CATEGORIES
Categories
ওড়িশি নৃত্যসন্ধ্যা উত্তরঙ্গ
এড়িশি নৃত্যশিল্পী দেবমিত্রা সেনগুপ্তের পরিচালনায় কলকাতা ময়ুরললিত ডান্স অ্যাকাডেমির উদ্যোগে ওড়িশি নৃত্যানুষ্ঠান ‘উত্তরঙ্গ’ অনুষ্ঠিত হল আইসিসিআর প্রেক্ষাগৃহে।
এন কে সলিল
চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা
কুইন কেনিন, জোকারই রাজা
সাত বছর বয়সেই মেয়েটা জানিয়ে দিয়েছিল সে এক নম্বর হবে। জিতবে গ্র্যান্ডস্ল্যাম। স্বপ্ন দেখা আর স্বপ্নের বাস্তব রূপায়ণের মধ্যে সহস্র যােজন ফারাক৷ সে কথা ছােট্ট সােফিয়ার জানার কথা নয়। সেজন্যই খুব সহজেই এমন। কথা বলে দিয়েছিল। চোদ্দো বছর পর কিন্তু সােফিয়া মনে করিয়ে দিচ্ছেন তাঁর ছেলেবেলার স্বপ্নের কথা। না, এক নম্বর জায়গাটা পেতে তাঁকে আরও অনেক ঘাম ঝরাতে হবে। আপাতত তিনি জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের আনন্দে মাতােয়ারা। অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলস চ্যাম্পিয়নের মুকুট সােফিয়ার মাথায়। রড লেভার এরিনায় তিনিই নতুন রানি। টেনিস দুনিয়ার নতুন কুইন সােফিয়া কেনিন। এতদিন বড়মাপের টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডের গণ্ডি টপকাতে পারা তাঁর ক্যাবিনেটে জ্বলজ্বল করছে। অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি।
চন্দ্র শেখ র
কালিকাপুরাণ অনুযায়ী ব্রহ্মার দক্ষিণ অঙ্গুষ্ঠ থেকে জন্ম হয়েছিল দক্ষের। আর সেই সময় দক্ষের সঙ্গে ব্রহ্মার কন্যা রূপে। অদিতিরও জন্ম হয়। যথাকালে ব্রহ্মার পুত্র দক্ষেরও। একটি পুত্র জন্মগ্রহণ করল। দক্ষসূতের নাম পূষা। পূষার পুত্র পৌষ্য। পৌষ্য সর্ব শাস্ত্ৰপারদর্শী হলেন। কেবল শাস্ত্ৰপারঙ্গমই নন, তিনি রাজা রূপে এমন সফল হলেন যে তাঁর তুলনায় অন্য রাজগণ সমৃদ্ধিতে ম্লান হয়ে থাকতেন।
দেশ দুনিয়ার ভালােবাসা।
জীবনসঙ্গী খুঁজে নেবার কালে নামানুষী জগতে কেউ কুহু কুহু ডাক দেয়। কেউ মায়াময় পেখম তুলে ঝলমল । করে ওঠে। মৌমাছি নাচ দেখায়। মাকড়শা মাছি ধরে সঙ্গিনীকে উপহার দিয়ে মন পাবার চেষ্টা করে। পেঙ্গুইন নুড়ি কুড়িয়ে ঢিপির বাড়ি বানিয়ে সঙ্গিনীকে মুগ্ধ করার চেষ্টা করে। প্রশ্ন উঠতে পারে এক্ষেত্রে মানব-মানবী কীভাবে নিজের ইচ্ছেটুকু জানিয়ে আসছে? সত্যি কথা বলতে কী ভাষার মাধ্যমে অথবা কোনও ইশারাই এক্ষেত্রে যথেষ্ট। তবে প্রকাশভঙ্গি দেশকাল ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। মনের গােপন কথাটি একদিন না একদিন আর গােপন থাকে না।
নহি সামান্যা নারী
