ক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশ ভিয়েতনাম সম্পকে বাঙালির আর উৎসাহের শেষ নেই। দীর্ঘদিন আমেরিকা, ফ্রান্স, চীনের সঙ্গে যুদ্ধ করে ভিয়েতনাম আজ ঘুরে দাঁড়িয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়তে মাঝে মাঝেই বই কিনতে কলেজ স্ট্রিটে যেতাম আশির দশকের গোড়ায়। কান পেতে শুনতাম গুণী মানুষদের মনোজ্ঞ আলোচনা। এক কাপ কফি আর সিগারেট ধরিয়ে শুনতাম সেই সব গেরিলা যুদ্ধের ঘটনা। মনের মধ্যে চাপা আগ্রহ পুষে রেখেছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম সময় সুযোগ হলে অবশ্যই ঘুরে আসব। বইতে পড়েছিলাম ভিয়েতনামের অধিকাংশ মানুষ বৌদ্ধ হলেও অষ্টম নবম শতকে সেখানে হিন্দুও ছিল। তারই বেশ কিছু মন্দির সৌধ আমেরিকান যুদ্ধ বিমানের বোমা ও কামানে ক্ষতিগ্রস্ত হয়ে আজও টিকে আছে। মাই-সন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার অদূরে হয়-আন আর এক প্রাচীন শহর। যার মধ্যে রয়েছে সরু গলি, পুরনো স্থাপত্য, প্রাচীন প্যাগোডা আর নদীর মাঝে আলো জ্বালা নৌকোর সমারোহ। নদীর দু'পাশে আলোর মালা দেখতে সারা বিশ্বের পর্যটকদের আগমন হয়।
শেষ পর্যন্ত ঠিক করে ফেললাম ভিয়েতনাম যাব সেইসব প্রাচীন স্থাপত্য দেখব। মাই-সন ও হায়-আন দেখতে গেলে ভিয়েতনামের মাঝে পৌঁছতে হবে। ভারতের সঙ্গে ভিয়েতনামের সব শহরের বিমান পরিষেবা নেই। যা আছে হ্যানয় বা সায়গনের (অধুনা হো চি মিন সিটি) সঙ্গে। উত্তর থেকে দক্ষিণে দেশটি লম্বা প্রায় সতেরোশো কিমির কাছাকাছি। আমাকে যেতে হবে ডানাং, সেখান থেকে মাই-সন, হয়-আন গাড়িতে। কলকাতা থেকে সরাসরি ডানাং যাওয়ার বিমান নেই। যেতে গেলে হয় ব্যাংকক বা কুয়ালালামপুর যেতে হবে। অনলাইনে পাসপোর্ট পেতে দেরি হল না। বিমানের টিকিট ছিল যাওয়ার সময় ব্যাংকক হয়ে, ফেরার পথে ডানাং কুয়ালালামপুর হয়ে কলকাতা। ব্যাংককে দুটো এয়ারপোর্ট আছে। একটা সুবর্ণভূমি বিমানবন্দর যেটা এশিয়ার ব্যস্ততম বিমানবন্দরগুলির একটি, আর একটি অন্যতম বিমানবন্দর হল ডন মিউয়াং (Don Mueng)। আমাদের বিমান ডন মিউয়াং-এ নামল। আন্তর্জাতিক বিমানবন্দর হলেও