
সুগার হয়েছে অবিনাশবাবুর। ডাক্তারের নিদান হাঁটতে হবে রোজ। একটানা অন্তত মিনিট চল্লিশেক। হয় সকালে হাঁটুন, নয়তো বিকেলে। একান্ত সময় না পেলে রাতে খাওয়ার আধ ঘণ্টা পর একঘণ্টা হেঁটে আসুন। এই নিদান শোনার পর থেকেই নিজের রুটিন বদলাতে বাধ্য হয়েছেন অবিনাশবাবু। তবে শুধু তিনি নন, ডায়াবেটিস হলে হাঁটার পরামর্শ দেওয়া হয় সকলকেই। কেন হাঁটার সঙ্গে সম্পর্কযুক্ত সুগার বা ডায়াবেটিস? তা জানার আগে দেখে নেওয়া যাক অসুখটা কী, কেন হয় ?
সুগার বা ডায়াবেটিস কী? আমাদের শরীরে প্যাংক্রিয়াসের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন উৎপন্ন হয়। ইনসুলিনই কোষে কোষে গ্লুকোজ পৌঁছে কোষে পুষ্টি সরবরাহ করে। কোনও কারণে এই ইনসুলিন ক্ষরণ কম হলে বা ইনসুলিন তার কাজ করতে বাধা পেলে (ইনসুলিন রেজিস্টেন্স) রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে। তখনই সুগার বা ডায়াবেটিস হয়। এই ডায়াবেটিস দু'প্রকার। ১) টাইপ ১, ২) টাইপ ২। এর মধ্যে পূর্ণবয়স্ক মানুষরা আক্রান্ত হন টাইপ ২ ডায়াবেটিসে। তবে টাইপ ১ ডায়াবেটিস হয় শিশুদের। যেসব শিশুর প্যাংক্রিয়াসের বিটা কোষ নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায়, তাদের শরীরে ইনসুলিন আর তৈরি হতে পারে না। সাধারণত ৫-১৪ বছরের শিশুদের মধ্যে এই ধরনের ডায়াবেটিস দেখা যায়। একে বলে জুভেনাইল ডায়াবেটিস।
বড়দের বেলায় প্রায় ৮৫-৯০ শতাংশ ক্ষেত্রেই টাইপ ২ ডায়াবেটিস হয়। যাঁরা এই রোগে আক্রান্ত হন, হয় তাঁদের শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না, নয়তো ইনসুলিন তৈরি হলেও তার কর্মক্ষমতা কম। ইদানীং অবৈজ্ঞানিক ডায়েট ও ভুল লাইফস্টাইলের কারণে বয়স ২৫-৩০ পেরলেই অনেকে এই অসুখের শিকার হচ্ছেন।
この記事は Sarir O Sasthya の January 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Sarir O Sasthya の January 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

মাইগ্রেনের সমাধান
মাথা যন্ত্রণার এই রোগ একপ্রকার দুর্বিষহ। লক্ষণ ও প্রতিকার কী? পরামর্শে বিশিষ্ট নিউরোলজিস্ট ডাঃ তৃষিতানন্দ রায়।

কীভাবে জব্দ কোলেস্টেরল?
পরামর্শে মণিপাল হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ সৌম্যকান্তি দত্ত।

অনিদ্রা থেকে মুক্তির উপায় কী?
পরামর্শে রুবি জেনারেল হাসপাতালের সাইকিয়াট্রিস্ট ডাঃ শিলাদিত্য মুখোপাধ্যায়।

আয়ুর্বেদিক দাওয়াই
পরামর্শে ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চের প্রাক্তন অধ্যাপক ডাঃ প্রদ্যোৎবিকাশ কর মহাপাত্র।

বাঙালির ১০ রোগে হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট চিকিৎসক ডাঃ রথীন চক্রবর্তী।

হাত কাঁপছে কেন?
কেবল প্রবীণদের নয়। তরুণরাও জর্জরিত হাত কাঁপার সমস্যায়। কেন কাঁপে হাত? আলোচনা করলেন বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের চিকিৎসক ডাঃ অর্পণ দত্ত।

পা ফোলা থেকে মুক্তি
পরামর্শে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সুকুমার মুখোপাধ্যায়।

আয়রন
আয়রন আমাদের শরীরের জন্য অপরিহার্য, কারণ এটি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে এবং রক্তে অক্সিজেন পরিবহণ নিশ্চিত করে। আয়রনের ঘাটতি ক্লান্তি, মাথা ঘোরা, চুল পড়া, হাত-পা ঠান্ডা হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় আয়রনসমৃদ্ধ খাবার রাখা জরুরি, যেমন পালং শাক, মসুর ডাল, ডিম, গুড়, বাদাম, মাছ ও মাংস। গর্ভবতী নারীদের পর্যাপ্ত আয়রন গ্রহণ করা আরও গুরুত্বপূর্ণ, যাতে শিশুর স্বাস্থ্য সুরক্ষিত থাকে। অতিরিক্ত রক্তক্ষরণ হলে আয়রনের অভাব দেখা দিতে পারে, তাই খাদ্যাভ্যাসে সচেতনতা আবশ্যক।

টেনশন
টেনশন কি খারাপ? নাকি একটু আধটু টেনশন থাকা ভালো? কী করলে মিলবে অ্যাংজাইটি থেকে মুক্তি? পরামর্শে সাইকোলজিস্ট ডঃ রূপ কল্যাণ। F

ইউরিক অ্যাসিড বাড়লে করবেন কী?
হাঁটু ফুলতে শুরু করেছে এমন অবস্থায় দরকার পড়লে হাঁটু থেকে ফ্লুইড বের করে পরীক্ষা করেও দেখা যেতে পারে যে ওই ফ্লুইডে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল আছে কি না।