রবিবারের ছুটিতে মন যেন এক টান মারল পলাশের আকরভূমি পুরুলিয়ার অপরূপা জজহাতু-কুকি আর লায়েক ড্যামে। বসন্তে জঙ্গলমহল পুরুলিয়ার উজাড় রূপমাধুর্য এককথায় তুলনাহীন। বিশেষ করে ঝালদা সার্কিটের। রাস্তার দু'পাশের পলাশের আগুন রূপ মুগ্ধতার আবেশ ছড়ায়। লোকচক্ষুর আড়ালে থাকা এই মনোমুগ্ধকর জঙ্গল, নদী আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধন। ঝালদা শহরের কাছেই জাজহাতু, কুকি আর স্বপ্নের লায়েক ড্যাম অবস্থিত। কাছেই রূপাই নদী বয়ে চলেছে। সামান্য দূরে ইতিহাসের এক নীরব সাক্ষী গজাবুরু পাহাড়।
পুরুলিয়ার ঝালদা ছাড়া আর কোনও জায়গায় কাছাকাছি এক সঙ্গে এত পাহাড় আর ড্যামের সমাবেশ নেই। এ যেন সীমান্ত বাংলার একটুকরো স্কটল্যান্ড! মনোমুগ্ধকর সবুজ উপত্যকা পাহাড় দিয়ে ঘেরা সমস্ত ড্যাম-জলাধারগুলো। আর দিগন্ত জুড়ে সবুজের সমুদ্র। বসন্তে নির্মল অনাঘ্রাত মায়াবী প্রকৃতির আকর্ষণ অনুভব করার আদর্শ অফবিট ঠিকানা। ঝালদা শহর থেকে দূরত্ব বারো কিলোমিটার। মসৃণ পথ। চারদিক জুড়েই আদিবাসীদের গ্রাম জজহাটু। তবে জজহাতু নামেই পরিচিতি বেশি। আঞ্চলিক মানুষজনের উচ্চারণে জজাতু।
রাঢ়বঙ্গের পলাশ রাঙানো পুরুলিয়াকে আবিষ্কার করতে হলে ভরা বসন্তে জজহাতুতে আসতেই হবে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষা জজহাতু সারা বছরই বনজ গন্ধে ম ম করে। শীতের পাতা ঝরার রিক্ততা, বসন্তে পলাশ, শিমুল, কুসুমের রক্তিমাভায় রঙিন প্রকৃতি দুর্দান্ত সিল্যুয়েট নিয়ে তুলনাহীন পুরুলিয়ার এক টুকরো রূপকথার জগৎ জজহাতু। সঙ্গে পারডি ড্যাম আর গজাবুরু পাহাড়।
মাঝ ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পলাশের লাল রংয়ে মাতোয়ারা হয়ে ওঠে জজহাতু। বসন্তে পলাশের সাম্রাজ্য বলে জজহাতুকে। শীত-বর্ষা আর বসন্তে অনন্য জজহাতুর মায়াবী প্রকৃতি। বর্ষায় এখানকার জঙ্গল ঘন সবুজ, মাটি আরও লাল। জলাধারগুলো টইটম্বুর। তবে বর্ষায় জল খানিকটা ঘোলা। শীতে আকাশ নীল। সেই সুনীল আকাশের প্রতিফলনে সবুজে ঘেরা জলাধারগুলি এক একটা রূপকথার ছবি তৈরি করে। কুকি, নরহরা, লায়েক, মরুভাসা, লকড়াকুড়ি এ সব ড্যাম ও জলাধার ঘিরে আছে চার পাঁচটি ছোটছোট পাহাড়।
この記事は Saptahik Bartaman の 6 April 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Saptahik Bartaman の 6 April 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
কোল্যাটারাল ড্যামেজ
গাজার ধ্বংসযজ্ঞ ও ইজরায়েলের আগ্রাসনের মধ্য দিয়ে প্যালেস্তিনীয়দের সংগ্রাম, আত্মরক্ষা ও আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা তুলে ধরা হয়েছে \"প্যালেস্তাইন: ইন্তিফাদা\" বইয়ে। মৃণালকান্তি দাসের এই বইটি ৫৬ বছরের দখলদারির ইতিহাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করে।
হারানো পত্রিকার অজানা তথ্য
বাংলা সাহিত্যের সমৃদ্ধিতে সাময়িকপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের গ্রন্থটি পুরনো দিনের হারানো পত্রিকা ও সাহিত্য পরিবেশের অজানা তথ্য উন্মোচন করে। বইটি ছাত্র, গবেষক এবং সাহিত্যপ্রেমীদের জন্য বিশেষ উপকারী।
এবার টার্গেট চীন?
সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর তুর্কিস্তান ইসলামিক পার্টি (টিআইপি) চীনের বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়েছে। উইঘুর মুসলিমদের উপর চীনের নির্যাতনের প্রতিবাদে তারা জিনজিয়াংয়ে জিহাদের শপথ নিয়েছে। টিআইপি শুধু চীনের জন্য নয়, মধ্য এশিয়ার দেশগুলোর নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারে।
সুফিবাদের বিস্তারিত চর্চা
উঃ রাম চৌধুরীর 'বেদান্ত ও সুফি' গ্রন্থে বেদান্ত এবং সুফিবাদের মিল ও ভিন্নতা বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বইটি ঈশ্বর, সৃষ্টি, মুক্তি এবং স্বাধীন ইচ্ছার মত গভীর তত্ত্ব নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা বর্তমান যুগে বিশেষভাবে প্রাসঙ্গিক।
প্রবাহ
কামারহাটির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল তাহিয়া ডান্স অ্যাকাডেমির নৃত্যানুষ্ঠান ‘প্রবাহ’। প্রার্থিতা মাজীর কোরিওগ্রাফিতে ৩৬ জন শিক্ষার্থীর পরিবেশিত ওড়িশি, ভরতনাট্যম এবং নৃত্যনাট্য ‘তাসের দেশ’ মুগ্ধ করে দর্শকদের। সুর ও নৃত্যের অপূর্ব সংমিশ্রণে এই সন্ধ্যা হয়ে ওঠে সত্যিই বিশেষ।
সাফল্যের একবছর
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'কথা', দর্শকের প্রিয় বিষয় হয়ে উঠেছে এর অনন্য গল্প ও চরিত্রের জন্য। প্রেম, সংঘাত, এবং পারিবারিক সম্পর্কের মোড়ে মোড়ে সাজানো এই ধারাবাহিকটি টিআরপি-র দৌড়ে সিংহভাগ সময় শীর্ষে থেকেছে। এক বছরের সাফল্যের উদযাপনে কেক কাটা এবং নতুন মোড়ের আভাসই প্রমাণ, 'কথা'র যাত্রা এখনও জমজমাট।
আট বছর পর সন্তোষ ট্রফি বাংলার
সন্তোষ ট্রফির ইতিহাসে বাংলার ফুটবল দাপট আবারও প্রতিষ্ঠিত। কোচ সঞ্জয় সেনের দূরদর্শিতা, কঠোর পরিশ্রম, ও দলের ঐক্যবদ্ধ চেষ্টায় বাংলার ফুটবল পেয়েছে ৩৩তম সন্তোষ ট্রফি। সাফল্যের মূলমন্ত্র? ধৈর্য আর পরিশ্রম।
এক সন্ধ্যায় দু'টি নাটক
যাদবপুর মন্থনের আয়োজনে রাজীব বর্ধনের নির্দেশনায় মঞ্চস্থ হল দু’টি কাব্য নাটক—‘ডোমের চিতা’ ও ‘দ্য ওয়াল’। ডোমজীবনের অন্তর্দর্শন ও মানবিক সম্পর্কের টানাপোড়েন ফুটিয়ে তুলেছে ‘ডোমের চিতা’। অন্যদিকে, সার্ত্রের লেখা থেকে অনুপ্রাণিত ‘দ্য ওয়াল’ মানব অস্তিত্বের জটিলতাকে প্রকাশ করে।
বঙ্গের লোকসংস্কৃতি পৌষ আগলানো
পৌষ মাস বাংলার গ্রামীণ জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে। নতুন ফসল ঘরে তোলার আনন্দে কৃষক পরিবারে শুরু হয় নবান্ন উৎসব এবং পৌষ আগলানো, যা মূলত মহিলাদের উদযাপিত একটি লোক-উৎসব। দেবী লক্ষ্মীকে আরাধনা করে সুখ ও সমৃদ্ধির প্রার্থনায় গাওয়া হয় সুরময় ছড়া ও গান।
পূর্ণকুম্ভে অমৃত সন্ধানে
এই ব্লগপোস্টে, শিব গঙ্গা এক্সপ্রেসে দিল্লি থেকে এলাহাবাদ যাত্রার এক রাত্রির অভিজ্ঞতা বর্ণিত হয়েছে, যেখানে দুটি সহযাত্রী একে অপরের সঙ্গ উপভোগ করছেন। একদিকে সংকোচ, অন্যদিকে একাত্মতার সুরে মিলিত হচ্ছে যাত্রীরা, যাদের মাঝে সুরে ভরপুর এক অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছে।