ন ‘তুন অর্থ-বর্ষের শুরুতেই বদলিটা হয়ে গেল নন্দিতার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের স্থায়ী সরকারি চাকরিতে তিন থেকে পাঁচ বছর অন্তর বদলি হওয়া নিতান্তই স্বাভাবিক ঘটনা; কিন্তু এরকম পছন্দসই জায়গায় একদম উপযুক্ত সময়ে
ট্রান্সফার পাওয়াটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার! তবে সাধারণ মানুষের জীবনেও কখনও-সখনও ম্যাজিক ঘটে বই-কি— এই যেমন নন্দিতার জীবনেই ঘটল! প্রায় বিশ বছরের চাকরি জীবনে এই প্রথমবার ট্রান্সফার অর্ডারটা হাতে পেয়ে এত " - খুশি হল বছর পঁয়তাল্লিশের নন্দিতা। সঙ্গে সঙ্গেই স্বামী তপনকে ফোনে খবরটা জানাল সে। পেশায় ইঞ্জিনিয়র বছর পঞ্চাশের তপনবাবু চাকরি করেন রাজ্যের সেচ-দফতরে, সল্টলেকে অফিস ওনার। আর নন্দিতার ট্রান্সফার হয়েছে আমহার্স্ট স্ট্রিট ব্রাঞ্চে।
নন্দিতার মুখে খবরটা শুনে তপনবাবুও আনন্দিত নন্দিতার মতো একই কারণে। নাহ্, আঠেরো বছরের বিবাহিত জীবনের পর একই শহরে এক ছাদের তলায় থেকে কাজ করতে পারার আনন্দ এটা নয়; ওদের একমাত্র সন্তান কলকাতার নামি স্কুলের ক্লাস টেনের ছাত্র। বছর পনেরোর তমালের সামনের বছরই মাধ্যমিক, তাই মা-বাবা দুজনের সাহচর্যই যে তাকে জীবনের প্রথম বড়ো পরীক্ষার ক্ষেত্রে মানসিক ভাবে সাহায্য করবে— এ কথা ভেবেই আনন্দিত নন্দিতা, তপন দুজনেই।
নন্দিতাদের গ্যারেজ-সহ তিন কামরার নিজস্ব ফ্ল্যাটটা যাদবপুরে। নন্দিতা বা তপন কারওরই বাড়ি কলকাতায় নয়। কিন্তু চাকরির
প্রায় কয়েক বছর পর থেকেই তপনবাবুর পোস্টিং কলকাতায় হয়ে যাওয়ায় এবং পরবর্তী বদলির সম্ভাবনা ক্ষীণ বুঝে আর একমাত্র ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে, অনেক বিচার-বিবেচনা করেই এই বাসস্থানটি কিনেছেন এবং নন্দিতার অবসর গ্রহণের পর এই মহানগরীরই পাকাপাকি বাসিন্দা হয়ে যাবেন বলে ঠিক করেছেন। দক্ষিণবঙ্গে নিজেদের পুরোনো মফস্সল শহরে আর ফেরার ইচ্ছে নেই তাদের।
অদ্ভুত ভাবে নন্দিতা এযাবৎ চাকরিসূত্রে কেবলমাত্র থেকেছে জেলা-শহরে, আবার কখনওবা গ্রামেও। কিন্তু ছুটিছাটায় কলকাতায় পরিবারের সাথে কিংবা অন্য শহরে আত্মীয়স্বজনের বাড়িতে সময় কাটালেও কখনও কোনও বড়ো শহরে কয়েক মাসের জন্যও থাকার দরকার পড়েনি তার। এই প্রথমবার কল্লোলিনী তিলোত্তমায় কয়েক বছরের জন্য আসার পর ঠিক হল যে, নিজেদের চারচাকা ড্রাইভ করে অফিস যাওয়ার সময় তপনবাবু ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আর
Bu hikaye Grihshobha - Bangla dergisinin December 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Grihshobha - Bangla dergisinin December 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
