CATEGORIES

ব্ৰহ্মা নন্দিনী
Saptahik Bartaman

ব্ৰহ্মা নন্দিনী

রামায়ণে অহল্যা এবং ঋষি গৌতমের গল্পে, অহল্যাকে অভিশাপ দিয়ে পাথরে পরিণত করা হয়। ব্রহ্মার আদেশে গৌতম তাঁকে পালন করে বিবাহ করেন, কিন্তু দেবরাজ ইন্দ্রের ষড়যন্ত্রে অহল্যা অপবিত্র হন। শেষে গৌতমের শাপে অহল্যা নদী রূপে রূপান্তরিত হন এবং শাপমুক্ত হন।

time-read
2 mins  |
9 November 2024
বাঙালি জাতি-সত্তার খোঁজে
Saptahik Bartaman

বাঙালি জাতি-সত্তার খোঁজে

বাঙালি জাতিসত্তার মূল ভিত্তি তার ভাষা, সংস্কৃতি, এবং ঐতিহ্য। ধর্ম কখনোই জাতির পরিচয় হতে পারে না, কারণ বাঙালি জাতি বহু ধর্ম, সংস্কৃতি এবং ইতিহাসের সংমিশ্রণে গড়ে উঠেছে। তপোধীর ভট্টাচার্য এই বইয়ে বাঙালি জাতির ঐক্য এবং পরিচিতি রক্ষার জন্য লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেছেন, যেখানে ধর্মান্ধতার বিরুদ্ধে সংগ্রামও স্পষ্ট।

