![মানুষ ভাবেন আমি বিনয়ী, তা কিন্তু নয়:বিজয় সেতুপতি মানুষ ভাবেন আমি বিনয়ী, তা কিন্তু নয়:বিজয় সেতুপতি](https://cdn.magzter.com/1413877378/1702624798/articles/6We6Mlr4l1704011303186/1704011471994.jpg)
জল ফুটিয়ে তাতে চা-পাতা দেওয়ার পর, সেটা চাপা দিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর অন্য পাত্রে দুধ ফুটিয়ে সেই দুধ মেশান চায়ের লিকারের সঙ্গে। চাইলে আরও একটু ফুটিয়ে তৈরি করে নিতে পারেন আমার মনের মতো দুধ-চা!’ অনেকটা এই স্টাইলেই শুরু করলেন সাউথ ইন্ডিয়ান সুপারস্টার, বিজয় সেতুপতি। বললেন, “আমি তো মেথড অ্যাকটর নই। তাই কী নিয়েই বা ক্লাস করাব! বাড়িতে বলে এসেছি, মাস্টার ক্লাসে বসে আমি বরং দুধ-চা বানানো শেখাব!” বিজয়ের মতো একজন অভিনেতা যখন এই কায়দায় ক্লাস শুরু করেন, তখন পরিবেশ মুহূর্তে হালকা হয়ে যেতে বাধ্য। সম্প্রতি গোয়ার
পানাজিতে হয়ে যাওয়া ৫৪ তম ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (IFFI 54th) ভারতবর্ষের তাবড় তারকার মাস্টার ক্লাস করার সুযোগ থাকলেও, বিজয়ের ক্লাস করার জন্য যে উপচে পড়া ভিড়, তরুণ প্রজন্মের যে উন্মাদনা দেখলাম— তার তুলনা মেলা ভার। পানাজির কলা অ্যাকাডেমির বাইরে উৎসাহী ‘শিক্ষার্থী’দের লাইন তখন অ্যাকাডেমি চত্বর ছাড়িয়ে রাস্তায় এসে পড়েছে। গোয়া পুলিশ নাজেহাল, ভিড় সামাল দিতে। তারই মধ্যে দেখা পাওয়া গেল একদল তরুণের, তাঁরা এসেছেন কর্ণাটক থেকে। শুধুমাত্র বিজয়ের মাস্টার ক্লাসে অংশগ্রহণ করবেন বলে। তবে তাঁদের সঙ্গে দু’এক মুহূর্ত কথা বলার পরই বোঝা গেল, তাঁদের উদ্দেশ্য আসলে গভীর। যদি কোনও ভাবে ফাঁক-ফোকর গলে বিজয়কে তাঁদের ছবির ওয়ান লাইনারটা শুনিয়ে দেওয়া যায়! ইন্টারেস্টিং সাবজেক্ট পেলে নাকি ছেলেমানুষের মতো খুশি হন বিজয় সেতুপতি!
যে ছেলের কোনও স্থিরতা ছিল না বিজয়ের মাস্টার ক্লাসে মডারেটর হিসেবে ছিলেন আর এক দক্ষিণী তারকা, খুশবু সুন্দর। বিজয়ের কথায়, “স্কুল জীবন থেকে আপনি আমার হার্টথ্রব ম্যাম।” তারপর ‘শিক্ষার্থী’দের উদ্দেশ্যে বললেন, “তাই আজ প্লিজ় এটাকে মাস্টার ক্লাস না বলে, একটা আড্ডা হিসেবেই শুনুন আপনারা।”
この記事は ANANDALOK の 12 Dec, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は ANANDALOK の 12 Dec, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![বাবার স্মৃতি, আমার ছেলেবেলা বাবার স্মৃতি, আমার ছেলেবেলা](https://reseuro.magzter.com/100x125/articles/7941/1962280/R7kNhq6Vv1737132275176/1737132448251.jpg)
বাবার স্মৃতি, আমার ছেলেবেলা
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার দিন থেকে শুরু করে বাবার কাছে করা ছোট ছোট আবদার... স্মৃতিচারণায় কন্যা
![আনপ্রেডিক্টেবল মনোজদা আনপ্রেডিক্টেবল মনোজদা](https://reseuro.magzter.com/100x125/articles/7941/1962280/DkACZxkB_1737131593217/1737131732945.jpg)
আনপ্রেডিক্টেবল মনোজদা
মনোজদা বারবার ফসকে গেছেন। ভেবেছি, এটাই বোধহয় তিনি। ছুঁতে পেরেছি। কিন্তু হঠাৎই কেমন উল্টোপথে হেঁটে মনোজদা আমাদের দিকে চেয়ে মিটিমিটি করে হেসেছেন।
