![এভাবে কলকাতার মেয়েরা চুল বাঁধে না! এভাবে কলকাতার মেয়েরা চুল বাঁধে না!](https://cdn.magzter.com/1433416622/1730984781/articles/hs8OPpvkf1731175263377/1731175388865.jpg)
প্রথম আলাপ ১৯৭০ সাল। পরিচালক শক্তি সামন্তর ‘জানে আনজানে' ছবির শ্যুটিং চলছে। শাম্মী কাপুর, বিনোদ খান্না, লীনা চন্দভারকার, সুলোচনা লাটকরের সঙ্গে আমিও অন্যতম একটি মুখ্য চরিত্রে অভিনয় করছি। থেকে থেকেই মুম্বই, মানে তখনকার বম্বেকলকাতা যাতায়াত করতে হচ্ছে। তার আগের বছর শক্তিদার ঐতিহাসিক সুপার ডুপার হিট ছবি 'আরাধনা' রিলিজ করেছে।
ছবির গোল্ডেন জুবিলি সেলিব্রেশনে শক্তিদা আমাকে নিমন্ত্রণ করলেন। ‘আরাধনা’র গোল্ডেন জুবিলি ফাংশনে তৎকালীন বম্বে ফিল্ম মহাকাশের তারকা খচিত সেই সন্ধ্যায় রাজ কাপুরের সঙ্গে আমার আলাপ করিয়ে দেন শক্তিদা।
ভারি কিউট ‘গঙ্গা’র জন্য আজও গর্ব হয়। তখন কতই বা বয়স, কুড়ি-একুশ। ‘গঙ্গা’র এডিটর ছিলেন হৃষীবাবু, হৃষীকেশ মুখোপাধ্যায়। গঙ্গায় আমার অভিনয় দেখে ভালো লাগায় হৃষীবাবু আমাকে ওঁর ‘আসলি নকলি' ছবিতে নেন। দেবানন্দ, সাধনার সঙ্গে আমিও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলাম। যাই হোক, প্রথম আলাপেই রাজ কাপুর আমাকে অবাক করে দিলেন। বললেন, 'আমি আপনার অভিনয় দেখেছি।' শুনে আমি তো বিস্মিত! জিজ্ঞাসা করলাম, ‘আমার অভিনয়? কোন ছবিতে?” মুখে সেই মোহিত করা হাসিটা ছড়িয়ে বললেন, “কেন, গঙ্গা’য়! অসাধারণ ছবি। তখন আপনি খুব ছোট। ভারি কিউট লাগছিল আপনাকে।' শুনে আমার লজ্জা, আনন্দ, গর্ব মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। রাজেন তরফদারের 'গঙ্গা' রিলিজ করেছিল ১৯৬০ সালে। মানে রাজ কাপুরের সঙ্গে যখন ছবিটা নিয়ে কথা বলছি, তার দশ বছর আগে মুক্তি পেয়েছে ছবিটা। বাংলা ছবি। তবুও সারা ভারতে আলোড়ন তুলেছিল ‘গঙ্গা’। অতদিন পরেও উনি আমাকে মনে রেখেছেন দেখে আশ্চর্য হয়ে গেলাম।
Diese Geschichte stammt aus der November 2024-Ausgabe von Sukhi Grihakon.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 2024-Ausgabe von Sukhi Grihakon.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![‘অনুরাগ বান্ধিবি কেমনে...?' ‘অনুরাগ বান্ধিবি কেমনে...?'](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/dFHbxNZZY1738691013754/1738691291700.jpg)
‘অনুরাগ বান্ধিবি কেমনে...?'
