CATEGORIES
Categorías
শেরনির গর্জনে থরহরিকম্প পুরুষতান্ত্রিক সমাজ
মধ্যপ্রদেশের গভীর জঙ্গল। সেখানে ডিএফও হয়ে এসেছেন বিদ্যা ভিনসেন্ট (বিদ্যা বালন)। বন দপ্তরের এই অফিসে যােগ দেওয়ার পরই সেখানে এক সমস্যা দেখা দেয়। আচমকাই লােকালয়ে হানা দিচ্ছে বাঘিনী। গবাদি পশু, মানুষ মারছে। এই নরঘাদক বাঘিনীকে বন্দি করার চেষ্টা করে বিদ্যা। কিন্তু তার অযােগ্য বস বানশল (বীজেন্দ্র কালা) তাকে সাহায্য করে না। বরং মহিলা হওয়ায় বিদ্যার সব কথাকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে সে। হতাশ হয়ে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যা। স্বামী পবনকে (মুকুল চাড়া) ফোন করে জানায় তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সে আর কাজ করবে না। পবন অবশ্য তাকে কাজ না ছাড়ার পরামর্শ দেয়। এদিকে বাঘিনী একের পর এক হামলা করেই চলেছে। গ্রামবাসীরা জঙ্গলে গবাদি পশু চরাতে গিয়ে বারবার বিপদে পড়ছে। গরু-ছাগলের পাশাপাশি বাঘের হানায় মরছে মানুষও। কিন্তু ব্যবস্থা নিচ্ছে না বনদপ্তর। জঙ্গলে যেতে মানা করার সতর্কবার্তা শুনিয়েও দায়সারা ভাবেই কর্তব্য সারছে তারা। ফলে স্বাভাবিকভাবেই রাগে ফুসতে শুরু করে গ্রামবাসীরা। তাদের বুঝিয়ে কোনওরকমে পরিস্থিতি সামলায় বিদ্যা। এদিকে অন্য এক সমস্যার উদয় হয়। গ্রামের রাজনৈতিক দলের নেতারা বাঘের হাত থেকে গ্রামবাসীদের নিষ্কৃতি দিতে উদ্যোগ নেয়। নিজস্ব ভঙ্গিমায়। প্রভাব খাটিয়ে জঙ্গলে রঞ্জন (শরদ সাক্সেনা) নামের নামজাদা এক শিকারীকে নিয়ে আসে। তার একমাত্র লক্ষ্য বাঘ মেরে খেতাব অর্জন করা। দায়িত্ব দেওয়া হয় বনদপ্তরের উচ্চপদস্থ অফিসার নানগিয়াকে (নীরজ কবি)। সে জঙ্গলে জিপ নিয়ে বাঘ মারতে ব্যস্ত হয়ে পড়ে। সঙ্গে যায় শিকারী রঞ্জনও। এদিকে বিদ্যাও বাঘিনীকে বন্দি করার জন্য জঙ্গলে হন্যে হয়ে ঘুরছে। তাকে বাঁচাতে চাইছে। কারণ জঙ্গলে লাগানাে ক্যামেরায় ধরা পড়েছে বাঘিনীর দুটি ছােট্ট শাবক রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বিদ্যাকে কী পারল বাঘিনীকে বাঁচাতে? নাকি শিকারিদের গুলিতে প্রাণ হারাল বাঘিনী, মাতৃহারা হল। শাবকরা। জানতে হলে দেখতে হবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবি ‘শেরনি।
ভালাে চিত্রনাট্য পেলে অবশ্যই বাংলা ছবি করব: বিদ্যা
আ বাির এক নারীকেন্দ্রিক | দাপুটে চরিত্রে বিদ্যা বালন। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেল বিদ্যা অভিনীত ছবি ‘শেরনি। পদাতেও তাঁর অভিনীত চরিত্রের নাম ‘বিদ্যা’। তবে এই দুই বিদ্যার মধ্যে বিস্তর ফারাক। ছবিতে নিজের অভিনীত চরিত্র ছাড়া আরও নানান বিষয় নিয়ে জমজমাট আড়া দিলেন বলিউডের এই দাপুটে এবং সুন্দরী অভিনেত্রী বিদ্যা বালন।
‘ফ্লা ইং শি খ' মিলখা সিং
চি কিৎসকরা হতবাক! মানুষটা বলে কী! অসুস্থ হয়ে চণ্ডীগড়ের হাসপাতালে ভর্তি মিলখা সিং। আর তাঁর আব্দার, ভােরবেলায় জগিং করতে যাবেন!
