
মৃণালকান্তি দাস ক ফ্রেমে দুই বন্ধু। আবার যুযুধান প্রতিপক্ষ। সমসাময়িক ফুটবলের দুই কিংবদন্তিও। উভয়েই | দাবার বোর্ডে কনুই ঠেকিয়ে চিন্তামগ্ন। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম দেখায় মনে হতে পারে, কোনও এক রেলস্টেশনের ওয়েটিং রুমে বসে লাগেজকে দাবার বোর্ড বানিয়ে মগ্ন দুই দাবাড়ু। ত্য
‘ভিক্টরি ইজ আ স্টেট অব মাইন্ড'। একই ক্যাপশন লিখে সেই ছবি পোস্ট করেছিলেন এই সময়ের সেরা দুই ফুটবলার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার কে, তা প্রমাণের চেষ্টাও হয়তো চলেছে। সেই দাবার ম্যাচে কে জিতেছে, তা জানা না গেলেও, দু’জনই জানিয়ে দিয়েছিলেন, জয় আসলে মনের ব্যাপার...।
কিন্তু মেসি-রোনাল্ডো ফুটবল ছেড়ে দাবা খেলছেন কেন? আসলে ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ এই দুই কিংবদন্তিকে তাদের বিজ্ঞাপনের জন্য একসঙ্গে ফ্রেমবন্দি করেছিল। যে ছবিতে লুই ভিতোঁর মনোগ্রামসহ চেকার্ড স্যুটকেসের উপর ফুটবলের বদলে প্রতীকী অর্থে দাবা সাজানো। বিশ্বকাপের ঠিক আগে স্যুটকেসের এমন বিজ্ঞাপন তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্টই বটে। এটাই ছিল মেসি ও রোনাল্ডোর জুটি বেঁধে প্রথম বিজ্ঞাপন। কাতার বিশ্বকাপকে সামনে রেখে এবার এই ডিজাইনের স্যুটকেসটির বিপণন করেছে লুই ভিতোঁ।
この記事は Saptahik Bartaman の 31 December 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Saptahik Bartaman の 31 December 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

বাংলায় দেউলের খোঁজে
\"ভারতের অল্প পরিচিত কিছু মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব এবং ধর্মীয় মাহাত্ম্য নিয়ে লেখক বিশ্বজিৎ চক্রবর্তীর রচিত 'চেনা পথ অচেনা দেউল' বইটি আমাদের ধর্মের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে।\"

সম্পর্ক
এই ঘরের কথা আর যা যা বললাম তোমাকে, এসব অফিসের কাউকে বলতে যেও না। আমি কারও অনাবশ্যক কৌতূহলের মুখোমুখি হতে চাই না। অস্বস্তি হয়।

শোষণের বিরুদ্ধে লড়াই
কলকাতা থিয়েটার ক গ্রন্থসিয়াস্টের নতুন নাটক ‘অরণ্যকাণ্ডম’ সমাজ ও প্রকৃতির সংঘাতকে তুলে ধরে। পরিচালক সাগ্নিক বসুর অভিনয় ও সঙ্গীতের ব্যবহার দর্শকদের মুগ্ধ করেছে।

মহা-নাম, মহা-জীবন
ডঃ শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারীজির জীবনকথা 'অমৃত-তরঙ্গিত মহানামব্রত' বইতে প্রকাশিত, যা অধ্যাত্ম পিপাসুদের জ্ঞানতৃষ্ণা মেটাবে।

সুবর্ণ সুবর্ণা
পুরাকালে অগ্নি দেবতা ছিলেন হব্যকব্য বাহক। স্বাহার তপস্যার ফলস্বরূপ শিব ও অগ্নির মিশ্রিত তেজ থেকে জন্ম নেন সুবর্ণ ও সুবর্ণা, যাদের কারণে দেবতারা অভিশপ্ত হন।

চিত্রপটে চিত্রিত পারিবারিক আখর
হলুদ পাতায় সবুজ আখর’ উপন্যাসে সুদৃঢ় পরিবারিক ঐতিহ্য ও দুর্গাপুজোর পটভূমিতে মল্লিকাদেবী ও তাঁর পরিবারের মনোজগতের মিষ্টি ছবির চিত্রকল্প ফুটে উঠেছে। সুন্দরের সঙ্গে প্রাচীন ও নবীন প্রজন্মের সম্পর্কের অনবদ্য রূপ।

আত্মঘাতী বাঙালি
বাংলাদেশের ইতিহাস ধ্বংসের ঘটনা দেখে মনে হচ্ছে, মৌলবাদীদের উত্থানে জাতির চিহ্ন ধ্বংস হতে চলেছে। মুজিবুর রহমানের স্মৃতিগুলো মুছে যাওয়ার পর, দেশবাসী কি সত্যিই নিজেদের অতীত ভুলে যাবে?

বহিরাগত
এক অজানা কেল্লার অন্ধকার কোণে বন্দি আমি, কখনও নিজের কণ্ঠস্বরও শোনা হয়নি। মুক্তির আশায় মিনারের সিঁড়ি বেয়ে উঠতেই এক রহস্যময় জগৎ আমার সামনে খুলে গেল!

গল্পে গানে স্বাতী ও বন্ধুরা
ত্রিগুণা সেন অডিটোরিয়ামে স্বাতী পাল ও তাঁর বন্ধুরা পরিবেশন করলেন ‘গল্পে গানে’ শীর্ষক এক মনোমুগ্ধকর সন্ধ্যা। সমবেত গান, রবীন্দ্রসঙ্গীত ও শাস্ত্রীয় সুরের মেলবন্ধনে অনুষ্ঠানটি সুরেলা আবহ সৃষ্টি করে।

কবির চিঠি
সুন্দরকে কখনো পাওয়া যায় না, কারণ যখন তা হয়, তা নিজের মধ্যে থাকে। কবি আলোক সরকার তাঁর স্ত্রীর প্রতি চিঠিতে প্রেম, দূরত্ব, এবং জীবনের সহজতা তুলে ধরেছেন, যা তাঁর কাব্যজীবনকে গভীরভাবে প্রকাশ করে।