শীতকালে বয়স্কদের বেশ কতকগুলি গুরুতর সমস্যা দেখা যায়। বিশেষ করে বাতাস আকস্মিক শুষ্ক হয়ে পড়ার কারণে সরাসরি প্রভাব পড়ে প্রত্যেক ব্যক্তির ত্বকে। যেহেতু শীতকালে আবহাওয়া শুষ্ক হয়ে যায়, তাই মানুষের শরীরও শুষ্ক হয়ে যায়। কারণ শুষ্ক বাতাস শরীরের জলীয় অংশকে শোষণ করে নিতে থাকে। শুধু ত্বক নয়, তার সঙ্গে চুল রুক্ষ হয়ে যায়, স্ক্যাল্পও শুকিয়ে যেতে থাকে। ঠোঁটও ফেটে যায় বারবার। প্রায় প্রতিটি ব্যক্তিই এইরকম তিন থেকে চারটি সমস্যায় পড়েন। বয়স্কদের সমস্যা আরও বেশি হয় কারণ এমনিতেই বয়স্কদের ত্বকে আগে থেকে কোলাজেন ভাঙতে থাকে।
তবে সমস্যার শেষ এখানেই নয়। কিছু অসুখ আছে, যেগুলির প্রকোপ শীতকালে বেড়ে যেতে পারে। উদাহরণ হিসেবে সোরিয়াসিস, কিছু একজিমার কথা বলা যায়। অ্যাটোপিক ডার্মাটাইটিস নামে একটি খারাপ ধরনের একজিমা রয়েছে যা শীতকালে বেড়ে যায়। এমনকী বাচ্চাদেরও এই সমস্যায় পড়তে দেখা যায়। এই রোগে পাপড়ির মতো ত্বক ওঠে। ত্বক ফেটে যায়। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে বিভিন্ন ধরনের একজিমা হওয়ার আশঙ্কা থাকে। এই কারণেই ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন্য নারকেল মাখতে বলা হয়। এমনকী নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়েও মাখা যায়। তাতে ত্বক ভালো থাকে। বাজারচলতি সাধারণ পেট্রোলিয়াম জেলিও মাখা যায়। এবার দেখা যাক শীতের সাধারণ সমস্যাগুলি কী কী এবং কীভাবে সেগুলির মোকাবিলা করা যায়—
পা ফাটা: শীতকালে বয়স্ক এবং মধ্যবয়সিদের পা ফেটে যাওয়ার সমস্যা প্রবলভাবে দেখা দেয়। এই সমস্যাও হয় আবহাওয়ার শুকনোভাবের জন্য। যত বেশি আবহাওয়া শুকনো হবে, তত বেশি পা ফাটার সমস্যা তৈরি হবে। তাই রাতে শোওয়ার আগে ঈষদুষ্ণ জলে পা ধুয়ে পায়ের ফাটা অংশে পেট্রোলিয়াম জেলি বা লিক্যুইড প্যারাফিনের প্রলেপ দিন। কমপক্ষে ২-৩ বার এভাবে মলম লাগালে রোগী অনেক সুস্থ বোধ করবেন। মুশকিল হল, পা ফেটে গেলে অনেকসময় দেখা যায় যে রক্তও বেরচ্ছে। রোগী ব্যথাও অনুভব করেন। এমন ব্যক্তির ক্ষেত্রে শীতের শুরু থেকেই ময়েশ্চারাইজার প্রয়োগ করা দরকার। এছাড়া বয়স্কদের অনেকের পায়ে
Diese Geschichte stammt aus der November 2023-Ausgabe von Sarir O Sasthya.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 2023-Ausgabe von Sarir O Sasthya.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ছানি পড়েছে বুঝবেন কীভাবে?
পরামর্শে রিজিওনাল ইনস্টিটিউট অপথ্যালমোলজির অধিকর্তা ডাঃ অসীমকুমার ঘোষ
দিনরাত এসিতে? ডেকে আনছেন ড্রাই আই
পরামর্শে বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ ডাঃ হিমাদ্রি দত্ত
সমস্যা যখন ক্ষীণদৃষ্টি
পরামর্শে বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ও দিশা আই হসপিটালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ দেবাশিস ভট্টাচার্য
গ্লকোমা থেকে মুক্তির উপায়
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশন এবং রিসার্চ সেন্টারের অপথ্যালমোলজিস্ট ডাঃ রতীশচন্দ্র পাল
বিপদ যখন রেটিনোপ্যাথি
পরামর্শে শঙ্করজ্যোতি হাসপাতালের বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ ডাঃ শিবাশিস দাস
ট্যারা চোখ কেন হয় ? প্রতিকারই বা কী?
পরামর্শে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ইপ্সিতা বসু
নজর থাক শিশুর চোখে
সঙ্গে যুক্ত হচ্ছে স্কুলের ডিজিটাল ক্লাসও। তার জেরে মায়োপিয়া হওয়ায় চোখে পাওয়ার আসছে।
নিখরচায় নকল চোখ!
বিদ্যালয়ে প্রবেশের পর তাদের স্কুলে অন্য শিশু দ্বারা হেনস্থা হওয়ার ভয় থাকে। এমন ক্ষেত্রে এই বাচ্চাদের রক্ষা করতে পারে ডেঞ্চার। তাও তৈরি হয় আর আহমেদ ডেন্টাল কলেজে।
কৃত্রিম চোখ গবেষণা কতদূর?
বা ক্ষীণ, তাঁরা আলো-অন্ধকারের প্রভেদ করতে পারেন। আবছা দেখতেও পারেন। তবে বায়োনিক চোখেরও আরও অগ্রগতি প্রয়োজন রয়েছে।
কখন করা হয় কর্নিয়া প্রতিস্থাপন?
জানালেন রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির চক্ষুরোগ বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ সঞ্জয় চট্টোপাধ্যায়