
তাশি ভাই, আমার বসার টুলটা বড্ড নড়বড় করছে পাথরের ওপর, একটু ভাল করে সেট করে দাও প্লিজ।” ভয়ে কাঁটা হয়ে বসে থাকতে থাকতে বললাম। “হানজি, অভি কর দেতা।” ছোট্ট টুলের হালকা পায়া দুটো ঝুরো বরফের মধ্যে জম্পেশ করে গেঁথে দিতে উদ্যোগী হল তাশি, আমার পোর্টার ভাই।
পাহাড়ের খাদের একেবারে কিনারায় সার সার ছোট ছোট বসার টুল বরফের ওপর পাতা। পোর্টার ভাইরা এমনকি ক্যামেরার ট্রাইপড ও সেট করে দিয়েছে। তার ওপর বসানো কামানের মতো লম্বা জুম লেন্স পরানো ক্যামেরায় চোখ লাগিয়ে ফোটোগ্রাফাররা বসে আছে স্থির। নিঃশব্দ। ধ্যানমগ্ন সন্ন্যাসীর একাগ্রতায়, ধৈর্যে। লক্ষ্য, খাদের ওপারে বরফের পাহাড়ের খাঁজে গুটিসুটি মেরে বসে থাকা মা আর তার দুই ছানা। পোর্টার ভাইরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলে বোঝার উপায় ছিল না। পাথরের রঙের সঙ্গে মেলানো তাদের ছদ্মবেশ! শনশন করে কনকনে ঠান্ডা হাওয়া বইছে খোলা পাহাড়ে। চারদিকে ধু ধু বরফ! তাপমাত্রা নেমেছে শূন্যের পনেরো ডিগ্রি নীচে। তিন-চার স্তর গরম পোশাকের নীচে থেকে কেবল চোখ দুটো বেরিয়ে আছে আমাদের। এ ছাড়া উপায়ও নেই। যাদের দেখতে ও ছবি তুলতে, এত দূর থেকে, এত কষ্ট স্বীকার করে এখানে আসা, তারা তো যে-সে প্রাণী নয়!
সমুদ্রতল থেকে ১৪২০০ ফুট উচ্চতায় ট্রান্স হিমালয়ান রেঞ্জে ছোট্ট কিব্বের গ্রাম, উত্তর হিমাচলের স্পিতি উপত্যকায়। গ্রাম ঘিরে প্রায় ২২২০ বর্গ কিলোমিটার বরফের মরুভূমি জুড়ে স্নো লেপার্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চণ্ডীগড় থেকে সকাল সকাল বেরিয়ে হিমালয়ান এক্সপ্রেসওয়ে ধরে রওনা দিয়েছি। দলে আমি আর সুবীর ছাড়াও আরও চারজন—বিনোদ, শৈলেশ, চেতন আর অশ্বিন।
This story is from the November 02, 2024 edition of Desh.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 02, 2024 edition of Desh.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

রায় এলেও প্রশ্ন রইল, সন্দেহও
অপরাধী যাতে মুখ খুলতে না পারে, যার ফলে ফেঁসে যেতে পারেন গণ্যমান্যেরা, সে জন্যই কি যেতে হল হাইকোর্টে?

কুম্ভের ক্যানভাসে সমগ্র দেশ দর্শন
শুধু পুণ্যসঞ্চয় নয়। মানুষের গতিপ্রকৃতি ও অন্তচেতনাকে ছুঁয়ে দেখার উদ্দেশে মানুষ চলে এসেছেন কুম্ভের পথে।

নতুন থিয়েটারের ডাক
স্বাধীনতা পরবর্তী রাজনীতি বোধসম্পন্ন নাট্যকার, কিন্তু কোনও গণনাট্যের ব্যাকগ্রাউন্ড নেই তাঁর। নিজেই বার বার বলেছেন থিয়েটার করতে করতেই তাঁর নাটক লেখায় আসা।

আধুনিক জার্মান সাহিত্যের মশালবাহী
রিলকের কবিতার বিষয়বস্তু নিঃসন্দেহে আধুনিক। এর অভিমুখ আধুনিক সমস্যার আধুনিক সমাধানের দিকে। তাঁর অধিকাংশ কবিতার কেন্দ্রবিন্দুতে আছে অস্তিত্বের সংশয়, অস্তিত্বের সন্ধান আর উদ্বেগময় আকুতি।

বিশ্বশেষের আলো
সমকাল থেকে ১৯৮৪, ১৯৮৪ থেকে ১৯৪৭, সেখান থেকে উনিশ শতকে কাহিনি ফিরতে ফিরতে জাদু বাস্তবতার জাদুর উপাদানটি বেড়েই চলেছে, কোনটা অলীক কোনটা বাস্তব স্থির করা আরও কঠিন হয়ে পড়ছে।

উন্মাদনার স্পর্ধা
তাঁকে আবিষ্কারের প্রচেষ্টা জারি থাকবে আমাদের। কেবল তাঁর চলচ্চিত্র নয়, ঋত্বিকের ছোটগল্প, নাটক, ইংরেজি এবং বাংলা প্রবন্ধ, চিঠিপত্র, এমনকি কবিতাও সেই ল্যাবরেটরির উপাদান

তৃতীয় মৃত্যুর অপেক্ষায়
লুইজি পিরানদেল্লোর এই উপন্যাস ১৯০৪ সালে প্রকাশিত হলেও তার মূল রস ও আত্মা এতটুকুও অপ্রাসঙ্গিক নয়। বিশেষত, যে প্রথমবার পড়ছে তার কাছে কাহিনি, বিশ্লেষণ, ভাষা, সংলাপ, সমস্তই পরিপূর্ণ মনোগ্রাহী।

অবিসংবাদী এক লেখক
ছেলেবেলা থেকেই তাঁর ফুসফুস দুর্বল, এডিনবরার প্রবল শীত ও উত্তর সমুদ্রের ঝোড়ো হাওয়া সহ্য করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব। ফলে, তাঁর স্বল্পায়ু জীবনে স্টিভেনসন প্রায়শই পরিযায়ী পাখিদের মতো দক্ষিণগামী।

যেভাবে দাঁড়িয়ে আছেন এখনও
নিশ্চিত বলা যায় যে, এবার তাঁর জন্মদিন ৬ জুনের পূর্ব থেকেই মান-চর্চা-গবেষণাবিশ্লেষণ-আবিষ্কারপুনরাবিষ্কার সমগ্র মান-চিত্রকে দেখার বর্তমান দৃষ্টিকোণে নতুন দিক তুলে ধরবে।

নতুন থিয়েটারের ডাক
স্বাধীনতা পরবর্তী রাজনীতি বোধসম্পন্ন নাট্যকার, কিন্তু কোনও গণনাট্যের ব্যাকগ্রাউন্ড নেই তাঁর। নিজেই বার বার বলেছেন থিয়েটার করতে করতেই তাঁর নাটক লেখায় আসা।