time-read
2 mins  |
9 November 2024
ইতিহাস ও কল্পনার যুগলবন্দি
Saptahik Bartaman

ইতিহাস ও কল্পনার যুগলবন্দি

বাংলা কথাসাহিত্যের জগতে গজেন্দ্রকুমার মিত্রের শুরুটা হয়েছিল ছোটগল্পের হাত ধরেই। উপন্যাস লেখার সময় অবশ্য বিশাল ক্যানভাস এবং নানা চরিত্রের আনাগোনা সেই সময়ের লেখক গোষ্ঠী থেকে তাঁকে আলাদা করেছিল। ঔপন্যাসিক গজেন্দ্রকুমার মিত্রের প্রথম উপন্যাস ‘মনে ছিল আশা'। সাহিত্যের নানা শাখায় তিনি কলম বিস্তার করেছেন। তিনি যখনই কাহিনি নির্মাণ করেছেন সেই কাহিনি নিপাট হয়েছে। সামাজিক উপন্যাস থেকে ভৌতিক কাহিনি সাহিত্যের সব ধারায় তিনি অবাধ বিচরণ করেছেন। সাহিত্যের সেই রকমই একটি ধারা ঐতিহাসিক। গজেন্দ্রকুমার মিত্র এই ধারাতে সার্থক কাহিনি বিস্তার করে পাঠকের জন্য পরিবেশন করেছেন। ‘ঐতিহাসিক সমগ্র' বইটিতে সাতটি উপন্যাস রয়েছে। যাকে সপ্তগাথাও বলা চলে। ঐতিহাসিক রচনার অন্তরে থাকে ইতিহাসের সত্য। আর ভিতরাঙ্গে থাকে সম্ভাবনা। ইতিহাসের আকর ভূমিতে দাঁড়িয়ে লেখক যেমন তথ্যের প্রতি বিশ্বস্ত থাকেন, তেমনই নিজের বিবেকের টানে চরিত্র নির্বাচন করেন। ঘটনা নির্মাণে যেমন আবেগ-অনুভূতির প্রকাশ থাকে তেমনই সত্যের সঙ্গে কল্পনার সঠিক লাগামে গল্প হয়ে ওঠে উপভোগ্য। যেখানে কল্পনার অভাব থাকে সেখানে রূপকল্পনা ঐতিহাসিক উপন্যাসের অলংকার হয়ে ওঠে। গজেন্দ্রকুমার মিত্রের উপন্যাসগুলিতে তথ্য ও তত্ত্ব সুনিপুণভাবে প্রতিফলিত। গল্পগাথা কখনও কিংবদন্তির আদলে লোকমুখে প্রচারিত হয়। সেই কাহিনিকেই ঐতিহাসিক তথ্যের সঙ্গে মিশিয়ে উপন্যাসের বিষয় করে তুলেছেন গজেন্দ্রকুমার মিত্র। ‘ঐতিহাসিক সমগ্র’ কিছু কাহিনি আমাদের চেনা আর কিছু অজানা। সমগ্রের প্রথম উপন্যাস ‘নাগকেশরের মধু’। মুঘল হারেমের ভেতরকার এক অপূর্ণ প্রেম আর ত্যাগের কাহিনি। শাহজাহান, দারা, জাহানারা, রৌশনারার মতো ঐতিহাসিক চরিত্রকে নিয়ে লেখক কাহিনি নির্মাণ করেছেন। অবশ্যই এসেছে সম্রাট আলমগীর অর্থাৎ আওরঙ্গজেবের কথা। প্রেম, হারেমের রাজনীতি, ষড়যন্ত্র সবই এসেছে কাহিনিতে। আবার ‘দহন ও দীপ্তি ' উপন্যাস সুপুরুষ মারাঠা পেশোয়ার বাজিরাও আর মস্তানির প্রেম কাহিনি। পেশোয়ার বাজিরাও প্রেমে পড়েন মস্তিবাঈ বা মস্তানির বাজিরাও বিবাহিত। পেশোয়ার মা রাধাবাঈ এই সম্পর্ক মেনে নিতে পারেন না। মস্তানিকে বন্দি করার নির্দেশ দেন। এরপর অসুস্থ হয়ে পড়েন বাজিরাও। প্রহরী রঘুজি মস্তানিবাঈকে লুকিয়ে মুক্তি দেন কারাগার থেকে। অকালেই বাজিরাওয়ের মৃত্যুর পর সহমরণে গেলেন মস্তানি। চিতা যখন সেজে ওঠেছে তখন কাঁদতে কাঁদতে মস্তানি উপস্থিত হন সেই স্থানে। আকুল অনুরোধ করেন পেশোয়ার সঙ্গে সহমরণে যাওয়ার। কারণ বাজিরাও ছাড়া তাঁর বেঁচে থাকা অর্থহীন। সবাই যখন তাঁকে অপমানিত করে সরিয়ে দিতে যায়। সেই সময় এগিয়ে আসেন। বাজিরাওয়ের পত্নী কাশীবাঈ। তিনি মস্তানিকে সহধর্মিণীর স্বীকৃতি দেন। তারপর মস্তানি বাঈকে এগিয়ে নিয়ে যান রাওয়ের চিতার দিকে। মস্তানি চিতায় প্রবেশ করেন। তথ্যকে কাহিনির বেড়াজালে বন্দি করে গজেন্দ্রকুমার মিত্র পরিবেশন করেন। ‘রাখাল ও রাজকন্যা’ প্রেমের উপন্যাস। গজেন্দ্রকুমার মিত্র উপন্যাসের শুরুতেই বলেছেন, ‘এই উপন্যাসটি ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হলেও এর মূল কাহিনি সম্পূর্ণ কাল্পনিক। ইতিহাস যেখানে সুপ্রত্যক্ষ— সেখানে অবশ্যই ইতিহাসের মর্যাদা রক্ষিত হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও একে ঠিক ঐতিহাসিক উপন্যাস বলা সঙ্গত হবে না।' সিপাহি বিদ্রোহের