা করলেন মনোবিদ ডাঃ দেবাঞ্জন পান। লিখেছেন কমলিনী চক্রবর্তী
![‘হোম ব্রেকার' বলা হয়েছিল আমাকে ‘হোম ব্রেকার' বলা হয়েছিল আমাকে](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/KLMpLry0l1738690594362/1738690661897.jpg)
‘হোম ব্রেকার' বলা হয়েছিল আমাকে
শ্রীময়ী চট্টরাজ বিশ্বাস করেন যে তৃতীয় ব্যক্তি সম্পর্ক ভাঙার জন্য দায়ী নয়, বরং সম্পর্কের ভিত দুর্বল হওয়াই মূল কারণ। তিনি সম্পর্কের সম্মান বজায় রেখে, তৃতীয় ব্যক্তিকে দোষ না দিয়ে, জীবনকে এগিয়ে নেওয়ার পক্ষে।
![কর্মক্ষেত্রে তৃতীয় সম্পর্ক! কর্মক্ষেত্রে তৃতীয় সম্পর্ক!](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/_wf-I69Tu1738691557635/1738691906846.jpg)
কর্মক্ষেত্রে তৃতীয় সম্পর্ক!
অফিস প্রেম! না, বিষয়টা অত সরল নয়। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন যদি কর্মক্ষেত্রে হয়? কীভাবে সামলাবেন? পরামর্শ দিলেন মনোবিদ ডঃ অমিত চক্রবর্তী। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
![‘যা বলতে চাই ‘যা বলতে চাই](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/hppUMPp8S1738687962296/1738688034471.jpg)
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগামন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন তনুকা চট্টোপাধ্যায়।
![বিটের ঝুরি বিটের ঝুরি](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/t-DV54VSK1738688684105/1738688954087.jpg)
বিটের ঝুরি
বিটের ঝুরি তৈরির জন্য বিট গ্রেট করে জল ঝরিয়ে নিন, তারপর তেলে কালজিরে, রসুন, কাঁচালঙ্কা দিয়ে ফোড়ন দিন এবং বিট ভেজে নুন-চিনি দিয়ে ঝুরঝুরে করে রান্না করুন। ডুমুরের গুলি কাবাবের জন্য ডুমুর ও ছোলার ডাল সেদ্ধ করে বেটে মশলা মিশিয়ে বল বানিয়ে ভাজুন, পরে গ্রেভি সহযোগে সাজিয়ে পরিবেশন করুন। চিকেন রোস্ট ও বার বি কিউ চিকেন উইংসের জন্য ম্যারিনেট করা চিকেন ও উইংস যথাক্রমে রোস্ট ও ভেজে বার বি কিউ স্যসে মাখিয়ে পরিবেশন করুন।