সম্প্রতি আইসিসিআর প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হল রবীন্দ্র রচনা 'চিত্রাঙ্গদা-র ভাবনায় গৌড়ীয় নৃত্যের আঙ্গিকে নৃত্যনাট্য ‘নহি সামান্যা নারী।
নৃ ত স মা রাে হ
সাউথ কলকাতা নৃত্যাঙ্গনের আয়ােজনে রবীন্দ্রসদনে। ঝিনুক মুখােপাধ্যায় সিনহার পরিচালনায় মঞ্চস্থ হল এক নৃত্যানুষ্ঠান।
পুরস্কারের প্রত্যাশা আমি করি না: তাপসী
পর্দায় যখনই আসেন তখনই ওঠে ঝড়। নাম শাবানা, ‘বেবি’,‘পিঙ্ক’,‘সান্ড কি আঁখ’, ‘বদলা’ সহ আরও অনেক ছবিতে তাপসী পান্নুকে দেখা গিয়েছে ভিন্নধর্মী চরিত্রে অনুভব সিনহা পরিচালিত ‘থাপ্পড়’ ছবিতে আবারও এক প্রতিবাদী নারী চরিত্রে তাঁকে আমরা দেখতে পাব।
সৌন্দর্যের ইন্দ্রজাল অ রু ণা চ ল
এবারের ডেস্টিনেশন বুম-লা পাস অর্থাৎ ভারত-চীনের সীমান্ত অঞ্চল। তাই প্রথমেই কলকাতা থেকে সােজা গুয়াহাটি। লােকপ্রিয় গােপীনাথ বরদলৈ। আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে পা রাখতে না রাখতেই, অসম-নিবাসী বাংলাদেশি সারথি বাবুল এসে হাজির তাঁর টাটা সুমাে নিয়ে। ঠেকিয়াজুলি, তেজপুর, বালিপাড়া | পেরলে তবে শহুরে উষ্ণতাকে অতিক্রম করা যায়। গাড়িতে চড়তে না চড়তেই চোখে পড়ে ব্রহ্মপুত্রের সুবিস্তৃত বক্ষপট। তার পারখানি যেন সবুজ বনানীময় পর্বত বেষ্টিত। এক হাতে অসম ছাড়িয়ে এগিয়ে যাওয়া গেল অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার দিকে। অনেক স্থানেই পাহাড়ের গায়ে খােদাই আর কর্তনের নজির চোখে পড়ে। উদ্দেশ্য অবশ্যই মনুষ্য বসতি ও সভ্যতার প্রগতি৷ গায়ে আঁচড় নিয়েও মৌনতা পালন করছে ভূমিমাতা। এখানে মানুষের জীবনও খুব কষ্টের ও। ‘টানের।
শিল্পীর গহীন মনের সন্ধানে
চিত্রকলা এবং ॥ সঞ্জয় ঘােষ ॥ অভিযান পাবলিশার্স ॥ ৩৫০ টাকা।
ভক্ত ও ভগবান
রাজা পরীক্ষিৎকে তন্ময় হয়ে ভাগবত শােনাচ্ছেন ব্যাস পুত্র চিরপবিত্র শুকদেব।। নানা ধর্মপ্রসঙ্গে তৃপ্ত পরীক্ষিৎও এই পাঠের সঙ্গে একাত্ম হয়ে গেছেন। একসময় রাজা পরীক্ষিৎ একটি অভিনব প্রশ্ন উত্থাপন করলেন। তিনি সবিনয়ে শুকদেবের কাছ জানতে চাইলেন, হে প্রভু, ভগবান। বিষ্ণু আর শিবের আরাধনাকারীগণ ফললাভের ক্ষেত্রে ভিন্ন ফলবান হন কেন? ভগবান শিব ভােগ বিলাস বর্জিত। যাঁর অঙ্গে চিতাভষ্ম, হাতে নরকপাল, গলায় সর্পের মালা, বসবাস শ্মশানে— সেই অমঙ্গলচিহ্নধারী শিবকে আরাধনাকারী ব্যক্তি ধনী ও ভােগী হয়ে থাকেন। অথচ যাঁরা ঐশ্বর্যের অধিকারী শ্রীলক্ষ্মীদেবীর প্রভু নারায়ণ বিষ্ণুর উপাসনা করেন প্রায়শই তাঁরা দরিদ্র হন! তাঁদের ধনী কিংবা ভােগী হতে দেখা যায় না। এই বৈপরীত্যের কারণ কী? কেন দুই দেবতার আরাধনায় দুই রকম ফললাভ হয়?