পটভূমিকায় লেখা এই উপন্যাসের প্রধান চরিত্র পাঠান মুলুক থেকে পালিয়ে আসা কৃষক যুবক আগা। আগা মহম্মদ পোষ মানায় বাহাদুর শাহের নাতনি মেহেরের ঘোড়াকে। সে সম্রাটের রক্ষী। এই রক্ষীর প্রেমে পড়ে মেহের। একসময় ভালোবাসার টানে রাজকীয়া হারেমের সুখ শান্তি ছেড়ে আগা মহম্মদের সঙ্গে ঘর বাঁধে মেহের। গরিব যুবকের সঙ্গে সাধারণের মতো দিন গুজরানেও জেগে থাকে প্রেম। সিক সমগ্র মুঘল রাজবংশের হতভাগ্য শাহজাদা মুরাদ। তাঁকে নিয়ে ‘নারী ও নিয়তি' উপন্যাসে কল্পনার জাল বুনেছেন লেখক। তবে সেই কাল্পনিক কাহিনিতে অবশ্যই বিশেষভাবে উপস্থিত ইতিহাস। মদ্যপ, নারীআসক্ত মুরাদকে কারাগারে বন্দি করেন আওরঙ্গজেব। মুরাদ কারাগারে যাওয়ার সময় চেয়েছিলেন সরস্বতী নামের এক হিন্দু নর্তকীকে। আওরঙ্গজেব সেই অনুরোধ রেখেছিলেন। এরপর মুরাদ ও সরস্বতী একে অপরের প্রেমে আবদ্ধ হন। সরস্বতী মনে করে আগের জন্মে মুরাদ তার স্বামী ছিল। এ জন্মে মুসলিম হয়ে জন্মগ্রহণ করায় সরস্বতী তাঁকে সম্পূর্ণ রূপে পেল না। এই অপ্রাপ্তি থেকেই পরের জন্মে মুরাদকেই স্বামী হিসেবে পাওয়ার আশায় সে আত্মহত্যা করে। পরিখায় ঝাঁপ দেয়। নিয়তির নামে এই আত্মহত্যা মেনে নেননি মুরাদ। ঠিক যেভাবে সরস্বতীবাঈ আত্মহত্যা করেছিল সে ভাবেই পরিখায় ঝাঁপ দেন মুরাদ। মুঘল শাহজাদার মৃত্যুর পর দেহটি কার তাই নিয়ে রক্ষীদের মধ্যে আলোচনা চলেছে। এমনকী মৃত ব্যক্তি পাগল কি না তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এই কাহিনির শুরতেই ভূমিকায় গজেন্দ্রকুমার মিত্র লিখেছিলেন, 'যতটক ইতিহাস পাওয়া যায়, ততটুকুকে আমি অনন্ত জেনেশুনে কোথাও বিকৃত করিনি—যেখানে ইতিহাস নীরব সেখানেই কল্পনার শরণ নিয়েছি।' ইতিহাস বলছে জনৈকা বাঁদী মুরাদকে ঘুম পাড়িয়ে তাঁর অস্ত্রশস্ত্র অপহরণ করেছিল। লেখক এই দুই ভূমিকায় থাকা নারীকে এক চরিত্র করে সরস্বতী নাম দিয়ে কাহিনিতে উপস্থাপিত করেছেন। সিপাহি বিদ্রোহের পটভূমিকায় লেখা 'বহ্নিবন্যা' উপন্যাসে বহু চরিত্র। কাহিনি কানপুর ও লখনউকে কেন্দ্র করে বিস্তৃত। নানাসাহেব ও তাঁতিয়া টোপির মতো ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি আমিনা ও আজিজান এই চরিত্র দু'টি আলাদা মাত্রা পায়। তারই প্রমাণ বিবিঘর ও নাচারগড়ের যুদ্ধক্ষেত্রে রয়েছে। এই দুই বারবণিতা সিপাহি বিদ্রোহের পরিকল্পনায় ইন্ধন জুগিয়েছিল। উপন্যাসের কাহিনি বিকৃতি না করে এই দুই বোনের ভূমিকাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন গজেন্দ্রকুমার মিত্র। ইতিহাস ও কল্পনার মিশেলে কাহিনি হয়ে উঠেছে বিশ্বাসযোগ্য। খুঁটিয়ে লেখা তাঁর লেখনীর বৈশিষ্ট্য। তিনি ইতিহাস লিখতে গিয়ে নারীকেই প্রধান চরিত্র করেছেন বার বার। ‘দহন ও দীপ্তি' উপন্যাসের মস্তানিবাঈ, ‘রাখাল ও রাজকন্যা'-র মেহের, ‘নারী ও নিয়তি'-র সরস্বতীবাঈ তার উদাহরণ। ‘রানি কাহিনি' উপন্যাস বেড়ে উঠেছে এই বাংলার জল মাটিতে। বাংলাদেশের নয়নাভিরাম পাহাড়— পুরাকালে কোনও কবি নাম দিয়েছিলেন ময়নামতী। এই ময়নামতী পর্যন্ত বিস্তৃত যে পরগনা সেই পরগনাই স্বাধীন পট্টিকারা রাজ্য। এই রাজ্যেরই এক রাজার মধুর প্রেমকাহিনি উপন্যাসের বিষয়। সাতটি উপন্যাসই রয়েছে প্রেমের অন্যস্বাদের ধারা। গজেন্দ্রকুমার মিত্র ঐতিহাসিক উপন্যাসকে জটিল ও কাহিনির ভারে ন্যুব্জ করেননি। বহু চরিত্র থাকলেও গতিময় গল্পে ইতিহাসের প্রতি বিশ্বস্ত থেকেছেন গজেন্দ্রকুমার মিত্র। ঐতিহাসিক রচনাসমগ্র ৷ গজেন্দ্রকুমার মিত্র ৷ মিত্র ও ঘোষ পাবলিশার্স ৷৷ ১৬০০ টাকা। নিজস্ব প্রতিনিধি