লাশ ভ্যানিশ
তখন আমাদের সেকেন্ড ইয়ার। আর জি কর মেডিক্যাল।
রডােডেনড্রন ইংল্যান্ডকে দার্জিলিঙের উপহার
ইন্ডিয়া অর্থাৎ ভারত এই নামটি শুনলেই উত্তরের হিমালয় যেন হাতছানি দিয়ে ডাকে দেশ-বিদেশের ভ্রমণ পিপাসু, প্রকৃতি সেবক ও সৌন্দর্যে গা ভাসানাে আমুদে মানুষজনকে।
দিশাহীন ব্যাটিংই হারাল কোহলিদের
নয়া চোকার্স! হ্যাঁ, পরপর আইসিসি’র তিনটি ইভেন্টে আসল সময়ে নতজানু
ছােটদের জন্য করােনা ভ্যাকসিন কবে?
পরামর্শে ডাঃ অপূর্ব ঘােষ, ডাঃ দীপ্যমান গঙ্গোপাধ্যায়, ডাঃ অরুণালােক ভট্টাচার্য
‘শ্রীময়ী' চলছে, চলবে
সংসার সুখের হয় শ্রীময়ীর গুণে। অন্তত বাঙালি টেলি। বিলাসীদের মুখে মুখে এই ‘সিরিয়াল সত্য’টি প্রায় প্রবাদে পরিণত হয়ে গিয়েছে।
স্বাতীদির কোনও বিকল্প হবে না। মেঘনাদ ভট্টাচার্য।
সালটা ঠিক মনে নেই, সেই । ‘শঙ্খপুরের সুকন্য’-র সময় থেকে স্বাতীদির সঙ্গে আমার সম্পর্ক।
লাকি নাম্বারের চক্করে
2 যােগ ৭, যােগফল ৯। না, অঙ্ক সম্পর্কিত কোনও বিষয়। নয়। আসলে ৯ সংখ্যাটি একটি বলিউড তারকার লাকি নাম্বার। আর তা নিয়েই জোর চর্চা বি-টাউনে।
অভিনয় করাটাই সবচেয়ে কঠিন কাজ: মনােজ
অ্যা মাজন প্রাইম ভিডিও-র ‘ফ্যামিলি ম্যান টু’ | সিরিজে আবার দাপট দেখালেন বলিউডের দাপুটে অভিনেতা মনােজ বাজপেয়ি।
অনবদ্য সামান্থা
ভি “ড়ে ঠাসা বাস। তিল ধারণের জায়গা নেই। তারই মধ্যে ভিড় ঠেলে কোনওরকমে
স্বপ্ন দেখাচ্ছে গােলকিপার অ্যাকাডেমি
ও দের বয়স ১১ থেকে ১৮ বছরের মধ্যে। বড় হয়ে কেউ সুব্রত পাল হতে চায়, তাে কেউ বা গুরপ্রীত সিং সান্ধু। করােনার তােয়াক্কা করেই সাতসকালে তারা হাজির। চুচুড়ায় আইএফএ'র তৈরি ‘গােলকিপার অ্যাকাডেমিতে।
রেফ্রিজারেটর ছাড়াই ভ্যাকসিন সংরক্ষণ?
বহু বছর আগে আবিষ্কৃত পােলিও টিকা থেকে শুরু করে কোভিশিল্ড এর মতাে বহু ভ্যাকসিন উৎপাদন থেকে রােগীকে দেওয়ার আগে পর্যন্ত একটা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত করে রাখতে হয়। এমন বহু ভ্যাকসিনই রয়েছে যেগুলি ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে সংরক্ষিত করে রাখতে হয়।
নাট্য উৎসব ‘সমন্বয়-৯
রঙ্গকর্মী আয়ােজিত নাট্য উৎসব ‘সমন্বয়-৯’ অনুষ্ঠিত হল সম্প্রতি ঊষা গাঙ্গুলি মঞ্চে। বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের শিল্প-সংস্কৃতির বিভিন্নতাকে একই মঞ্চে সমবেত করার উদ্দেশে ‘সমন্বয়-৯'-এর আয়ােজন। পুতুল নাচ, মুকাভিনয়, নাটক ইত্যাদি বিভিন্ন শিল্পকলা, নানাবিধ সাংস্কৃতিক শিল্প সংস্থার প্রতিভাবান শিল্পীদের কৃৎকৌশল মঞ্চস্থ হল।
মােদিজি হার মানতে শিখুন
নির্বাচন কমিশন, সিবিআই, ইডি, এনআইএ, কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি রাষ্ট্রের সমস্ত উপাঙ্গগুলিকে বিজেপি দলীয় শাখার মতাে ব্যবহার করেও বাংলার মসনদ দখল নিতে পারেনি। বাংলার মানুষের বিরাট ধাক্কায় শেষ পর্যন্ত বিজেপি ৩৮ শতাংশ ভােট এবং সিকিভাগ আসন নিয়ে বিধানসভায় একমাত্র বিরােধী দল হিসেবে উঠে এসেছে।
ডার্ক হর্স নেদারল্যান্ডস ইউরােয় ফেভারিট ফ্রান্স-পর্তুগাল
