বছরখানেকের মধ্যেই লোকসভা নির্বাচন। দেশের মূল দু’টি রাজনৈতিক শক্তি বিজেপি এবং কংগ্রেস। এই দুই দলের মতাদর্শ নিয়ে বিশেষ ধন্দ নেই। কংগ্রেস মোটের ওপর মধ্যপন্থী। সেখানে বাম এবং ডান ঘেঁষা মানুষও আছেন। বিজেপি দক্ষিণপন্থী। কখনও তা কোমল, কখনও-বা দৃঢ়। শক্তিশালী রাষ্ট্রের ভাবনা এই দৃঢ়তর মতের অংশবিশেষ। জাতীয়তাবাদের অনেক ধরন আছে। তার মধ্যে সামরিক এবং ধর্মীয় জাতীয়তাবাদ দু’টিই বেশ গুরুত্বপূর্ণ। আমাদের দেশে প্রায় আশি শতাংশ মানুষ হিন্দু। সেই জায়গায় হিন্দুত্বের যে-বিমূর্ত ভাবনা, তার রূপায়ণের মধ্য দিয়েই বিজেপির উত্থান। আরএসএস থেকে ধরলে ইতিহাস অনেক লম্বা, প্রায় একশো বছরের। এর পর আশির দশকে রাজনৈতিক দল হিসেবে বিজেপির আত্মপ্রকাশ। তাদের ভাবনা সরাসরি রামমন্দির থেকে শুরু করে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য থেকে অবিচ্ছেদ্যতর অংশ তৈরি করা। আরও একটু বৃহত্তর দিক্-নির্দেশে অভিন্ন দেওয়ানি বিধির আলোচনা। এই প্রত্যেকটা মতের পক্ষেই বিজেপির প্রচুর যুক্তি। সঙ্গে আরএসএস-এর প্রত্যক্ষ সমর্থন। অন্যদিকে, দেশের বিরোধীরা এই ভাবনার বিরুদ্ধে কথা বলছেন। সেখানে যে-মত উঠে আসছে, তা উদারবাদের বা প্রগতিশীলতার। এখন বাংলা ভাষায় উদারবাদ বা প্রগতিশীলতা শব্দ হিসেবে বামঘেঁষাদের কাছে ধর্মীয় রাষ্ট্রবাদের তুলনায় বেশি আকর্ষণীয়। মননশীল বাঙালি সেই কারণেই হয়তো ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জিতিয়েছেন। যদিও সেখানে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। অর্থাৎ যেখানে উদারবাদের কথা আসছে, তার উল্টোদিকে রক্ষণশীলতার পক্ষেও মত আছে যথেষ্ট। গোটা দেশ জুড়েই একটি অংশের কাছে হিন্দুত্ব একটি প্রিয় শব্দ। শক্তপোক্ত একটি দেশ তাঁদের স্বপ্ন। রাজনৈতিক বিশ্লেষণকে নৈর্ব্যক্তিক যুক্তি-প্রতিযুক্তিতে পেশ করতে গেলে তাই ভাল খারাপকে দু'টি বিপরীতমুখী শব্দ হিসেবে পেশ করাই ভাল। ইউক্রেনে যে-স্বাধীনতা সংগ্রামী, সে-ই আবার রাশিয়ার কাছে সন্ত্রাসবাদী। বুঝতে অসুবিধে হয় না যে, ভাল-খারাপের বদলে সাদা-কালো, শূন্য-এক— এইরকম বাক্যাংশ ব্যবহার করে দ্বান্দ্বিক ভাবনা প্রকাশ করাটাই সুবিধেজনক। সেক্ষেত্রে রাশিয়া আর ইউক্রেনের যোদ্ধাদের মধ্যে কে ভাড়াটে আর কে দেশপ্রেমী, সেই তর্কে ঢুকতে হয় না, শূন্য বনাম এক গোছের দুটো দাগে দাগিয়ে দিলেই কাজ চলে যায়।
Diese Geschichte stammt aus der August 17, 2023-Ausgabe von Desh.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der August 17, 2023-Ausgabe von Desh.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
চিকিৎসক আন্দোলন, কোন পথে? নিঃসন্দেহে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সরকারবিরোধী এই মাপের আন্দোলন কখনও দেখেনি।