time-read
3 mins  |
9 November 2024
শিশু থেকে বয়স্কদের রোগ প্রতিরোধের উপায়
Saptahik Bartaman

শিশু থেকে বয়স্কদের রোগ প্রতিরোধের উপায়

শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত একটা লম্বা দৌড় হলে কী হবে, সকলকেই এ ব্যাপারে সতর্ক হতে হবে। তবেই সুস্থ ও দীর্ঘ জীবনের স্বপ্ন সার্থক হবে।

time-read
10+ mins  |
9 November 2024
সুস্থ থাকার সহজ টিপস
Saptahik Bartaman

সুস্থ থাকার সহজ টিপস

সুস্থ থাকতে শুধু শরীরের রোগমুক্ত থাকা নয়, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যেরও সঠিক সমন্বয় জরুরি। সঠিক খাদ্যগ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম, বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করা প্রয়োজন। ঋতু অনুযায়ী খাদ্যাভ্যাস, সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখে।

time-read
10+ mins  |
9 November 2024
দেব দীপাবলি
Saptahik Bartaman

দেব দীপাবলি

দীপাবলির ১৫ দিন পর কার্তিক পূর্ণিমাতে দেব দীপাবলি উৎসব পালিত হয় বারাণসী এবং হরিদ্বারে। এই দিনে স্বর্গ থেকে দেবতারা মর্তে এসে কাশীতে গঙ্গাস্নান করেন এবং দেবী গঙ্গার উদ্দেশ্যে হাজার হাজার প্রদীপ জ্বালানো হয়। উৎসবটি পাঁচ দিন ধরে চলে এবং শেষ হয় পূর্ণিমার রাতে, যেখানে গঙ্গা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতসবাজি প্রদর্শনী হয়।

time-read
7 mins  |
9 November 2024
বাঙালির হাওয়া বদলের পশ্চিম
Saptahik Bartaman