মুষ্টিমেয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির বিমান ওঠা নামা করে। ব্যতিক্রম কলকাতা আর সিওল। ঘণ্টা চারেক বসে থাকার পর আমরা ডানাং যাওয়ার বিমানে উঠলাম। সঙ্গের যাত্রীরা অধিকাংশই থাইল্যান্ড, জাপান, মালয়েশিয়া, কাম্বোডিয়া, লাওসের। আড়াই ঘণ্টার উড়ানের পর ডানাং বিমানবন্দরে অবতরণ করলাম। ইমিগ্রেশনে লাগেজ নেওয়ার পর বিমানবন্দরে মোবাইলের লোকাল সিম নিতে হল।
This story is from the 27 July 2024 edition of Saptahik Bartaman.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 27 July 2024 edition of Saptahik Bartaman.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
সুন্দরবনের মধু ও মৌলে
সুন্দরবনের মধু সংগ্রহকারীদের জীবন সংগ্রাম ও ঝুঁকিপূর্ণ অভিযানের এক বিস্তারিত চিত্র ফুটে উঠেছে ‘সুন্দরবনের মধু ও মৌলে’ নিবন্ধে। দলবদ্ধভাবে জঙ্গলে প্রবেশ, বনবিবির আরাধনা, মৌমাছির গতি পর্যবেক্ষণ, এবং সতর্কতার সঙ্গে মধু সংগ্রহ—এই প্রক্রিয়াগুলি তাঁদের কঠোর পরিশ্রম ও সাহসিকতাকে তুলে ধরে। তবুও, বাঘ ও কুমিরের আক্রমণের ঝুঁকি তাঁদের জীবনের নিত্যসঙ্গী।
ভি ল্ল তী র্থ
সুরধুনী গঙ্গার দক্ষিণ তীরে শ্রীগিরি পর্বতের উত্তর দিকে ঋষিগণ পূজিত আদিকেশ শিবলিঙ্গ বিরাজমান ছিলেন। সেখানে এক ভক্ত ব্যাধের অপ্রচলিত কিন্তু আন্তরিক পুজো শিবের হৃদয় জয় করে। ঋষি বেদের নিষ্ঠাবান পুজোর পাশাপাশি ব্যাধের ভালবাসা ও গভীর ভক্তি শিবকে সমানভাবে সন্তুষ্ট করে। শিব তাঁদের দুজনকেই আশীর্বাদ প্রদান করেন এবং ব্যাধের নামে সেই স্থান পরিচিত হয় \"ভিন্নতীর্থ\"। এই কাহিনি শিবের ভক্তির প্রকৃত অর্থ এবং আন্তরিকতার মর্ম শেখায়।
প্রেম ও অহিংসার ভাবনা
“সম্মিলিত ভিক্ষুদের মতামতই সঙ্ঘের প্রকৃত শক্তি। তোমরা সম্মিলিত আলোচনার মাধ্যমে সঙ্ঘ পরিচালনা কর। এই কথার মাধ্যমে বুদ্ধদেব তাঁর শেষ বাণী প্রদান করেন। এরপর মহাপরিনির্বাণ লাভ করে, পৃথিবীর মায়া ত্যাগ করেন। কুশীনগরে তাঁর দাহকার্য সম্পন্ন হয়। বুদ্ধের প্রেম ও অহিংসার ভাবনা চিরকাল মানুষের হৃদয়ে জেগে থাকবে।”
মৃত্যুর আগে মানুষ কী কী অনুভব করে ?
