• মহানায়ক উত্তমকুমারের সম্পর্কে কিছু বলতে হলে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। তাঁকে ঘিরে কত কথা যে আমার মনে পড়ে! আর সেইসব কথা আমার স্মৃতিতে চিরকাল সজীব হয়ে থাকবে। আমি তখন কিশোর। উত্তর কলকাতার মথুর সেন গার্ডেন লেনে সাধারণ একটা বাড়িতে ভাড়া থাকতাম। আরও দু-এক ঘর ভাড়াটে ছিল। আমাদের পাড়ায় কিশোর ভড় নামে এক ভদ্রলোকের সঙ্গে মাঝেমাঝে দেখা করতে আসতেন উত্তমকুমার। আর পাড়ায় মহানায়ক এসেছেন জানতে পারলে কিশোর মামার বাড়ির সামনে উৎসাহী মানুষের ভিড় জমে যেত। তাঁকে একঝলক দেখার জন্য সকলের কী আকুলিবিকুলি! উত্তমকুমারকে সামনাসামনি দেখা ভাগ্যের ব্যাপার। অবশ্য সেই সময় এমন সৌভাগ্য আমার হয়নি। মনের দুঃখ মনেই চেপে রেখেছিলাম। তবে আমার স্থির বিশ্বাস ছিল মহানায়কের সঙ্গে একদিন আমার দেখা হবেই। আমি ঈশ্বরবিশ্বাসী। ভগবান আমার ইচ্ছে পূরণ করেছেন।
উত্তর কলকাতার প্রতি আজীবন একটা আলাদা টান ছিল উত্তমকুমারের। কারণ, আহিরিটোলায় মামাবাড়িতে জন্ম তাঁর। উত্তর কলকাতায় কিছু কিছু সমাজসেবামূলক কাজকর্ম ও জলসায় মহানায়কের উপস্থিতি উল্লেখের দাবি রাখে। উত্তমকুমার কিশোর মামার কাছে আসতেন গান-বাজনার ব্যাপারে। মহানায়ক নিজেও ভালো গাইতেন। কিশোর মামার মুখে তাঁর নানারকম গল্প শুনে এরকম একজন সুদর্শন জনপ্রিয় ব্যক্তিত্বের নিটোল একটা ছবি মনে মনে আঁকা হয়ে গিয়েছিল। তবে আমার ওই বয়সে মহানায়কের অভিনয়ের তেমন কিছু বুঝতাম না। কারণ, আমাদের জমানায় সিনেমা হলে গিয়ে ছবি দেখা একরকম বারণই ছিল।
এরপর অনেকগুলো বছর এগিয়ে যাই। তখন আমি মুম্বইয়ে। একজন স্ট্রাগলার। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাঁড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সান অ্যান্ড স্যান্ড হোটেলে 'অমানুষ’ ছবির সিলভার জুবিলি পার্টি। ছবি সর্বত্র সুপারডুপার হিট। উত্তমকুমারের অনবদ্য অভিনয়ে আসমুদ্রহিমাচল তখন উত্তাল। হ্যাঁ, এমনকী তাঁকে মুম্বইয়ের অবাঙালিরাও ‘গুরু’ বলে সম্বোধন করছে এ আমার নিজের কানে শোনা— ‘গুরুকা পিকচার অমানুষ দেখা হ্যায় কেয়া? অ্যাক্টিং অউর গ্ল্যামার দোনো হি কামাল কি!' উত্তমকুমারের অন্ধ ভক্ত আর একজন বাঙালি হিসেবেও বাংলার বাইরে মহানায়কের এহেন জনপ্রিয়তা দেখে রীতিমতো আত্মশ্লাঘা অনুভব করতাম।
Esta historia es de la edición September 2024 de Sukhi Grihakon.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 2024 de Sukhi Grihakon.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
পুরানো জামা
তারপরেই কাঁদো কাঁদো গলায় শ্রেয়সী বললেন, 'কিন্তু আমার আর একটি জিনিস কি আর ফিরে পাব? সেটাও আমার কাছে খুব মুল্যবান!
পুজোয় খাওয়া জমজমাটি
দুর্গাপুজোয় বাড়িতেই রেঁধে ফেলুন ভালোমন্দ বাঙালি পদ। রেসিপি জানালেন দেবারতি রায়।
সেরার সেরা গিনি
আমার কাঁধে পড়া দু-ফোঁটা গরম জলের অনুভূতি যেন আমাকে সারা জীবনের শ্রেষ্ঠ স্বীকৃতি এনে দিল!
আপনার Recipe
আপনার রেসিপি রান্না করতে ভালোবাসেন? বাংলায় রেসিপি পাঠান আপনারাও। নিজের তৈরি কোনও আমিষ বা নিরামিষ পদ উপকরণ, প্রণালী (অনধিক ১০০ শব্দে) লিখে ও রান্নার ছবি সহ পাঠিয়ে দিন আমাদের দপ্তরের ঠিকানায় বা sukhigrihakon@bartamanpatrika. com-এ। শিরোনামে ‘আপনার রেসিপি' কথাটা লিখবেন। বছরের সেরা রেসিপির জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর ও ছবি পাঠাতে ভুলবেন না ।
পুজোর ভোজে মাংস
পুজোর ভোজে মাংস পুজোয় বাড়িতে মাংস রাঁধুন ভিন্ন স্বাদে। রেসিপি জানালেন শেফ রঞ্জন বিশ্বাস।
সমাদ্দারের স্কটি
তুই আর মা মিলে বরং বাইরে থেকে ভালো খাবার আনা ডিনারের জন্য।'
জন্মদিনে মা তৈরি করতেন ফ্রুট কাস্টার্ড।
খাবারের সঙ্গে জড়িয়ে থাকা ছোটবেলার গল্প ভাগ করলেন অভিনেত্রী মানালি মনীষা দে৷ সাক্ষাৎকারে স্বরলিপি ভট্টাচার্য।
টেক্কা
টলিউডে নানা ধরনের ছবি তৈরি হচ্ছে। তেমনই একটি ছবির কথায় স্বরলিপি ভট্টাচার্য।
‘যা বলতে চাই’
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগামন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন সুভদ্রা মুখোপাধ্যায়।
‘খিড়কি থেকে সিংহদুয়ার’
সেপ্টেম্বর মাসের অণুগল্পের বিষয় নিয়ে দপ্তরে এসেছিল অসংখ্য লেখা। তা থেকে বাছাই করে সম্পাদকমণ্ডলীর বিচারে সেরা লেখাটি প্রকাশ করা হল।