বাঙালির হাওয়া বদলের পশ্চিম

মধুপুর, এক সময়ের শান্ত ও মনোরম বাঙালি বসতি, এখন অতীতের স্মৃতি হয়ে উঠেছে। এক সময় এখানকার জল, হাওয়া এবং প্রকৃতি বাঙালিদের আকর্ষণ করত, কিন্তু এখন তা হারাতে বসেছে। স্থানীয় ভাষা এবং সংস্কৃতি কমে গেছে, তবে মধুপুরের ঐতিহ্য এখনও বাঙালির হৃদয়ে জীবিত।

time-read
6 mins  |
9 November 2024
মিথিলার জা ন কী
Saptahik Bartaman

মিথিলার জা ন কী

এই লেখায় সীতার চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যেখানে তাকে শুধুমাত্র একজন আদর্শ পতিপরায়ণা নারী হিসেবে নয়, একজন সাহসী, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মেয়ে হিসেবে দেখানো হয়েছে। লেখক প্রাচীন রামায়ণের পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে সীতার আধুনিক রূপ তুলে ধরেছেন।

time-read
10+ mins  |
9 November 2024
কমলা বনাম ট্রাম্প
Saptahik Bartaman

কমলা বনাম ট্রাম্প

সবাই জানেন, কমলা হ্যারিস প্রশাসন যেমন স্থিতিশীল হবে, তেমনই হবে অনুমানযোগ্য। আর ট্রাম্প জিতলে তো ওভাল অফিসে আবার বন্যতা ও অস্থিরতা ফিরিয়ে আনবেন। নিশ্চিত!

time-read
2 mins  |
9 November 2024
আত্মতুষ্টির খেসারত টিম ইন্ডিয়ার
Saptahik Bartaman

আত্মতুষ্টির খেসারত টিম ইন্ডিয়ার

প্রায় ১২ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড, যাদের প্রধান ব্যাটার কেন উইলিয়ামসন ছিলেন না, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে ইতিহাস গড়ল। রোহিত শর্মা এবং কোহলির মতো সিনিয়রদের দায়িত্বে থাকা এই পরাজয় ভারতের আত্মবিশ্বাসে বড় ধাক্কা।

time-read
2 mins  |
9 November 2024
শিকড়ে ফিরেই সাফল্য বার্সেলোনার
Saptahik Bartaman

শিকড়ে ফিরেই সাফল্য বার্সেলোনার

জেরার্ড পিকে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারানোর পর লা মাসিয়ার তরুণদের প্রশংসা করেছেন। কোচ হান্স ফ্লিকের নেতৃত্বে বার্সেলোনা নতুনভাবে ফিরে এসেছে এবং তরুণ ফুটবলারদের শক্তিতে তারা দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছে। লা মাসিয়া ছাড়া বার্সেলোনা অসম্পূর্ণ, ফ্লিকের মতে, ভবিষ্যতে আরও তরুণ খেলোয়াড়দের সিনিয়র দলে সুযোগ দেওয়া হবে।

time-read
2 mins  |
9 November 2024
সন্ন্যাসী কবি
Saptahik Bartaman

সন্ন্যাসী কবি

স্বামী বিবেকানন্দের কবিতা ও গানের অসাধারণ সাহিত্যগুণ উন্মোচিত হয় 'সন্ন্যাসী কবি' গীতি আলেখ্য মঞ্চস্থে। কবিতাগুলোর মধ্যে ছিল ‘কালী দ্য মাদার’, ‘টু দ্য ফোর্থ অব জুলাই’ এবং ‘কোয়েট ফর গড’। সোহিনী রায়চৌধুরী তাঁর সুরেলা গায়কীতে গাইলে শ্রোতারা মুগ্ধ হন।

time-read
1 min  |
9 November 2024
রিদমিক ড্যান্স-এর বার্ষিক অনুষ্ঠান
Saptahik Bartaman

