![ত্রিপুরা-সফর ত্রিপুরা-সফর](https://cdn.magzter.com/1338806295/1725618242/articles/hHYaWwmra1725673183821/1725674170557.jpg)
হাল্কা-ঘন জঙ্গলপথে অনর্গল ঝিঁঝিঁপোকাদের ডাক, ছোটো ছোটো নদী-ব্রিজ— এইসব দেখা-শোনার মধ্যে দিয়ে চলেছি। পথের দূরত্ব কমাতে পূর্ত দফতরের বিশাল কর্মকাণ্ড চলছে, তাই আমাদের ইনোভা-র গতি কমছে মাঝে-মধ্যেই।
সারথি ফের শুরু করলেন— আর এক কিংবদন্তি কৈলাসধাম থেকে কাশীধামের পথে কোটিসংখ্যক দেব-দেবীদের নিয়ে চলেছেন ভোলামহেশ্বর। পথশ্রমে ক্লান্ত দেব-দেবীরা রাতের বিশ্রাম নিতে চাইলেন এই রঘুনন্দন পাহাড়ে। দেবাদিদেব সম্মত হলেন এই শর্তে যে, ব্রাহ্মমুহূর্তে, সূর্যোদয়ের আগেই যাত্রা শুরু হবে। দুর্ভাগ্যক্রমে ব্রাহ্মমুহূর্তে দেব-দেবীদের ঘুম ভাঙল না। দেবাদিদেব একাই কাশীধামের পথে রওয়ানা দিলেন। ওদিকে রঘুনন্দন পাহাড়ে ভোরের সূর্যালোক এসে দেখতে দেখতে মনে পড়ছে দক্ষিণ ভারতে মহাবলীপুরমের রক-কাট ভাস্কর্যশিল্পের কথা। যদিও শৈলীর দিক থেকে তা ভিন্ন ধারার, তবুও কোথাও যেন একটা সাদৃশ্য! বেশ কিছু ভগ্ন-ভাস্কর্যও এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। অনেক মূর্তিতে ফাটল-রেখা, সম্ভবত প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভূমিকম্পের ফলে সৃষ্ট। অসামান্য এই শিল্পকর্মগুলির সংরক্ষণে ভারপ্রাপ্ত দফতরের আরও যত্নশীল হওয়া প্রয়োজন। তা না হলে, কালের গতিতে হয়তো হারিয়ে যাবে কোনও দিন।
প্রচুর সিঁড়ি ভেঙে, ওঠা-নামা করে এসব দেখতে সময় লাগল বেশ কয়েক ঘণ্টা। জটাজুটধারী শিবের মূর্তিভাস্কর্যটি কালভৈরব বলে খ্যাত। পাশেই পাহাড়ের গা বেয়ে নেমে আসছে জলধারা, সৃষ্টি হয়েছে স্বল্প-পরিসর কুণ্ড। সেই কুণ্ডের জল ফের পাথরের খাঁজ বেয়ে নীচে
সময়কাল ধরা হয় মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের আমল থেকে। তাঁর রাজত্বকাল ত্রিপুরার ইতিহাসে উজ্জ্বলতম সময়। ইতিহাসের নানান উত্থান পতন এবং ঘটনাবলির মধ্য দিয়ে ১৯৭২ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি রাজতন্ত্রের অবসান হয় এবং পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করে ত্রিপুরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ত্রিপুরার রাজপরিবারের যোগসূত্রের কথা আমরা প্রায় সকলেই অবগত। তাঁর লেখা 'রাজর্ষি' উপন্যাস এবং ‘বিসর্জন' নাটকে ত্রিপুরা রাজপরিবারের কাহিনির প্রতিফলন দেখতে পাই।
هذه القصة مأخوذة من طبعة September 2024 من Grihshobha - Bangla.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 2024 من Grihshobha - Bangla.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![নাচের নাম বুগিবুগি নাচের নাম বুগিবুগি](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/chIC4uZuE1739379265819/1739380107519.jpg)
নাচের নাম বুগিবুগি
গোস্বামীবাবু গ্রামের ধর্মরাজ পুজোর মেলায় নতুন কিছু যোগ করার চাপে পড়ে রাজি হলেন বুগি বুগি নাচের জন্য। যদিও মেলার ঐতিহ্য রক্ষার দায়িত্বে থাকলেও, গ্রামের যুবকদের আবদার ফেলতে পারলেন না।
![পালমোনারি রিহ্যাবিলিটেশন পালমোনারি রিহ্যাবিলিটেশন](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/J4D3-Pais1739379906363/1739380113312.jpg)
পালমোনারি রিহ্যাবিলিটেশন
ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় পালমোনারি রিহ্যাবিলিটেশন অত্যন্ত কার্যকর, যা সিওপিডি রোগীদের শ্বাস-প্রশ্বাস উন্নত করতে ও জীবনযাত্রার মান বাড়াতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের কৌশল চর্চার মাধ্যমে এটি ফুসফুসের কার্যকারিতা বাড়ায়।
![মধ্যপ্রদেশের ‘অফবিট গন্তব্য মধ্যপ্রদেশের ‘অফবিট গন্তব্য](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/giM3AfCJn1739379034147/1739379215030.jpg)
মধ্যপ্রদেশের ‘অফবিট গন্তব্য
গান্ধীসাগর, চান্দেরি এবং কুনো-র অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। নজর কাড়বে আরও অনেক জায়গা। এবার মধ্যপ্রদেশের আরও কিছু অফবিট গন্তব্যের হদিশ দিচ্ছেন সুরঞ্জন দে।
