ভারতের প্রাচীনতম জনপদটি হল কাশী। ‘কাশ্যতে ইতি কাশী’। সংস্কৃতে কাশ মানে দীপ্তি। কাশী শব্দের আর এক অর্থ হল শিব। মোক্ষধাম কাশীর মহিমা শাস্ত্রে বিবিধরূপে স্বীকৃত ও বর্ণিত। ভারতে যত তীর্থ আছে কাশী তার মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন। কাশীধামের লোলার্ক নামক কুণ্ডটি আস্থা ও বিশ্বাসের কেন্দ্র। ভারতের প্রাচীন রাজা মহারাজারা বিভিন্ন সময়ে যাগ-যজ্ঞ করার জন্য অগুণতি কুণ্ড নির্মাণ করেছিলেন এই তীর্থে। তার মধ্যে অল্প সংখ্যক কুণ্ডই এখন অবশিষ্ট আছে। লোলার্ক কুণ্ডটি অসি ঘাটের সংলগ্ন। লোলার্ক সূর্যের আরেক নাম। পুরাতত্ত্ববিদেরা মনে করেন, এই কুণ্ডটি যেখানে অবস্থিত সেখানে হাজার হাজার বছর আগে একটি উল্কাপিণ্ড এসে পড়েছিল এবং সেখানে একটি কুণ্ড তৈরি হয়। উল্কাকে দেখে সম্ভবত সেকালের মানুষের মনে হয়েছিল যে, ওই আলোক রশ্মি স্বয়ং সূর্যদেব। তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন। লোলার্ক কুণ্ডু যেহেতু অসি ঘাটের সংলগ্ন এবং গঙ্গা ও অসি নদীর সংগমস্থলে অবস্থিত তাই সঙ্গমে স্নান করলে যে পুণ্য অর্জন হয় সেই পুণ্য এই কুণ্ডে স্নান করলেও অর্জন হয়।
স্কন্দপুরাণের কাশী খণ্ডের ছেচল্লিশ অধ্যায়ে লোলার্ক কুণ্ডের উল্লেখ পাওয়া যায়। স্কন্দপুরাণের তেতাল্লিশ, চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশতম অধ্যায়ে বর্ণিত আছে যে, একসময় মহাদেব ও নারায়ণসহ সব দেব-দেবীরা কাশীর মতো পুণ্যভূমিতে বাস করতেন। সেই সময় দিবোদাস নামে এক অত্যন্ত প্রতাপী, উদার, প্রতিভা সম্পন্ন এবং ধার্মিক নৃপতি মন্দার পর্বতে কঠোর
この記事は Saptahik Bartaman の 03 December 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Saptahik Bartaman の 03 December 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
দুই কবির গল্প
দেবতোষ দাশের ‘টিমোথি ও আখতার গোঁসাই’ বইটি উনিশ শতকের কলকাতার ঐতিহাসিক চরিত্রগুলির জীবন এবং সংস্কৃতির গতিপথ তুলে ধরে, যেখানে নবাব ওয়াজেদ আলি ও মাইকেল মধুসূদন দত্তের মতো ব্যক্তিত্বের সংগ্রাম এবং সাহিত্যের ইতিহাস সমৃদ্ধভাবে প্রতিফলিত হয়েছে।
পর্বতকুল ও ঋষি অগস্ত্য
ঋষি অগস্ত্য, যিনি কুম্ভযোনি হিসেবে জন্মগ্রহণ করেন, দেবতাদের জন্য পর্বতের গতি নিয়ন্ত্রণ করেন এবং বিন্ধ্যপর্বতকে স্থির রাখেন, তাঁর জীবন এক অদ্ভুত ও শক্তিশালী উপাখ্যান।
কবি বিবেকানন্দ
স্বামী বিবেকানন্দের রচিত কবিতা ও গানে তাঁর ভাবনাজগতের গভীরতা ও নবরসের চমৎকার প্রকাশ দেখা যায়। জীবনের বিভিন্ন পর্যায়ে সৃষ্টি হওয়া এই রচনাগুলি শুধুই সাহিত্য নয়, ভাবের উৎস
ফরাসি অধ্যাপকের চোখে রবীন্দ্রনাথ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আন্তর্জাতিক সাফল্য ও তাঁর সাহিত্যিক অবদানের অজানা দিকগুলি উদঘাটন করেছে গিয়োম ব্রিদে। 'রবীন্দ্রনাথ ঠাকুর: ভারত আঙিনায় বিশ্ব' বইটি তাঁর জীবন, কর্ম এবং সমালোচনার নানা দিক তুলে ধরে।
রোমাঞ্চকর গুরুদোংমার মোহিনী ইয়ুমথাং
উত্তর সিকিমের গুরুদোংমার লেক আর ইয়ুমথাং উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে এক অপার্থিব জগতে। বরফে ঢাকা পর্বত আর ফুলের শোভা যেন প্রকৃতির এক মনোমুগ্ধকর উপহার।
নাট্যোৎসব
মুক্তাঙ্গনে ‘একটি প্রযোজনা নাট্যোৎসব ২০২৪’ অনুষ্ঠিত হয়, যেখানে চার দিনে বিভিন্ন জেলার দশটি নাটক মঞ্চস্থ হয়। উৎসবের সূচনা ও পরিবেশনা ছিল সমৃদ্ধ ও বৈচিত্র্যময়।
বিনোদিনীর সময়ের থেকে সমাজ কোথায় পাল্টেছে?
নটী বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এই ছবি তৈরি করতে গিয়ে নিজের লড়াইয়ের গল্প শোনালেন নায়িকা। তুললেন প্রশ্নও।
মেসির সঙ্গে ফের জুটি বাঁধার অপেক্ষায় নেইমার
নেইমার—ফুটবলের এক হতভাগ্য রাজপুত্র! বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল, যা তাঁর ক্যারিয়ারের গতিপথ পাল্টে দিয়েছে।
ট্রাম্প প্রশাসনে ‘ভারতীয়’ বিতর্ক
মার্কিন যুক্তরাষ্ট্রে 'মাগা' আন্দোলন দুই মেরুর ধারণাকে সামনে নিয়ে এসেছে—একপক্ষে অর্থনীতিকেন্দ্রিক উন্নতি, আর অন্যপক্ষে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ। ভারতীয়দের সাফল্য এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে, যা অভিবাসন এবং বৈশ্বিক প্রতিভা ব্যবহারের প্রসঙ্গকে সামনে এনেছে।
অজয়ের হাত ধরে নতুন জুটি
অজয় দেবগণ অভিনীত প্রাক স্বাধীনতার পটভূমিতে নির্মিত 'আজাদ' ছবিতে কালো ঘোড়ার গল্প নতুন রূপে উপস্থাপিত হয়েছে। ভাগনে আমন দেবগণের ডেব্যু ঘিরে আবেগপ্রবণ অজয় জানান, এটি তাঁর জন্য বিশেষ এক প্রজেক্ট।