জুনিয়র চিকিৎসকদের অনশন ধর্মঘট উঠে যাওয়ায় মধ্যবিত্ত বাঙালি স্বস্তি পেয়েছে। আন্দোলনের ইতিবাচক দিক যেমন আছে, তেমনই শাসকের প্রতিক্রিয়া নিয়ে নানা বিতর্কও রয়েছে। এই প্রতিবাদ শাসককে নাড়া দিলেও আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
ভারতীয় দার্য্যের প্রতীক
ফোর্ড মোটর কোম্পানি ১৯০৮ সালে ‘মডেল টি’ গাড়ি চালু করে, যা জনসাধারণের জন্য সহজ ও সাশ্রয়ী হয়ে ওঠে। ১০০ বছর পর, ২০০৮ সালে রতন টাটা ‘ন্যানো’ গাড়ি নিয়ে বিশ্বমঞ্চে ওঠেন, যাকে বলা হয়েছিল ‘পিপলস কার’। টাটার নেতৃত্বে টাটা গ্রুপ বিশ্ববাজারে বিশাল অধিগ্রহণ করে, যেমন জাগুয়ার-ল্যান্ড রোভার, এবং গড়ে তোলে এক শক্তিশালী আন্তর্জাতিক উপস্থিতি।
মৃত্যুরূপা কালী, আজও
শ্রীরামকৃষ্ণ তাঁর কালীসাধনায় এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন, যা যুক্তিবোধ ও ভক্তির সমন্বয় করে। তাঁর গভীর আবেগে জীবনপণ করে কালীসাধনা কেবল আধ্যাত্মিক নয়, সামাজিক বিপ্লবেরও প্রতীক হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ সেই বার্তা শক্তি ও সংগ্রামের পূজার রূপে প্রসারিত করেন।
দেশের খোঁজ
স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ একটা মাটির মণ্ডের মতো অর্বাচীন অবয়ব নিয়ে তার তাত্ত্বিক পরিণতিকে জব্দ করে চলে নিয়ত।
যারা শুনতে পেয়েছিল
রবি প্রতি রাতে দেওয়ালের ফিসফিস আওয়াজ শুনতে পায়। দেওয়াল তাকে গল্প শোনায়, পুরনো স্মৃতি আর লুকোনো রহস্যের কথা বলে। একদিন রবির দেওয়ালের কথার সত্যতা প্রমাণ হলে তার জীবন বদলে যায়।
নিঃসঙ্গ
ওখানেও দু'কামরার ঘর তুলে দিয়েছি।” লোকটার গলায় দীর্ঘশ্বাস। একটু চুপ করে থেকে লোকটা বলল, “চলি স্যর, নমস্কার।” লোকটা চলে গেল। একদম একা, নিঃসঙ্গ।
আনন্দময় অনন্তের উপলব্ধি
দু'টি পর্বে বিন্যস্ত অনুষ্ঠানটিতে রবীন্দ্র গান ও কবিতা পরস্পরের জন্য সযত্নে চালচিত্র নির্মাণ করে।
স্মৃতিমেদুরতা ও গূঢ় জীবনদর্শন সংস্কৃতির দু'টি নাট্য। একটিতে মনস্তাত্ত্বিক জটিলতার ভাষ্য, অন্যটিতে পুরুষতন্ত্রের সূক্ষ্ম অসুখ।
স্বাধীনতা-উত্তর ভারতে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিদেশি নাটক আত্মস্থ করে বাংলার মঞ্চে নতুন প্রযোজনার পথ খুঁজেছিলেন। পিরানদেল্লো থেকে ব্রেশটের নাটকের বঙ্গীকরণে তিনি সমকালীন বাংলা থিয়েটারকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন। দেবেশ চট্টোপাধ্যায় তাঁর পুনর্নির্মাণে আধুনিকতার সংযোজন করে বাংলা নাটকের ঐতিহ্য ও নতুনত্বকে মেলাতে চেষ্টা করেন।
তুষারচিতার ডেরায়
স্পিতি থেকে লাদাখ যাওয়ার রাস্তায় শেষ গ্রাম কিব্বের। তুষারচিতার ওম আর পর্যটন ব্যবসার সোনার কাঠির ছোঁয়ায় তা আড়মোড়া ভেঙে জাগছে।
চন্দননগরের বিপ্লবী সুবাস
আলোচ্য গ্রন্থে চন্দননগর মহাফেজখানার বহু মূল্যবান তথ্যাদি অনেক ক্ষেত্রেই এই প্রথমবার ব্যবহার করা হয়েছে।