রিদমিক ড্যান্স-এর বার্ষিক অনুষ্ঠান

রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস স্টুডিওর প্রথম বার্ষিক অনুষ্ঠান বেহালা শরৎ সদনে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার কর্ণধার প্রিয়স্মিতা দেব নৃত্য পরিচালনা করেন, আর সুজাতা রামলিঙ্গমসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন। দর্শকরা ভরতনাট্যম, সৃজনশীল নৃত্য, যোগভিত্তিক উপস্থাপনা এবং বলিউড থিমের জুম্বা নৃত্যে মুগ্ধ হয়েছেন।

time-read
1 min  |
9 November 2024
একক গানে সুস্মিতা
Saptahik Bartaman

একক গানে সুস্মিতা

রথীন্দ্র মঞ্চে সুস্মিতা গোস্বামীর আত্মজীবনীমূলক বই ‘আমি ও আমার গান’-এর প্রকাশ অনুষ্ঠানে তাঁর পরিচালনায় গোষ্ঠীগানের পাশাপাশি একক গান পরিবেশিত হয়। ‘তমসো মা সময়’ দিয়ে শুরু করে সুস্মিতা একে একে নিজের লেখা ও সুরারোপিত মৌলিক গান পরিবেশন করেন, যা শ্রোতাদের মন ছুঁয়ে যায়।

time-read
1 min  |
9 November 2024
মহালয়ায় ভোরে
Saptahik Bartaman

মহালয়ায় ভোরে

সুরনন্দন ভারতীর উদ্যোগে ‘মহালয়ের ভোরে’ শীর্ষক অনুষ্ঠান ইন্দুমতী সভাগৃহে অনুষ্ঠিত হয়। দেবাশিস চক্রবর্তীর স্তোত্র পাঠ দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মহিষাসুরমর্দিনী উপস্থাপিত হয়। পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন চন্দ্রাণী রায়, পণ্ডিত শিবনাথ ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট শিল্পী।

time-read
1 min  |
9 November 2024
টাইপ কাস্ট হতে ভয় পাই না
Saptahik Bartaman

টাইপ কাস্ট হতে ভয় পাই না

ডিজনি প্লাস হটস্টার-এ রীতিমতো সাড়া ফেলেছে নতুন শো ‘রীতা সান্যাল'। এই শো-এর নাম ভূমিকায় তিনিই। টানা এক মাস ধরে চলবে শো-টি। প্রতিদিন মুক্তি পাবে নতুন এক পর্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই শো ছাড়াও বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী আদা শর্মা।

time-read
2 mins  |
9 November 2024
‘দ্য সবরমতী রিপোর্ট’ ঘিরে নতুন বিতর্ক
Saptahik Bartaman

‘দ্য সবরমতী রিপোর্ট’ ঘিরে নতুন বিতর্ক

'দ্য সবরমতী রিপোর্ট' ছবিটি ২০০২ সালের গোধরা কাণ্ড এবং পরবর্তী গুজরাত হিংসার ঘটনাকে কেন্দ্র করে তৈরি। টিজারে সাংবাদিক বিক্রান্ত ম্যাসি সত্য উদঘাটনের জন্য লড়াই করতে দেখা যাচ্ছে। মুক্তির তারিখ ১৫ নভেম্বর, বিতর্ক ইতিমধ্যেই শুরু।

time-read
1 min  |
9 November 2024
যমালয়ে জীবন্ত ভানু
Saptahik Bartaman

যমালয়ে জীবন্ত ভানু

ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডি চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে বড়পর্দায়। পরিচালকের মতে, ছবিটি কমেডি ক্রাইম থ্রিলার ধাঁচে তৈরি, যেখানে ভানুর জীবনের নানা সময়কে তুলে ধরা হবে। এই মাসের ১৫ তারিখ ছবিটি মুক্তি পেতে চলেছে।

time-read
2 mins  |
9 November 2024
রাঙামাটি তিরন্দাজ লক্ষ্যভেদের গল্প
Saptahik Bartaman

রাঙামাটি তিরন্দাজ লক্ষ্যভেদের গল্প

ছটফটে অভিনেত্রীর চোখের ভাষায় রহস্য। বললেন, “অভিনব বিষয়। ভালোবাসার লক্ষ্যভেদে আপাতত আমিই এগিয়ে। দেখা যাক, গল্পের তির কাকে কীভাবে বিদ্ধ করে।'

time-read
2 mins  |
9 November 2024
ম্যাচ ফিক্সিং ও ক্রিকেট!
Saptahik Bartaman

ম্যাচ ফিক্সিং ও ক্রিকেট!