বিয়ের পিঁড়িতে বরুণ-নাতাশা
অভিনেতা বরুণ ধাওয়ান এবং তাঁর বান্ধবী নাতাশা দালালকে নিয়ে বলিউডে আগ্রহের শেষ নেই। বিশেষত তাঁদের বিয়ে নিয়ে নিত্যনতুন খবর বি-টাউনের বাতাসে হামেশাই ভেসে বেড়ায়। এবার শােনা যাচ্ছে, আগামী মে । মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এই যুগল। বলিউডে তাই নিয়ে শুরু হয়েছে। ফিসফাস, শােনা যাচ্ছে, গােয়ায় বেশ রাজকীয় কায়দায় বিয়ে সারতে চলেছেন। তাঁরা। এই উপলক্ষে মে মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অন্যান্য বলিউড স্টারদের আগেভাগেই ফাঁকা থাকার জন্য অনুরােধ জানানাে হয়েছে।
বিবেক যুব উৎসব।
স্বামী বিবেকানন্দের ১৫৮তম 'জন্মজয়ন্তী ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ উপলক্ষে বিবেক যুব উৎসব ২০’ অনুষ্ঠিত হল মানিকপুর পুরসভার মাঠে। আয়ােজক মানিকপুর স্বামী বিবেকানন্দ সােশাল ওয়েলফেয়ার সােসাইটি। স্থানীয় পুরপিতা সােমেনমােহন ঘােষালের তত্ত্বাবধানে সর্বধর্ম। সমন্বয়ে এক মিলন ক্ষেত্রে পরিণত হয় মেলা প্রাঙ্গণ। অবলুপ্তপ্রায় বাংলা সংস্কৃতির বিভিন্ন অঙ্গকে তুলে ধরা হয় মেলায়। উৎসবের সূচনা হয় বাউল ও লােকগানের মাধ্যমে।।
ফেসিয়াল - হা ই ড্রো মিস্ট
প্রাকৃতিক আবহাওয়ার পরিবর্তনের কারণে শীতের অশেষবেলায় বা প্রাক বসন্তে ত্বক তার নিজস্ব জলীয় । আধারকে হারিয়ে ফেলে। ফলে ত্বককে পুনরুজ্জীবিত করতে অত্যন্ত জরুরি পদ্ধতি হল হাইড্রেশন বা জল সংযােজন। এই সময় ত্বককে ঠিক রাখতে এবং যে কোনও সমস্যার থেকে। রেহাই পেতে হাইড্রো মিস্ট ফেসিয়াল খুব উপকারী বলে জানালেন বিউটিশিয়ান অর্পিতা সাহা (৯৪৩৩১৩১৭৯৪)।
নামসা।
নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালামনি 'অ্যাসােসিয়েশন বা নাসা ও ‘তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৭ম ‘তুষারকান্তি নাগ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হল বাংলা অ্যাকাডেমিতে। বিষয়: ভাষার মিষ্টতা ও দুরূহতা৷ বলেন পদার্থবিদ ও বাংলা ভাষা বিশারদ ডঃ পলাশবরণ পাল। উপস্থিত ছিলেন। নামসার প্রেসিডেন্ট দিব্যেন্দু ভট্টাচার্য, নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক নীলাঞ্জন মজুমদার, তুষারকান্তি নাগ, ফাউন্ডেশনের কর্ণধার নমিতা নাগ ও অরুণাংশু চক্রবর্তী।
নীনা আজও দুরন্ত
কম দিন নয়, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর সম্পর্ক। প্রায় আটত্রিশ বছরের। নিজেকে একটু একটু করে তুলে নিয়ে এসেছেন আজকের শিখরে। তবুও তিনি মনে করেন ‘বধাই হাে’ ছবিটি তাঁকে অভিনেত্রী হিসাবে নবজন্ম দিয়েছে। অমিত শর্মা পরিচালিত এই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল। বর্তমানে নীনা গুপ্তা শু্যটিং নিয়ে খুবই ব্যস্ত। আগামী ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘শুভ মঙ্গল জাদা সাবধান।
