শীতকালে বয়স্কদের বেশ কতকগুলি গুরুতর সমস্যা দেখা যায়। বিশেষ করে বাতাস আকস্মিক শুষ্ক হয়ে পড়ার কারণে সরাসরি প্রভাব পড়ে প্রত্যেক ব্যক্তির ত্বকে। যেহেতু শীতকালে আবহাওয়া শুষ্ক হয়ে যায়, তাই মানুষের শরীরও শুষ্ক হয়ে যায়। কারণ শুষ্ক বাতাস শরীরের জলীয় অংশকে শোষণ করে নিতে থাকে। শুধু ত্বক নয়, তার সঙ্গে চুল রুক্ষ হয়ে যায়, স্ক্যাল্পও শুকিয়ে যেতে থাকে। ঠোঁটও ফেটে যায় বারবার। প্রায় প্রতিটি ব্যক্তিই এইরকম তিন থেকে চারটি সমস্যায় পড়েন। বয়স্কদের সমস্যা আরও বেশি হয় কারণ এমনিতেই বয়স্কদের ত্বকে আগে থেকে কোলাজেন ভাঙতে থাকে।
তবে সমস্যার শেষ এখানেই নয়। কিছু অসুখ আছে, যেগুলির প্রকোপ শীতকালে বেড়ে যেতে পারে। উদাহরণ হিসেবে সোরিয়াসিস, কিছু একজিমার কথা বলা যায়। অ্যাটোপিক ডার্মাটাইটিস নামে একটি খারাপ ধরনের একজিমা রয়েছে যা শীতকালে বেড়ে যায়। এমনকী বাচ্চাদেরও এই সমস্যায় পড়তে দেখা যায়। এই রোগে পাপড়ির মতো ত্বক ওঠে। ত্বক ফেটে যায়। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে বিভিন্ন ধরনের একজিমা হওয়ার আশঙ্কা থাকে। এই কারণেই ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন্য নারকেল মাখতে বলা হয়। এমনকী নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়েও মাখা যায়। তাতে ত্বক ভালো থাকে। বাজারচলতি সাধারণ পেট্রোলিয়াম জেলিও মাখা যায়। এবার দেখা যাক শীতের সাধারণ সমস্যাগুলি কী কী এবং কীভাবে সেগুলির মোকাবিলা করা যায়—
পা ফাটা: শীতকালে বয়স্ক এবং মধ্যবয়সিদের পা ফেটে যাওয়ার সমস্যা প্রবলভাবে দেখা দেয়। এই সমস্যাও হয় আবহাওয়ার শুকনোভাবের জন্য। যত বেশি আবহাওয়া শুকনো হবে, তত বেশি পা ফাটার সমস্যা তৈরি হবে। তাই রাতে শোওয়ার আগে ঈষদুষ্ণ জলে পা ধুয়ে পায়ের ফাটা অংশে পেট্রোলিয়াম জেলি বা লিক্যুইড প্যারাফিনের প্রলেপ দিন। কমপক্ষে ২-৩ বার এভাবে মলম লাগালে রোগী অনেক সুস্থ বোধ করবেন। মুশকিল হল, পা ফেটে গেলে অনেকসময় দেখা যায় যে রক্তও বেরচ্ছে। রোগী ব্যথাও অনুভব করেন। এমন ব্যক্তির ক্ষেত্রে শীতের শুরু থেকেই ময়েশ্চারাইজার প্রয়োগ করা দরকার। এছাড়া বয়স্কদের অনেকের পায়ে
この記事は Sarir O Sasthya の November 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Sarir O Sasthya の November 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
সংযম, শৃঙ্খলা আর গানই তরুণের ফিট থাকার মন্ত্র
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব তরুণ দে। লিখেছেন শিবাজী চক্রবর্তী।
কেনিয়ার জলে জঙ্গলে
ওয়াইফাই, সভ্যতার উচ্চনাদ থেকে বহু ক্রোশ দূরে কেনিয়ার অরণ্য এখনও বেঁচে আছে আদিম নীরবতাকে আশ্রয় করে। লিখেছেন ডঃ সঞ্জীব রায়।
চুল পড়া ঠেকাবেন কীভাবে?
পরামর্শে এইচ পি ঘোষ হাসপাতালের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ শেলী গৰ্গ। কথা বলে লিখেছেন সুদীপ্ত সেন।
ম্যাগনেশিয়াম
ম্যাগনেশিয়ামের অভাব ও সমাধান শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি ডিপ্রেশন, হাড় দুর্বলতা, পেশি ব্যথা, এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। কলা, পালং শাক, ছোলা, আমন্ড, এবং ডার্ক চকোলেট খেয়ে সহজেই ম্যাগনেশিয়ামের অভাব পূরণ করা সম্ভব। প্রতিদিনের খাদ্য তালিকায় এগুলি রাখুন এবং সুস্থ থাকুন।
ডায়াবেটিসে আক্রান্ত বয়স্ক রোগীর ত্বকের যত্ন!
পরামর্শে এন আর এস মেডিক্যাল কলেজের ডার্মাটোলজি বিভাগের প্রধান ডাঃ অরুণ আচার।
কোন পথে ভালো থাকবেন শাশুড়ি-বউমা?
একে অন্যকে সন্দেহের চোখে দেখবেন না। একে অন্যের নামে নালিশ করবেন না বাড়ির অন্য সদস্যের কাছে। বরং নিজেদের সমস্যা নিজেরা মেটান।
শিল্পই তার জিয়নকাঠি
শ্রেয়া ব্রহ্মর বয়স বেশি নয়। তবু তার জীবনীশক্তি, শিল্পকে আঁকড়ে ধরে লড়াইয়ের অদম্য মানসিকতা বহু মানুষকেই হার মানার আগে একবার জেতার কথা ভাবতে বাধ্য করবে। লিখেছেন স্বরলিপি ভট্টাচার্য।
শীতকালে রক্তচাপ কি বাড়ে?
পরামর্শে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরূপ দাস বিশ্বাস৷
প্রাকৃতিক উপায়ে ব্লাড প্রেশার কমানো সম্ভব?
পরামর্শে বিশিষ্ট হার্ট কার্ডিওথোরাসিক সার্জেন ডাঃ আমানুল হক।
উচ্চ রক্তচাপ এবং কিডনির অসুখ
পরামর্শে পিয়ারলেস হাসপাতালের নেফ্রোলজিস্ট ডাঃ সৌভিক সুরাল।