শয়তানের মা (১ম ও ২য় পর্ব) ৷৷ কৌশিক দাশ ৷৷ শপিজেন বাংলা ৷ দাম যথাক্রমে ৩০০ ও ৩২০ টাকা। • নিজস্ব প্রতিনিধি

time-read
2 mins  |
26 October 2024
শব্দের চাবুক পাঠকের জন্য
Saptahik Bartaman

শব্দের চাবুক পাঠকের জন্য

স্বপ্নময় চক্রবর্তীর গল্পে ধরা পড়ে মানুষের জীবনযন্ত্রণা, প্রতিবাদ, আর সমাজের তীক্ষ্ণ বাস্তবতা। তাঁর কলমে কুসংস্কার থেকে বিজ্ঞান চেতনা, জমি থেকে রাজনীতি—সব কিছুই যেন রূপকথার মতো বোনা। ‘গল্প সমগ্র’ সংকলনের প্রতিটি গল্প আমাদের ভাবায়, নতুন দুনিয়া দেখায়।

time-read
2 mins  |
26 October 2024
মহাবিশ্বের অজানা তথ্যভাণ্ডার
Saptahik Bartaman

মহাবিশ্বের অজানা তথ্যভাণ্ডার

মহাবিশ্বের জানা অজানা কথা\" বইয়ে লেখক কৌশিক রায় আমাদের মহাবিশ্বের অসংখ্য রহস্যময় তথ্য তুলে ধরেছেন। নিরাপদ শহর, ক্যাপ্টেন জেমস কুকের দুঃসাহসী অভিযাত্রা থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর উন্নত প্রযুক্তি—বইটির প্রতিটি রচনা আমাদের অজানা বিষয় সম্পর্কে জানায়। বিজ্ঞান ও মহাবিশ্বেও সিসিটিভি প্রযুক্তি থেকে মহাকাশের প্লুটো পর্যন্ত বিজ্ঞান বিষয়ক আকর্ষণীয় আলোচনা রয়েছে।

time-read
2 mins  |
26 October 2024
যিনি কবি তিনিই শিক্ষক
Saptahik Bartaman

যিনি কবি তিনিই শিক্ষক

অক্টোবরের শেষ সপ্তাহটা বাঙালির মনে বেদনার স্মৃতি বয়ে আনে। উৎসবের আবহে দু'দিনের ব্যবধানে আমরা হারিয়েছিলাম দু'জন প্রিয় কবিকে—২৩ অক্টোবর ২০১২ সালে সুনীল গঙ্গোপাধ্যায় এবং ২২ অক্টোবর ১৯৫৪ সালে জীবনানন্দ দাশ। বিশেষ করে এই বছর, ১২৫ বছর পূর্তিতে বিষাদময় কবি জীবনানন্দকে গভীরভাবে স্মরণ করা হয়। শিক্ষকরূপে তিনি যেমন সমৃদ্ধ করেছেন শিক্ষা জগতকে, তেমনই তাঁর কবিতা আজও আমাদের অনুভূতিকে নাড়া দেয়।

time-read
7 mins  |
26 October 2024
প্রভুর লীলা
Saptahik Bartaman

প্রভুর লীলা

জগন্নাথদেবের দর্শনে ছুটে যাওয়ার গল্প অনেকের জীবনেই রয়েছে। আমার বাবাও ছিলেন জগন্নাথদেবের একান্ত ভক্ত। ১৯৮২ সালে তাঁর সঙ্গে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। পুরীতে একটি হলিডে হোম তৈরির কাজ দেখতে গিয়ে জগন্নাথদেবের দর্শনে গিয়ে তিনি বিগ্রহের মুখ দেখতে পাননি।

time-read
2 mins  |
26 October 2024
নিঃশব্দ পাথরের কথা ভাসাই ফোর্ট
Saptahik Bartaman