![নাটকেই বেশি সাবলীল নাটকেই বেশি সাবলীল](https://reseuro.magzter.com/100x125/articles/7941/1962280/_OLMOce451737132063809/1737132161403.jpg)
নাটকেই বেশি সাবলীল
মনোজ মিত্রর সঙ্গে সিনেমা এবং নাটকে অভিনয় করার পর শিল্পীর অভিনয় ক্ষমতার বিশ্লেষণ
![মনোজদার গল্প নিয়ে ছবিটা করা হল না মনোজদার গল্প নিয়ে ছবিটা করা হল না](https://reseuro.magzter.com/100x125/articles/7941/1962280/wpQGK_d5w1737131990801/1737132056842.jpg)
মনোজদার গল্প নিয়ে ছবিটা করা হল না
আমাদের মধ্যে বয়সের কী ফারাক ছিল জানি না, কিন্তু মনোজ মিত্র আমার কাছে দাদা আর আমি ওঁর কাছে দিদি! যেরকম গুণী অভিনেতা, ততটাই ভাল মানুষ ছিলেন।
![অশ্বত্থামা কাহিনি অশ্বত্থামা কাহিনি](https://reseuro.magzter.com/100x125/articles/7941/1962280/CbAwziJ6i1737131820681/1737131979659.jpg)
অশ্বত্থামা কাহিনি
মাত্র কয়েকটি অভিনয়ের পরই বন্ধ করে দিতে হল ‘অশ্বত্থামা'র অভিনয়। কারণ দর্শকরা প্রযোজনাটি সেভাবে গ্রহণ করেননি।
![কলেজে সহপাঠী, থিয়েটারে সহকর্মী কলেজে সহপাঠী, থিয়েটারে সহকর্মী](https://reseuro.magzter.com/100x125/articles/7941/1962280/gpH9KART41737131741056/1737131976934.jpg)
কলেজে সহপাঠী, থিয়েটারে সহকর্মী
মনোজ মিত্রর নাটক দেখে বিস্মিত হন তিনি। কেন মনোজ রেগে গিয়েছিলেন তাঁর উপর?
![বাঙালিদের জয়জয়কার বাঙালিদের জয়জয়কার](https://reseuro.magzter.com/100x125/articles/7941/1962280/APCGmTrcd1737131502817/1737131587942.jpg)
বাঙালিদের জয়জয়কার
এবার ২০ বছরে পা দিল এবিপি আনন্দ সেরা বাঙালি। প্রত্যেকবারের মতোই বর্ণাঢ্য এই সন্ধ্যায় অবাক করে দেয় সেরার সেরা পুরস্কার। অনুষ্ঠানের সাক্ষী থাকলেন আসিফ সালাম
![শ্রীচরণেষু শ্রীচরণেষু](https://reseuro.magzter.com/100x125/articles/7941/1962280/Ke57xqMmS1737132168393/1737132270282.jpg)
শ্রীচরণেষু
শ্রদ্ধেয় দাদাকে নিয়ে কলম ধরলেন ছোটভাই। স্মৃতির গহীন থেকে উঠে এল, এক আশ্চর্য সম্পর্কের গল্প
![গ্র্যান্ড কামব্যাক গ্র্যান্ড কামব্যাক](https://reseuro.magzter.com/100x125/articles/7941/1962280/zrBv8d2yo1737096675891/1737096779824.jpg)
গ্র্যান্ড কামব্যাক
একটা সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় প্রযোজনা সংস্থা বলতে ছিল দু'টি, এসভিএফ এবং এসকে মুভিজ়। যদিও মাঝে বেশ কিছু বছর আড়ালে চলে যায় এসকে। তবে এবার একসঙ্গে ১৮টা ছবি নিয়ে স্বমহিমায় ফিরছে তারা। লিখছেন আসিফ সালাম
![OTTগ্রাফ OTTগ্রাফ](https://reseuro.magzter.com/100x125/articles/7941/1962280/E8wplWsmp1737096183691/1737096326439.jpg)
OTTগ্রাফ
বিজয় ৬৯: জীবনের শেষ অধ্যায়ে এক নতুন শুরু। অনুপম খেরের অভিনয়ে অনুপ্রেরণামূলক গল্প। তালমার রোমিও জুলিয়েট: প্রেম, দ্বন্দ্ব, এবং সুরে মাখানো এক চেনা গল্পের নতুন প্রকাশ। ফ্রিডম অ্যাট মিডনাইট: স্বাধীনতার টানাপোড়েন আর ঐতিহাসিক দ্বন্দ্বের অনবদ্য চিত্রায়ণ। সিটাডেল: হানি বানি: অ্যাকশন, রোমাঞ্চ, আর জানা গল্পে ভারতীয়করণের ছোঁয়া।