![বহুরূপী মনশ্রী দে বহুরূপী মনশ্রী দে](https://cdn.magzter.com/1433416622/1667225292/articles/dLex_w1Nc1667987577906/1667987903502.jpg)
কাঁ "ধের উপর একটা জোরালো ঝাঁকুনি খেয়ে ধড়ফড়িয়ে উঠল ঝুমরো। ‘আহা গো! বাছা দেখি ভাবে বিভোর, `তা তুমি কেষ্ট ঠাকুরের রাধা না মীরা গা!’ রাশভারী চেহারার এক মহিলা রসিয়ে রসিয়ে কথাগুলো বলে গেলেন। ঝিলমিলে ঘাঘরা, সোনালি ওড়নায় সকাল থেকে ঘুরে ঘুরে ক্লান্ত ঝুমরো যখন এই মন্দির চাতালে এসে বসেছিল তখন ছিল ঠা ঠা রোদ। এখন বিকেল শেষের কালসাঁঝি। নাভির চারপাশ চিনচিনে খিদেটা যেন মাথা অবধি চাগাড় দিচ্ছে। এর মধ্যেই বয়স্কা মহিলাটি আরও কী কী সব বলে গেলেন ঝুমরোর কান, মাথায় কিছুই ঢুকল না। একদলা থুতু শুকনো কাঠ গলার ভিতর দিকে ঠেলে পাঠিয়ে গিলে নিয়ে সে বলল, ‘একটু জল দ্যাবেন মা, বড় তেষ্টা!’ মহিলা ব্যস্ত হাতে জলের ঘটিটা বাড়িয়ে দিতে দিতে আঁচলে মুখ চেপে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে গেলেন, ‘আজ আমার ছেলেটা রইলে হয়তো তোমার মতোই হতো'। অগস্ত্যের সমুদ্র গেলার মতো করে জলটুকু খেয়েই ঝুমরো ঢিপ করে মহিলার সামনে একটা প্রণাম ঠুকে ঝোলা কাঁধে ছুট দিল। রেললাইনের পাশের ঝোপঝাড়ে নাগাড়ে ডেকে চলা ঝিঁঝিঁ পোকাগুলোকে হুইসলের দাবড়ানি শুনিয়ে রাত আটটার মেল ট্রেনটা ঝমঝম শব্দে চলে যেতেই ঝুমরো উঠে দাঁড়াল। যেন অনেক কালের তপস্যা ভাঙল। তারপর ঝোলা কাঁধে পা চালাল, বাসা এখনও দু’কিলোমিটারের হাঁটাপথ। সন্ধে সাতটার আপ লোকালে বাদুড়ঝোলা হয়ে ফিরে পেটের জ্বালায় প্ল্যাটফর্মের বেঞ্চে চিঁড়েভাজাটুকুচিবোতে বসেছিল। তারপর কী যে হল! আজকাল যেখানে সেখানে কেমন ঘোর লেগে ঘণ্টার পর ঘণ্টা শুয়ে বসে কেটে যায়।
Esta historia es de la edición October 2022 de Sukhi Grihakon.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 2022 de Sukhi Grihakon.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![‘অনুরাগ বান্ধিবি কেমনে...?' ‘অনুরাগ বান্ধিবি কেমনে...?'](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/dFHbxNZZY1738691013754/1738691291700.jpg)
‘অনুরাগ বান্ধিবি কেমনে...?'
প্রেমে নিরাপত্তাহীনতার অন্যতম কারণ তৃতীয় ব্যক্তি। সুন্দর সহজ সম্পর্কও জটিল হয়ে ওঠে ত্রিকোণ রসায়নে। সম্পর্কে কেন অনুপ্রবেশ করেন অন্য কেউ, কীভাবেই বা তা সামলাবেন? মনের অলিগলিতে আলো ফেলে সমাধান জানালেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ সুজিত সরখেল –ও ডাঃ অমিতাভ মুখোপাধ্যায়। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।
![মণিকরণ উষ্ণ প্রস্রবণ মণিকরণ উষ্ণ প্রস্রবণ](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/DkQBVt2eq1738692610451/1738692657785.jpg)
মণিকরণ উষ্ণ প্রস্রবণ
ভারতীয় সংস্কৃতিতে নদীকে ভগবান হিসেবে পূজা করা হয়। নদীর তীরে গড়ে ওঠে সভ্যতা, তাই বোধহয় এই রীতি। লিখেছেন পূর্বা সেনগুপ্ত।
![যত্ন করতে জানতে হবে যত্ন করতে জানতে হবে](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/vRsubQTNO1738690508394/1738690591695.jpg)
যত্ন করতে জানতে হবে
ইমন চক্রবর্তী বলছেন, সম্পর্কে তৃতীয় ব্যক্তি যেকোনো সময় আসতে পারে, তা সেলেব বা সাধারণ জীবনযাপনকারী যেকোনো মানুষের ক্ষেত্রেই সম্ভব। তিনি জোর দিয়েছেন যে সম্পর্কের মূল্যবোধ বজায় রাখা এবং নিজের চাওয়া-পাওয়া পরিষ্কার থাকলে তৃতীয় ব্যক্তির প্রবেশ কঠিন হয়ে ওঠে।