![সুন্দরী সিমলা আর মনভোলানো মানালি সুন্দরী সিমলা আর মনভোলানো মানালি](https://reseuro.magzter.com/100x125/articles/867/1989964/fZRo_3ebU1739357819034/1739358041550.jpg)
সুন্দরী সিমলা আর মনভোলানো মানালি
চারপাশের দৃশ্য অবর্ণনীয়। সূর্যের আলোয় সোনালি পর্বতের উন্নত শির, সবুজ বনানী, পাহাড়ি নিস্তব্ধতাকে ভেঙে পাখিদের ডাক— এসবই মন ভরিয়ে দেওয়ার মতো। পাহাড়ি গন্ধ গায়ে মেখে, সিমলা এবং মানালি-র রহস্যময় সৌন্দর্য উপভোগ করে এসে লিখছেন শ্রীপর্ণা দে।
![এই ‘বিষ’ বিক্রি হয় প্রকাশ্যে এই ‘বিষ’ বিক্রি হয় প্রকাশ্যে](https://reseuro.magzter.com/100x125/articles/867/1959270/2BjDOKBvo1736861251004/1736861359106.jpg)
এই ‘বিষ’ বিক্রি হয় প্রকাশ্যে
মদ্যপান আমাদের শারীরিক ও সামাজিক জীবনে গভীর ক্ষতি করে। এটি শুধু স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে না, বড় দুর্ঘটনা এবং পারিবারিক সহিংসতার কারণও হয়ে দাঁড়ায়। আসুন, এই 'স্লো পয়জন'-এর ফাঁদ থেকে নিজেদের ও প্রিয়জনদের মুক্ত রাখি।
![বিশ্বরূপ বিশ্বরূপ](https://reseuro.magzter.com/100x125/articles/867/1959270/CYPgH4eDR1736861168347/1736861250326.jpg)
বিশ্বরূপ
প্রতিভার উদযাপন: দুবাইয়ের ‘ফেম’ সংস্থা ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি মঞ্চ তৈরি করেছে, যেখানে তারা নাচ, গান ও নাটকের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়। এটি তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং পরিবারদের অনুপ্রেরণা জোগাতে বিশেষ ভূমিকা পালন করে। মেয়েদের এগিয়ে আসার সময়: মার্থা ব্যারেন্টেস কোস্টারিকায় পুরুষদের দক্ষ ব্যাবসায়ী হতে শিখিয়ে প্রমাণ করেছেন যে, ব্যাবসা শুধু পুরুষদের বিষয় নয়। এখন নারীদের প্রযুক্তি এবং ব্যাবসায় বিশেষজ্ঞ হওয়ার সময়। সাহসী ফ্যাশন: স্পেনের জুয়ানা মার্টিন তাঁর ব্র্যান্ডের ২৫তম বার্ষিকীতে প্রমাণ করেছেন যে নারীরা সাহস নিয়ে এগিয়ে গেলে যেকোনো বাধা অতিক্রম করতে সক্ষম।
![বিশ্বরূপ বিশ্বরূপ](https://reseuro.magzter.com/100x125/articles/867/1959270/Py9LIZuyS1736861069915/1736861165969.jpg)
বিশ্বরূপ
পাগলামির ছোঁয়া: আমেরিকায় আধুনিকতা আর যুক্তিবাদের পরিচয় থাকলেও, ভূত, অলৌকিক ঘটনা, আর ভ্যাম্পায়ারে বিশ্বাস তুমুল। ভূত পর্যটন ও ব্যবসা রমরমিয়ে চলছে। আর Halloween উৎসবে ভৌতিক সাজে মেতে ওঠা—এ যেন ভয়ের চেয়ে বেশি আনন্দের গল্প।
![Happy নিউ ইয়ার Happy নিউ ইয়ার](https://reseuro.magzter.com/100x125/articles/867/1959270/1-ARuyb0x1736860894588/1736861065898.jpg)
Happy নিউ ইয়ার
২০২৫ সালের শুরু থেকেই জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠে, মানসিক শান্তি এবং আনন্দলাভের চেষ্টা করুন। কিন্তু কীভাবে জীবনকে করে তুলবেন আনন্দময়? পরামর্শ দিচ্ছেন সুরঞ্জন দে।
![2025-এ ওয়ার্ডরোব মেকওভার 2025-এ ওয়ার্ডরোব মেকওভার](https://reseuro.magzter.com/100x125/articles/867/1959270/ewx49lrJq1736860764371/1736860894343.jpg)
2025-এ ওয়ার্ডরোব মেকওভার
বয়স যাই হোক না কেন, সৌন্দর্য ধরে রাখতে ভালো মেক-আপ যেমন আবশ্যক, ঠিক তেমনই পোশাক চয়নেও গুরুত্ব দেওয়া খুব জরুরি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবদিক থেকে নিজেকে কীভাবে আরও ফ্যাশনেবল করে তুলবেন, সেই বিষয়ে রইল গুরুত্বপূর্ণ পরামর্শ।
![নবজাতকের চাই সুনিশ্চিত সুরক্ষা নবজাতকের চাই সুনিশ্চিত সুরক্ষা](https://reseuro.magzter.com/100x125/articles/867/1959270/8SSf6ZJr_1736860324916/1736860711777.jpg)
নবজাতকের চাই সুনিশ্চিত সুরক্ষা
মায়ের স্নেহের স্পর্শের স্বর্গীয় অনুভূতি, সুনিশ্চিত সুরক্ষা দেয় নবজাতককে। তাই, স্নান করানো থেকে শুরু করে খাওয়ানো, ঘুম পাড়ানো সবেতেই মায়ের স্নেহের স্পর্শই হয়ে উঠুক নবজাতকের রক্ষাকবচ। রইল পরামর্শ।