এবার আমরা এমন এক অসুখ নিয়ে আলোচনা করব, যা আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গগুলির মধ্যে একটির সঙ্গে সম্পর্কিত — তা হল মেরুদণ্ড। কিন্তু এই অসুখের নামের সঙ্গেই বহু মানুষ পরিচিত নন। স্কোলিয়োসিস। এটি হল শিরদাঁড়ার এমন এক বিকৃতি, যা বহু সময়ই মানুষকে হুইলচেয়ারে চলাফেরা করতে বাধ্য করে। নিউরো-মাসকুলার স্কোলিয়োসিসে আক্রান্ত বাচ্চাদের অনেকেরই শারীরিক ও বুদ্ধিগত প্রতিবন্ধকতা থাকে। কনজেনিটাল স্কোলিয়োসিসের ক্ষেত্রেও শিরায় সমস্যা, ক্লেফ্ট লিপ ইত্যাদি হয়। স্কোলিয়োসিস বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদেরও হতে পারে। বাচ্চাদের স্কোলিয়োসিস নিয়েই বিশদে বোঝার চেষ্টা করব এই আলোচনায়।
কাকে বলে স্কোলিয়োসিস? শিরদাঁড়া আমাদের শরীরের ওজন বহন করে, শরীরকে গঠন দেয় এবং শিরদাঁড়ার ভিতর দিয়েই বিভিন্ন শিরাউপশিরা তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। ছোট ছোট ৩০-৩৫টা হাড়, একটার উপর একটা বসে শিরদাঁড়া তৈরি হয়। প্রতিটি হাড়ের মধ্যে একটু করে মোশন হয়, যা শরীরকে ফ্লেক্সিবল বা নমনীয় রাখে। শিরদাঁড়ার কিছু কার্ভেচার থাকে— কোনওটা উত্তল (কনভেক্স), কোনওটা অবতল (কনকেভ)। এই কার্ভগুলোয় কোনও অস্বাভাবিকতা থাকলে, তাকে বলা হয় ‘স্পাইনাল ডিফমিটি' বা বিকৃত শিরদাঁড়া। সদ্যোজাত শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, সকলেরই বিভিন্ন কারণে শিরদাঁড়ার বিকৃতি হতে পারে। দু'ধরনের স্পাইনাল ডিফর্মিটি হয়, স্কোলিয়োসিস আর কাইফোসিস। শিরদাঁড়া একদিকে বেঁকে গেলে, তাকে বলা হয় স্কোলিয়োসিস। এর ফলে পিঠের একদিক উঁচু, অন্যদিক নিচু হয়ে যায়। স্কোলিয়োসিসের পেশেন্টদের ক্ষেত্রে তাই দেখা যায়, একটা কাঁধ উঁচু, অন্যটা নিচু। স্কোলিয়োসিসের কয়েক রকম ধরন হয়। | আর্লি অনসেট স্কোলিয়োসিস: দশ বছরের কম বয়সি বাচ্চাদের যে স্কোলিয়োসিস হয়। ■ অ্যাডোলেসেন্ট স্কোলিয়োসিস: দশ বছরের বেশি বয়সি বাচ্চাদের যে স্কোলিয়োসিস হয়। ■ অ্যাডাল্ট স্কোলিয়োসিস: প্রাপ্তবয়স্কদের যে স্কোলিয়োসিস হয়।
বাচ্চাদের স্কোলিয়োসিসের কারণ | স্কোলিয়োসিসে আক্রান্ত বাচ্চাদের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশেরই কারণ নির্ণয় করা যায় না। একে বলা হয় ‘ইডিয়োপ্যাথিক স্কোলিয়োসিস'। এই স্কোলিয়োসিসের ক্ষেত্রে ৮০ শতাংশ পেশেন্ট হয় বয়ঃসন্ধির বাচ্চারা।
This story is from the November 15, 2024 edition of SANANDA.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 15, 2024 edition of SANANDA.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