নিঃশব্দ পাথরের কথা ভাসাই ফোর্ট

তখন এই দুর্গ বরং সবুজের রঙে আরও উজ্জীবিত হয়ে উঠবে। যেমন ভাবা তেমনই চলা। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে শরীরটাকে এলিয়ে দিলাম।

time-read
6 mins  |
26 October 2024
হিটম্যানের আতঙ্ক
Saptahik Bartaman

হিটম্যানের আতঙ্ক

লরেন্স বিষ্ণোই, পাঞ্জাবের এক সাধারণ ছাত্র নেতা থেকে উঠে আসা এক কুখ্যাত গ্যাংস্টার। তার নেতৃত্বে বিষ্ণোই গ্যাংয়ের অপরাধ কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড থেকে শুরু করে বলিউড তারকা সলমন খানকে হত্যার হুমকি— প্রতিনিয়ত নতুন নতুন অপরাধে জড়িয়ে পড়ছে গ্যাংটি। মুম্বইয়ের সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর, কানাডা পুলিসও তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অপরাধ চক্র গড়ে তুলতে এই গ্যাংয়ের ক্ষমতা ও প্রভাব দিন দিন বাড়ছে।

time-read
2 mins  |
26 October 2024
কম বয়সে হার্ট অ্যাটাক বাড়ছে কেন?
Saptahik Bartaman

কম বয়সে হার্ট অ্যাটাক বাড়ছে কেন?

পরামর্শে মণিপাল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সৌম্য পাত্র

time-read
4 mins  |
26 October 2024
বিদায়ের বাজনা বাজালেন না দা ল
Saptahik Bartaman

বিদায়ের বাজনা বাজালেন না দা ল

রাফায়েল নাদাল তাঁর কেরিয়ারের গোধূলিতে পৌঁছেছেন, আর নভেম্বরেই শেষবারের মতো টেনিস কোর্টে নামবেন। ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক, বিশেষ করে ফরাসি ওপেনে অপরাজিত সাম্রাজ্য গড়ে তোলা এই ক্লে কোর্টের সম্রাট চোট-আঘাতে জর্জরিত হয়েও অবিচল ছিলেন। প্রতিদ্বন্দ্বীদের সাথে তাঁর মহাকাব্যিক লড়াই টেনিস ইতিহাসে অমর হয়ে থাকবে।

time-read
2 mins  |
26 October 2024
সামি রহস্য ক্রমশ দুর্বোধ্য
Saptahik Bartaman

সামি রহস্য ক্রমশ দুর্বোধ্য

চোট সংক্রান্ত যাবতীয় জল্পনাকে নিখুঁত ইয়র্কারে বোল্ডই করেছিলেন যেন!

time-read
2 mins  |
26 October 2024
স্মরণে মননে ধনঞ্জয় ভট্টাচার্য
Saptahik Bartaman

স্মরণে মননে ধনঞ্জয় ভট্টাচার্য

মধুসূদন মঞ্চে ধনঞ্জয় ভট্টাচার্যের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে হারমোনিকার উদ্যোগে এক সঙ্গীতসন্ধ্যা আয়োজিত হয়। নবীন ও প্রবীণ শিল্পীরা তাঁর জনপ্রিয় গান পরিবেশন করেন। রাজশ্রী ভট্টাচার্যের নজরুলগীতি থেকে শুরু করে স্বপন সোমের হেমন্ত-সুরের গান, কল্যাণ সেন বরাটের পরিচালনায় ক্যালকাটা কয়্যারের সমবেত পরিবেশনা এবং শিশুশিল্পী সমাদৃতার নৃত্য সকলের মন জয় করে।

time-read
1 min  |
26 October 2024

ページ 1 of 81

12345678910 次へ