জাগতিক চিন্তায় যারা ব্যস্ত, সর্বদা টাকা টাকা করছেন, লোক ঠকানো, হেনস্তা করা, এমন মানুষের শরীরে হঠাৎ জড়ত্ব ধরে। তাঁরা অচেতন হয়ে দীর্ঘকাল থাকেন এবং শরীরের দুর্ভোগ বুঝতে পারেন না। কিছু মানুষের থাকে দেবচৈতন্য। তাঁরা মৃত্যুর আগাম সংকেত পান। শেষ সময়ে জাগতিক দায়দায়িত্ব উত্তরসূরিদের হাতে দিয়ে যান। আর এক দল আছেন মৃত্যুমুক্ত। শ্রীঅরবিন্দের দেহত্যাগের পর অনুরাগীরা দেখেন তাঁর শরীর আলোকময়! আনন্দময়ী মায়ের শরীরত্যাগের পর তিনদিন ধরে তাঁকে ঘিরে ছিল সাদা আলোর বলয়। সাধারণ মানুষও টের পান শেষ ক্ষণের আগাম বার্তা। তখন তাঁরা কী দেখেন? কারা মুক্ত হন? কিন্তু বাসনা যাঁদের প্রবল, তাঁদের কী এ সংসারে ফিরে আসতেই হবে। লিখেছেন সোমব্রত সরকার।
বাঙালির সেই গৃহ সহায়করা
এই লেখাটি বাংলার একান্নবর্তী সংসার এবং বনেদি পরিবারের ভৃত্যদের জীবন ও তাদের সাংস্কৃতিক প্রভাব নিয়ে একটি সংক্ষিপ্ত অথচ বিস্তৃত বিবরণ। এটি ঔপনিবেশিক সময়ের সামাজিক পরিবর্তন, কর্মজীবন ও মানুষের আন্তঃসম্পর্কের মর্মান্তিক এবং মজাদার দিকগুলোকে ফুটিয়ে তুলেছে।
ব্যুমেরাং
নৈসর্গিক সৌন্দর্যের মোড়া পাহাড়ি রাস্তা, যেখানে রোমাঞ্চ আর ভয় একসঙ্গে হাত ধরাধরি করে। সরু, আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে দেখা মেলে তিস্তার চঞ্চল প্রবাহ আর ফুলে ঢাকা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। এমন এক পরিবেশে চিরন্তন আর তৃষা তাদের গোপন অভিসারে নিমগ্ন, জীবন আর সম্পর্কের টানাপোড়েনকে সাময়িক ভুলে। কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত দৃশ্য তাদের সুখস্মৃতি বিঘ্নিত করতে পারে।
পাহাড়িয়া পাঁচমারি
বর্ষার স্নিগ্ধ দিনে মেঘমল্লারে মেঘের গান আর জঙ্গলের পথে হারিয়ে যাওয়ার মন্ত্রমুগ্ধ আমন্ত্রণে ঘুরে আসা হলো ‘সাতপুরার রানি’ পাঁচমারি। পুরাকথার ছোঁয়া, ব্রিটিশ আমলের ছাপ আর প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়া এই শৈল শহর যেন এক টুকরো রূপকথা। পাহাড়, জঙ্গল, ঝরনা আর রহস্যময় গুহার সংমিশ্রণে পাঁচমারি একবার দেখলে মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে যায়।
এক বিপন্ন জার্নালের ইতিকথা
১৯৫৫ সালের ডায়েরি মূলত তাঁর হাসপাতালে দিনযাপনের পঞ্জি। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, অতুল গুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুলেখা সান্যাল, সঞ্জয় ভট্টাচার্য, মুজফ্ফর আহমেদ—সাংস্কৃতিক ও রাজনৈতিক বৃত্তের প্রচুর শুভানুধ্যায়ীদের সঙ্গে তাঁর কথালাপের প্রসঙ্গ বারবার ঘুরেফিরে এসেছে।
ধ্বংসলীলাও উপভোগ্য?
স্লাভুটিচ শহরটি চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার পর জন্ম নেওয়া এক স্মৃতিস্তম্ভ, যেখানে ধ্বংসের পরও জীবন ফিরে এসেছে। আজ এটি \"ডার্ক ট্যুরিজম\" এর অন্যতম আকর্ষণ, যা পর্যটকদের আকৃষ্ট করে ভয়ঙ্কর ইতিহাসের মাধ্যমে।
প্রাণ রক্ষায় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর
চিকিৎসক হিসেবে দীর্ঘ কর্মজীবনে অনেক রোগীকে বাঁচাতে পারলেও, হৃদস্পন্দন বন্ধ হয়ে হাসপাতালে আনা রোগীদের ক্ষেত্রে অনেক সময় কিছু করা সম্ভব হয় না। তবে সিপিআর জানলে অনেকের প্রাণ বাঁচানো সম্ভব।