এখনকার জিঙ্গল প্রায় কিছুই মনে রাখার মতো নয়
‘আয় খুকু আয়’, ‘বনমালী তুমি..’র মতো স্মরণীয় গান তো আছেই। তবে শ্রাবন্তী মজুমদারকে বাঙালি ভালবাসে রেডিয়ো ও বিজ্ঞাপনের গানের জন্যও। কলকাতায় তাঁর মুখোমুখি মধুরিমা সিংহ রায়।
চিরজীবন্ত এক বিস্ময়
বিপুল প্রতিভা, বিশাল হৃদয়, শিকড়ের প্রতি অবিচ্ছেদ্য টান, সবে মিলে অনন্য রোহিত বাল। শ্রদ্ধা জানাল সানন্দা।
পুরুষদের ব্রেস্ট ক্যানসার
সংখ্যায় অনেক কম হলেও মহিলাদের মতো পুরুষদেরও হতে পারে ব্রেস্ট ক্যানসার। আর তা ধরা পড়েও দেরিতে। আলোচনায় সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডা. সৈকত গুপ্ত। কথা বললেন মধুরিমা সিংহ রায়।
বিপদের ঘেরাটোপে
“ঘুমোবি। তোর কেনা ফ্ল্যাট। কোন ইটের ফাঁকে কী লুকনো, তুই জানবি কী করে?” “ঠিক কথা। কিন্তু, খুব ভয় করছে রে!” “সে তো করবেই। একটা কাজ করবি? কোনও সাধুর আশ্রমে দিয়ে আসবি! ওরা সব হজম করে দেবে। তুই নিশ্চিন্ত।”
সিনিয়র সিটিজেনশিপ কার্ড
ব্যাঙ্ক ডিপোজিট থেকে কর ছাড়,সিনিয়র সিটিজেনশিপ কার্ডের প্রভূত সুযোগ পেতে পারেন আপনিও। খোঁজ করলেন অনিকেত গুহ
পোশাকের আয়ুর উপরে জোর দিই”
প্যারিস ও লন্ডন ফ্যাশন উইকের নিয়মিত মুখ তিনি। সম্প্রতি লঞ্চ করলেন তাঁর নতুন কালেকশন। তানিয়া খনুজার সঙ্গে কথা বললেন মধুরিমা সিংহ রায়।
দুর্গরহস্য নয়!
এ দুর্গে রহস্য নেই। আছে চোখ জুড়ানো সৌন্দর্য, নানা মহলের নানা গল্প, ইতিহাসের হাতছানি! নিমরানা ফোর্ট ঘোরার রঙিন অভিজ্ঞতা শোনালেন নন্দিতা সাহা।
প্রতিরূপ
সমরেশ এবং সর্বাণীর পরিবারে নতুন সদস্যের আগমনের নিয়ে চলতে থাকা আলোচনার গল্প এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে মানবিক ও সামাজিক দ্বন্দ্বকে তুলে ধরেছে। পরিবারে প্রজন্মগত ব্যবধান, জীবনধারার পরিবর্তন, এবং দায়িত্ব গ্রহণের প্রশ্নে এক অসামান্য অন্তর্দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে এই আখ্যানটিতে।
আন্দোলন ও টিনএজারদের সামাজিক চেতনা
টিনএজারদের সামাজিক ভাবে সচেতন হওয়া কতটা জরুরি? সাম্প্রতিক আন্দোলন আমাদের কী শেখাল এ বিষয়ে? আলোচনা করলেন কনসালট্যান্ট সাইকায়াট্রিস্ট ডা. রিমা মুখোপাধ্যায়।
ফরেন্সিক সায়েন্স
এই পর্বে আতসকাচের তলায় ফরেন্সিক সায়েন্স। সাবজেক্ট, সুযোগ ও কেরিয়ার নিয়ে কথা বললেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির অ্যাসোসিয়েট প্রফেসর ও ফরেন্সিক সায়েন্স অ্যান্ড টেকনোলজির হেড অব দ্য ডিপার্টমেন্ট ড. অভিজিৎ ঘোষ।