চাইল্ড পর্নোগ্রাফি এবং নিষ্ঠুর সমাজ
সুপ্রিম কোর্ট পকসো আইনের ব্যাখ্যা দিয়েছে যে শুধুমাত্র চাইল্ড পর্নোগ্রাফি তৈরি করা নয়, তা মোবাইল বা কম্পিউটারে রাখা ও দেখা অপরাধ। শিশুদের সুরক্ষায় আইন কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন
উৎসবের আবহে জীবনে আনুন নতুন ছন্দ
উৎসব মানেই অনেকটা অবসর যাপন। তাই এই উৎসবের আবহে ভাবুন ঠাণ্ডা মাথায় এবং এগিয়ে চলুন নতুন ভাবে। দেখবেন, আপনার আগামী জীবন আরও সুস্থ এবং সুন্দর হয়ে উঠবে। পরামর্শ দিচ্ছেন সুরঞ্জন দে।
ক্লান্তি দূর করুন নিমেষে
উৎসবের দিনগুলিতে ঘরে-বাইরে নিজের সৌন্দর্য তুলে ধরা অত্যন্ত জরুরি। তাই, চোখে-মুখে ক্লান্তির ছাপ দূর করার কৌশল রপ্ত করতেই হবে। রইল পরামর্শ।
বাড়িয়ে তুলুন সন্তানের আত্মবিশ্বাস
সন্তান আত্মবিশ্বাস অর্জনের শিক্ষা পেয়ে থাকে পরিবারের সদস্যদের থেকে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে হয় বাবা এবং মা-কে। এই বিষয়ে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শ্রীতমা ঘোষ-এর গুরুত্বপূর্ণ বক্তব্য এবং পরামর্শ তুলে ধরছেন সুরঞ্জন দে।
কিতকিত
বাড়ি ফিরেও সোনালি এখনও পোশাকটা পালটায়নি। বড়দির পরপর ফোনের ধমকে, অফিস থেকে দেরি করে বাড়ি ফেরায় মনের অস্থিরতা কিছুতেই কমছে না।
ফেস্টিভ ফ্যাশনে শাড়ি
উৎসবে আজও স্ব-মহিমায় বিরাজমান শাড়ি। তবে, শাড়ি পরার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন আপনি। সুতরাং, কীভাবে এবং কোন শাড়িতে নিজেকে ফ্যাশনেবল করে তুলবেন, সেই বিষয়ে জেনে নিন বিস্তারিত।
মুখরোচক মিক্সচার
কর্নফ্লেক্স মিক্স বানাতে কাজু, বাদাম, কারিপাতা ও শুকনো মশলা দিয়ে মিক্স করুন। ভেজ কাটলেটের জন্য বিটরুট, আলু এবং স্টাফিংয়ের মশলা মিশিয়ে তৈরি করুন, আর টিক্কি আলু ম্যাশ দিয়ে ঝুরিভাজা দিয়ে পরিবেশন করুন।
উৎসবে নজর কাড়ুক নেল আর্ট
নেল আর্টের মাধ্যমে নিজের নখ-কে আপনি যে-কোনও রং, থিম, প্রকৃতি অথবা মুড-এর বিভিন্ন দৃশ্যে সাজিয়ে তুলতে পারেন। রইল পরামর্শ।
নবজন্ম
আজ অনেকদিন পর আবার এক নতুন সাজে সেজেছে ইমন-কল্যাণ। আজকের দিনটি তিথির জন্য বিশেষ, কারণ সে তার মায়ের স্বপ্ন পূরণ করতে চলেছে, বাড়িটি ‘নবজন্ম’ সংস্থার হাতে তুলে দিয়ে অনাথ শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলবে।
স্কোলিওসিস
স্কোলিওসিস-এ আক্রান্ত হলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা এবং শরীর বেঁকে যাওয়া ছাড়াও, হতে পারে আরও অনেকরকম শারীরিক অস্বস্তি। এই রোগ এবং চিকিৎসার বিষয়ে কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডা. কিরণ শংকর রায়-এর বক্তব্য এবং পরামর্শ তুলে ধরছেন সুরঞ্জন দে।