নবনীতা মালাকার
কালারস বাংলার সাড়ে সাতটার স্লটে সম্প্রচারিত হয় জনপ্রিয়। ধারাবাহিক ‘মঙ্গলচণ্ডী”। মা চণ্ডীর কৃপায় খুল্লনার প্রেমে পড়েন ধনপতি সওদাগর। পরে বিয়েও হয় তাঁদের। কিন্তু বিয়ের পরেও স্ত্রীর শর্ত মেনে মঙ্গলচণ্ডীর পুজো করতে রাজি হন না ধনপতি৷ কারণ, তিনি যে শিবভক্ত৷ শেষে খুল্লনা অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজি করান। ধনপতিকে। সওদাগরের পুস্পাঞ্জলিতে মর্তলােকেও দেবীর স্বীকৃতি পান মা মঙ্গলচণ্ডী।
দেবভূমি হি মা ল য়
হঠাৎ তার ডাক শুনতে পেলাম। গাছে গাছে নব পল্লবের শিহরন। ফুল ডালে ডালে, কালাে ভ্রমরের গুঞ্জন। ডাক শুনতে পেলাম দূর নীল আকাশ থেকে, সবুজ বনের গভীর থেকে, উতলা সমুদ্রের ফেনিল জলরাশি থেকে। চোখ বুজতে সমস্ত কেমন যেন গােলমাল ঠেকে। মুহূর্তে সব হারিয়ে যায়। চেনা-অচেনার সব হিসেব-নিকেশ উবে গিয়ে। মুহূর্তে যাকে পাই, সে বুঝি আমার জন্ম-জন্মান্তরের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। গিরিরাজ হিমালয়—শুভ্র তুষারশৃঙ্গ।
তুষার কাঞ্জিলাল এক গদ্যের ভুবন।
শীদর্পণওয়ালাকে আপনি চেনেন কি? ওটা একটা ছদ্মনাম। এক সময়ে এই নামে মাঝেমধ্যে লিখতেন তিনি। তিনি তুষার কাঞ্জিলাল। সদ্য চলে গেলেন। যে সুন্দরবনে তাঁর না ছিল এক ছটাকও জমিজিরেত, না একটা নিজের ভিটে, সেখানকার মানুষেরই ভাত-কাপড় শিক্ষা স্বাস্থ্য নিয়ে তাঁর ছিল যত ভাবনাচিন্তা এবং ছুটোছুটি। শেষের দিকে শারীরিক কারণে সুন্দরবন থেকে একটু দূরে ছিলেন তিনি। কিন্তু লেখালেখিটা ছিল আমৃত্যু। বিগত জুলাই-আগস্টে বিছানায় শুয়ে শুয়েও লিখে গেছেন আত্মকথার (আমার জীবন: আমার সুন্দরবন’) শেষ কিস্তিটা একটি প্রখ্যাত ত্রৈমাসিকের (শুধু সুন্দরবন চর্চা’) জন্য। সুন্দরপ্রেমী ছাড়াও তাঁর বিশেষ একটি পরিচয় তিনি গদ্যশিল্পী। দক্ষ একজন নিবন্ধকার। তাঁর ১ম নিবন্ধ সংকলন ‘জল জঙ্গলের কথা’ (১৯৯৩)।
ডেভিস রাজ - চরিত্রাভিনেতা।
কসময় ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে গড়ের মাঠ কাঁপাতেন। স্পাের্টিং। ইউনিয়ন, কলকাতা পুলিস-এর এই খেলােয়াড়টি হলেন হাওড়া মন্দিরতলার ডেভিস রাজ। আশির দশকে বদলে গেল তাঁর জীবনের চিত্রনাট্য। পপিং ক্রিজ থেকে সােজা চলে এলেন টালিগঞ্জের শু্যটিং ফ্লোরে। সিরিয়াল, সিনেমায় সেই তখন থেকেই অভিনয়। শুরু। ঘটনার সূত্রপাত কীভাবে হল?