![বন্ধুত্বের ভাঙা গড়া বন্ধুত্বের ভাঙা গড়া](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/Xc_PYZO1w1738690915514/1738691005911.jpg)
বন্ধুত্বের ভাঙা গড়া
তৃতীয় ব্যক্তির প্রভাবে বন্ধুত্ব ভেঙে যেতে পারে? বন্ধুত্বের শর্তগুলো কীভাবে একটা সম্পর্কে কাজ করে? এই নিয়ে বিস্তারিত জানালেন মনোবিদ ডাঃ রীমা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
![‘তৃতীয় ব্যক্তি এসে আমার কোনও প্রেম ভেঙে দেননি' ‘তৃতীয় ব্যক্তি এসে আমার কোনও প্রেম ভেঙে দেননি'](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/mbslX4V_I1738690678650/1738690771551.jpg)
‘তৃতীয় ব্যক্তি এসে আমার কোনও প্রেম ভেঙে দেননি'
তৃতীয় ব্যক্তির ভূমিকা লেখকের ব্যক্তিগত জীবনে খুবই সীমিত, তবে পারিবারিক ও পেশাগত জীবনে সমর্থন ও বিরোধিতা উভয়ই পেয়েছেন। তিনি ও তার স্ত্রী সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ রোধে সচেতন এবং আস্থা ও বোঝাপড়ার মাধ্যমে তাদের সম্পর্ক সুদৃঢ় রাখেন।
![সন্তানের উপর প্রভাব কতটা ? সন্তানের উপর প্রভাব কতটা ?](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/JG2o10X_Q1738692172299/1738692314394.jpg)
সন্তানের উপর প্রভাব কতটা ?
বাবা মায়ের মাঝে তৃতীয় ব্যক্তির আনাগোনা হলে সন্তানের উপর সেই সম্পর্কের প্রভাব কতটা এবং কীভাবে পড়ে? আলোচনা করলেন মনোবিদ ডাঃ দেবাঞ্জন পান। লিখেছেন কমলিনী চক্রবর্তী
![‘হোম ব্রেকার' বলা হয়েছিল আমাকে ‘হোম ব্রেকার' বলা হয়েছিল আমাকে](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/KLMpLry0l1738690594362/1738690661897.jpg)
‘হোম ব্রেকার' বলা হয়েছিল আমাকে
শ্রীময়ী চট্টরাজ বিশ্বাস করেন যে তৃতীয় ব্যক্তি সম্পর্ক ভাঙার জন্য দায়ী নয়, বরং সম্পর্কের ভিত দুর্বল হওয়াই মূল কারণ। তিনি সম্পর্কের সম্মান বজায় রেখে, তৃতীয় ব্যক্তিকে দোষ না দিয়ে, জীবনকে এগিয়ে নেওয়ার পক্ষে।
![কর্মক্ষেত্রে তৃতীয় সম্পর্ক! কর্মক্ষেত্রে তৃতীয় সম্পর্ক!](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/_wf-I69Tu1738691557635/1738691906846.jpg)
কর্মক্ষেত্রে তৃতীয় সম্পর্ক!
অফিস প্রেম! না, বিষয়টা অত সরল নয়। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন যদি কর্মক্ষেত্রে হয়? কীভাবে সামলাবেন? পরামর্শ দিলেন মনোবিদ ডঃ অমিত চক্রবর্তী। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
![‘যা বলতে চাই ‘যা বলতে চাই](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/hppUMPp8S1738687962296/1738688034471.jpg)
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগামন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন তনুকা চট্টোপাধ্যায়।
![বিটের ঝুরি বিটের ঝুরি](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/t-DV54VSK1738688684105/1738688954087.jpg)
বিটের ঝুরি
বিটের ঝুরি তৈরির জন্য বিট গ্রেট করে জল ঝরিয়ে নিন, তারপর তেলে কালজিরে, রসুন, কাঁচালঙ্কা দিয়ে ফোড়ন দিন এবং বিট ভেজে নুন-চিনি দিয়ে ঝুরঝুরে করে রান্না করুন। ডুমুরের গুলি কাবাবের জন্য ডুমুর ও ছোলার ডাল সেদ্ধ করে বেটে মশলা মিশিয়ে বল বানিয়ে ভাজুন, পরে গ্রেভি সহযোগে সাজিয়ে পরিবেশন করুন। চিকেন রোস্ট ও বার বি কিউ চিকেন উইংসের জন্য ম্যারিনেট করা চিকেন ও উইংস যথাক্রমে রোস্ট ও ভেজে বার বি কিউ স্যসে মাখিয়ে পরিবেশন করুন।