প্রত্যাশা মতাে ইউরাে কাপের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে জয় পেল। ফ্রান্স, পতুর্গাল ও বেলজিয়াম। এবারের ইউরােপ সেরার লড়াইয়ে খেতাব জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট এই তিনটি দল। পাশাপাশি চমক দেওয়ার জন্য তৈরি নেদারল্যান্ডসও।
করােনা কালে প্রবীণদের সুরক্ষা
সারা পৃথিবী করােনা সংক্রমণজনিত আতঙ্কে ভুগছে। এই প্রতিবেদন যখন লিখছি আমাদের দেশ দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। এখনই আরও সতর্ক না হলে পরিস্থিতি কিন্তু ভয়াবহ হয়ে উঠবে। এবার সংক্রমণের গতি প্রকৃতি আগের সংক্রমণ থেকে ভিন্ন এবং হারও অনেক বেশি।
সিনেমাটাও সাহিত্যের মতাে: কৌশিক গাঙ্গুলি
একাধিকবার জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক কৌশিক গাঙ্গুলিকে সামনে রেখে পথ চলা শুরু করল প্রযােজনা সংস্থা এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেড। দেশের অন্যতম প্রাচীন খেলা কবাডি। এই খেলাটিকেই কাহিনির কেন্দ্রে রেখে কৌশিক গাঙ্গুলি নতুন প্রযােজক অয়নশীলের সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করতে চলেছেন তাঁর নতুন ছবি ‘কবাড়ি বাড়ি। সম্প্রতি সেক্টর ফাইভের একটি বিলাসবহুল রেস্তরায় প্রযােজক সংস্থার সূচনা ও ছবির ঘােষণা লগ্নে পরিচালকের সঙ্গে হাজির ছিলেন তিন মুখ্য চরিত্রের অভিনেতাও| ঋত্বিক চক্রবর্তী, সােহিনী সরকার ও অর্জুন চক্রবর্তী। প্রযােজক অয়নশীলকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তীও। একইসঙ্গে সেদিন সম্প্রতি জাতীয় পুরস্কার মঞ্চে কৌশিক পরিচালিত ছবি ‘জ্যেষ্ঠপুত্র’র সাফল্যও উদ্যাপন করা হয় কেক কেটে। ছবির ঘােষণা, প্রযােজক সংস্থার লােগাে প্রকাশ ইত্যাদি আনুষ্ঠানিক পর্ব শেষে কৌশিক গাঙ্গুলি কবাডি কবাড়ি’ সহ বাংলা ছবির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন সাপ্তাহিক বর্তমানের সঙ্গে
বিভিন্ন ভােজ্য তেলের ভেষজ গুণ
আমাদের দেশে রান্নার কাজে নানা ধরনের তেল | ব্যবহার করা হয়। যেমন—সর্ষের তেল, সূর্যমুখী বীজের তেল (সান-ফ্লাওয়ার অয়েল), রাইস ব্র্যান অয়েল, অলিভ অয়েল, ফ্ল্যাক্সসিড অয়েল, তিল তেল (সেসাম অয়েল), অলিভ অয়েল, সােয়াবিন অয়েল, নারকেল তেল (কোকোনাট অয়েল), আমন্ড অয়েল, খাবার বানাতে ঘিও ব্যবহার করা হয়। এছাড়া আরও কিছু ভােজ্য তেল আছে। যেমন— গ্রাউন্ড নাট অয়েল (বাদাম তেল), পাম অয়েল, ওয়াল নাট অয়েল, কাজু বাদাম তেল, অ্যাভােকাডাে অয়েল, গ্রেপসিড অয়েল, ক্যানােলা অয়েল এবং কন অয়েল। এই সবভােজ্য তেল নানা ভেষজ গুণে সমৃদ্ধ এবং বিভিন্ন ধরনের রােগ প্রতিরােধক গুণযুক্ত। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এই সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। এই প্রবন্ধে এই সব ভােজ্য তেলের ভেষজ গুণের আলােচনা করা হল।
চ্যাম্পিয়ন্স লিগে অল ইংল্যান্ড ফাইনাল