প্রেমে নিরাপত্তাহীনতার অন্যতম কারণ তৃতীয় ব্যক্তি। সুন্দর সহজ সম্পর্কও জটিল হয়ে ওঠে ত্রিকোণ রসায়নে। সম্পর্কে কেন অনুপ্রবেশ করেন অন্য কেউ, কীভাবেই বা তা সামলাবেন? মনের অলিগলিতে আলো ফেলে সমাধান জানালেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ সুজিত সরখেল –ও ডাঃ অমিতাভ মুখোপাধ্যায়। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।
![মণিকরণ উষ্ণ প্রস্রবণ মণিকরণ উষ্ণ প্রস্রবণ](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/DkQBVt2eq1738692610451/1738692657785.jpg)
মণিকরণ উষ্ণ প্রস্রবণ
ভারতীয় সংস্কৃতিতে নদীকে ভগবান হিসেবে পূজা করা হয়। নদীর তীরে গড়ে ওঠে সভ্যতা, তাই বোধহয় এই রীতি। লিখেছেন পূর্বা সেনগুপ্ত।
![যত্ন করতে জানতে হবে যত্ন করতে জানতে হবে](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/vRsubQTNO1738690508394/1738690591695.jpg)
যত্ন করতে জানতে হবে
ইমন চক্রবর্তী বলছেন, সম্পর্কে তৃতীয় ব্যক্তি যেকোনো সময় আসতে পারে, তা সেলেব বা সাধারণ জীবনযাপনকারী যেকোনো মানুষের ক্ষেত্রেই সম্ভব। তিনি জোর দিয়েছেন যে সম্পর্কের মূল্যবোধ বজায় রাখা এবং নিজের চাওয়া-পাওয়া পরিষ্কার থাকলে তৃতীয় ব্যক্তির প্রবেশ কঠিন হয়ে ওঠে।
![বন্ধুত্বের ভাঙা গড়া বন্ধুত্বের ভাঙা গড়া](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/Xc_PYZO1w1738690915514/1738691005911.jpg)
বন্ধুত্বের ভাঙা গড়া
তৃতীয় ব্যক্তির প্রভাবে বন্ধুত্ব ভেঙে যেতে পারে? বন্ধুত্বের শর্তগুলো কীভাবে একটা সম্পর্কে কাজ করে? এই নিয়ে বিস্তারিত জানালেন মনোবিদ ডাঃ রীমা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
![‘তৃতীয় ব্যক্তি এসে আমার কোনও প্রেম ভেঙে দেননি' ‘তৃতীয় ব্যক্তি এসে আমার কোনও প্রেম ভেঙে দেননি'](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/mbslX4V_I1738690678650/1738690771551.jpg)
‘তৃতীয় ব্যক্তি এসে আমার কোনও প্রেম ভেঙে দেননি'
তৃতীয় ব্যক্তির ভূমিকা লেখকের ব্যক্তিগত জীবনে খুবই সীমিত, তবে পারিবারিক ও পেশাগত জীবনে সমর্থন ও বিরোধিতা উভয়ই পেয়েছেন। তিনি ও তার স্ত্রী সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ রোধে সচেতন এবং আস্থা ও বোঝাপড়ার মাধ্যমে তাদের সম্পর্ক সুদৃঢ় রাখেন।
![সন্তানের উপর প্রভাব কতটা ? সন্তানের উপর প্রভাব কতটা ?](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/JG2o10X_Q1738692172299/1738692314394.jpg)
সন্তানের উপর প্রভাব কতটা ?
বাবা মায়ের মাঝে তৃতীয় ব্যক্তির আনাগোনা হলে সন্তানের উপর সেই সম্পর্কের প্রভাব কতটা এবং কীভাবে পড়ে? আলোচনা করলেন মনোবিদ ডাঃ দেবাঞ্জন পান। লিখেছেন কমলিনী চক্রবর্তী
![‘হোম ব্রেকার' বলা হয়েছিল আমাকে ‘হোম ব্রেকার' বলা হয়েছিল আমাকে](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/KLMpLry0l1738690594362/1738690661897.jpg)
‘হোম ব্রেকার' বলা হয়েছিল আমাকে
শ্রীময়ী চট্টরাজ বিশ্বাস করেন যে তৃতীয় ব্যক্তি সম্পর্ক ভাঙার জন্য দায়ী নয়, বরং সম্পর্কের ভিত দুর্বল হওয়াই মূল কারণ। তিনি সম্পর্কের সম্মান বজায় রেখে, তৃতীয় ব্যক্তিকে দোষ না দিয়ে, জীবনকে এগিয়ে নেওয়ার পক্ষে।
![কর্মক্ষেত্রে তৃতীয় সম্পর্ক! কর্মক্ষেত্রে তৃতীয় সম্পর্ক!](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/_wf-I69Tu1738691557635/1738691906846.jpg)
কর্মক্ষেত্রে তৃতীয় সম্পর্ক!
অফিস প্রেম! না, বিষয়টা অত সরল নয়। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন যদি কর্মক্ষেত্রে হয়? কীভাবে সামলাবেন? পরামর্শ দিলেন মনোবিদ ডঃ অমিত চক্রবর্তী। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
![‘যা বলতে চাই ‘যা বলতে চাই](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/hppUMPp8S1738687962296/1738688034471.jpg)
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগামন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন তনুকা চট্টোপাধ্যায়।
![বিটের ঝুরি বিটের ঝুরি](https://reseuro.magzter.com/100x125/articles/10132/1982404/t-DV54VSK1738688684105/1738688954087.jpg)
বিটের ঝুরি
বিটের ঝুরি তৈরির জন্য বিট গ্রেট করে জল ঝরিয়ে নিন, তারপর তেলে কালজিরে, রসুন, কাঁচালঙ্কা দিয়ে ফোড়ন দিন এবং বিট ভেজে নুন-চিনি দিয়ে ঝুরঝুরে করে রান্না করুন। ডুমুরের গুলি কাবাবের জন্য ডুমুর ও ছোলার ডাল সেদ্ধ করে বেটে মশলা মিশিয়ে বল বানিয়ে ভাজুন, পরে গ্রেভি সহযোগে সাজিয়ে পরিবেশন করুন। চিকেন রোস্ট ও বার বি কিউ চিকেন উইংসের জন্য ম্যারিনেট করা চিকেন ও উইংস যথাক্রমে রোস্ট ও ভেজে বার বি কিউ স্যসে মাখিয়ে পরিবেশন করুন।