কনক- কাঁকনের জীবনে ঝড়।
দ্য আড়াইশাে পর্ব পার করল কালারস বাংলার জনপ্রিয় ধারাবাহিক কনক কাঁকন। দুই বােনের জীবনের ওঠাপড়ার গল্পই ধারাবাহিটিকে জমজমাট করেছে। এতগুলাে পর্ব পার করেও এতটুকু স্থিরতা আসেনি দুই বােনের জীবনে। গল্পে এখন টানটান উত্তেজনা। একদিকে কাঁকনের স্বামী আকাশ রিয়ার ষড়যন্ত্রে দৃষ্টিশক্তি হারিয়েছে। তাকে সুস্থ করার পথে প্রধান অন্তরায় ডাক্তার বিক্রমজিৎ। সে আবার কাঁকনের শত্রু। এদিকে এই ডাক্তারের পাতা ফাঁদে পড়েছে কাঁকনের বােন কনক। কাঁকনের ননদ রিনির সঙ্গে বিক্রমজিতের বিয়ের তােড়জোড় চলছে। আর অন্যদিকে এই ডাক্তারই কনককে অপহরণ করে বিয়ে করে। কনকের জীবনের নতুন ঝড় এই বিক্রমজিৎ। রিনি না কি কনক কাকে বাঁচাবে কাঁকন? না কি স্বামী আকাশকে? জটিল পরিস্থিতি! বিক্রমজিতের মুখােশ মাঠে নেমেছে কাঁকন৷
আকাশেই হারিয়ে গেলেন ব্ল্যাক মাম্ব
২০০৮ এবং ২০১২ সালের অলিম্পিকে তিনি আমেরিকার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন । দুবার সােনার মেডেল গলায় ঝুলিয়ে তিনি দেশে ফিরেছিলেন ।
অস্ট্রেলিয়ার দহনে অশনি সংকেত।
যেন ঝলসে যাওয়া লালচে আভা। দক্ষিণপূর্ব অস্ট্রেলিয়ার আকাশে এখন এমনই অদ্ভুত আলাে। বনাঞ্চল পুড়ে খাক। প্রাণ হারিয়েছে একশত কোটি প্রাণী। ছড়িয়ে পড়েছে করুণ ভিডিও। পথের পাশে পুড়ে মরে রয়েছে ক্যাঙারু। উদ্ধারকারী মানুষের পা জড়িয়ে ধরছে। তৃষ্ণার্ত কোয়ালা। দাবানলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গৃহহীন দশ হাজারেরও বেশি। এমনও হয়েছে, আগুন লেগে শহরের প্রবেশপথ রুদ্ধ হওয়ায় সহস্র মানুষ উদ্ধারকারী হেলিকপ্টার বা জলযানের খোঁজে ছুটে গিয়ে দাঁড়িয়েছেন সমুদ্রতটে। প্রাণহানি, অরণ্য ও বন্যপ্রাণের বিনষ্টি, বিপুল প্রাকৃতিক সম্পদের ক্ষয়, সব মিলিয়ে কার্যত বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার এই দুর্যোগ। রাস্তাঘাট সুনসান। দমবন্ধ চারপাশ। জেগে রয়েছে শুধু ওই অদ্ভুত লাল।
অতিরিক্ত রাগ কীভাবে সামলাবেন?
মানুষের সহজাত প্রবৃত্তিগুলাের মধ্যে রাগ অন্যতম। কিন্তু এটি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সংসারে। ও সমাজ জীবনে তৈরি হয় অশান্তির পরিমণ্ডল। ঘটতে থাকে পারিবারিক বিবাদ, দাম্পত্যে মনােমালিন্য, বন্ধুত্ব বিচ্ছেদ ও নৈতিক মূল্যবােধের সংকট।
কাকা ভাইপাে
বৃষ্টিভেজা পৌষ সন্ধ্যা। দক্ষিণ কলকাতার একটি শপিং মলের রেস্তোরাঁয় তখন অবশ্য উল্লাসের উত্তাপ।
ঈশ্বর জবাব চাই।
গড়িয়ার নিশানা নাট্য সংস্থা। সম্প্রতি সুজাতা সদনে নিবেদন। করল নাটক ‘ঈশ্বর জবাব চাই।
রিনা মণ্ডল - হেয়ার স্টাইলিস্ট
সিনেমা কেন একটা ইন্ডাস্ট্রি তা বােঝা যায় এই পেশাটিকে জানলে। টলিউডের অনেকদিনের পুরনাে হেয়ার স্টাইলিস্ট হলেন রিনা মণ্ডল।
ব্রিটিশ রাজপরিবারে ভাঙন।
রাজ পরিবারের দুই জায়ের ‘খেয়ােখেয়ি’ ফাঁস হয়ে গিয়েছিল গত বছরই। অনেক ক্ষেত্রেই তা প্রভাব ফেলছিল দুই ভাইয়ের সম্পর্কে।
হে মহাজীবন লইনু শরণ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শতবর্ষ (জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ কলকাতার মাড ক্যাফে-তে আয়ােজিত “হে মহাজীবন লইনু শরণ’ শীর্ষক অনুষ্ঠানটি হল।
‘ছুটি'র হাতছানি
মেঘ-বাদলের বিড়ম্বনা নেই। হাসি-মাখা রূপসী রােদও শেষ অগ্রহায়ণে বিরল বস্তু। তবুও তাঁরা ছুটির আমেজে লুটোপুটি।