আরও এক অল ইংল্যান্ড | ফাইনাল। ২০০৮ ও ২০১৯’এর পর ইতিহাসে তৃতীয়বারের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখােমুখি হতে চলেছে দুই ইংলিশ ক্লাব। ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি। এর আগে দু’বার টুর্নামেন্টের ফাইনালে ওঠার নজির রয়েছে লন্ডনের ক্লাবটির। যার মধ্যে ২০১২ সালে খেতাব ঘরে তুলেছিল তারা। পাশাপাশি কোচ হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করলেন টমাস টুচেল। উল্লেখ্য, গত মরশুমে তাঁর কোচিংয়েই বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল পিএসজি’র। তবে ক্লাব ইতিহাসে প্রথমবারের জন্য ইউরােপ সেরার খেতাবি লড়াইয়ে জায়গা করে নিয়েছে নীল ম্যাঞ্চেস্টার। কোচ পেপ গুয়ার্দিওলার হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছেন কেভিন ডি ব্রুইনফিল ফোডেনরা। পক্ষান্তরে, জার্মান কোচ টমাস টুচেলের প্রশিক্ষণে দুরন্ত ছন্দে রয়েছে চেলসি। সেমি-ফাইনালে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে চূর্ণ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন। থিয়াগাে সিলভা -এনগােলাে কন্তেরা। তাই । আগামী ২৯ মে ইস্তানবুলে আয়ােজিত ফাইনালেও সেই দুরন্ত ফর্ম ধরে রেখে দ্বিতীয়বারের জন্য ইউরােপ সেরার স্বাদ পেতে মরিয়া ‘দ্য ব্লজ।
রাধে
ড্রাগের নেশা মুম্বই শহরকে প্রায় গ্রাস করে ফেলেছে। মহানগরীর জেনারেশন ওয়াই নিষিদ্ধ মাদক সেবনে। হয়ে উঠেছে অভ্যস্ত। তারা নেশায় বুদ হয়ে অলিতেগলিতে ঘুরছে। প্রায় প্রত্যেকদিনই ড্রাগের ওভার ডােজে কোনও কোনও যুবকের মৃত্যু হচ্ছে। কেউ আবার লাগাতার মাদক কিনে দেউলিয়া। শেষে আর না পেরে বহুতল থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করছে। এসব সত্ত্বেও মুম্বইতে মাদক কারবারিদের রমরমা ক্রমেই বেড়ে চলেছে। শহরে ক্রাইমের পরিমাণও লাগামছাড়া। দুষ্কৃতীদের কাছে খুন
বাড়িতে অক্সিজেন ব্যবহার
ই করােনার অতিমারীর সময়ে অনেকেই বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন। মৃদু উপসর্গযুক্ত করােনা রােগী হাসপাতালে ভর্তির দরকার পড়ে না। আর সুনামির মতাে নতুন রােগীর ঢেউয়ে অনেক সঙ্কটাপন্ন রােগীও হাসপাতালে জায়গা পাননি। করােনার চিকিৎসায় ওষুধ ছাড়াও যে জিনিসটি আবশ্যক, তা হল অক্সিজেন। ফলে অনেকেই বাড়িতে অক্সিজেন রেখে চিকিৎসা করিয়েছেন। তবে শুধু করােনা নয়; হাঁপানি, সি ও পি ডি, হার্ট ফেলিয়াের বা ক্যান্সারের অনেক রােগীর ক্ষেত্রেই বাড়িতে অক্সিজেনের দরকার পড়ে।
সর্দার কা গ্রান্ডসন
বাড়ি বদল হয়তাে অনেকেই করেছেন। নতুন জায়গায় ফ্ল্যাট বা বাড়ি কিনে উঠে গিয়েছেন। কিন্তু বাড়িকে সমূলে উৎপাটন করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতাে কাজ এদেশে এখনও পর্যন্ত শুরু হয়নি। বিদেশে অবশ্য অনেক জায়গায় বাড়ি এক জায়গা থেকে তুলে অন্য জায়গায়। নিয়ে যাওয়া হয়। টেকনিক্যাল ভাষায় যাকে স্ট্রাকচারাল রিলােকেশন বলা হয়। কিন্তু যদি ভারতেই কেউ এই রকম কাজ করতে চান, ব্যাপারটা কেমন হবে ভেবে দেখেছেন। এই রকম সমস্যাতেই পড়েছে এক ব্যক্তি (অর্জুন কাপুর)। সদ্য বিয়ে করে সংসার শুরু করেছে সে। স্ত্রী (রাকুল প্রীত সিং) সংসারী। নিপুণ হাতে ঘর গুছিয়ে রাখে। সঙ্গে থাকে তার দিদাও (নীনা গুপ্তা)। তাকে প্রচণ্ড ভালােবাসে নাতি। একদিন হঠাৎই তার দিদা জেদ ধরে বসে, সে তার জন্মস্থান দেখতে চায়। সেখানে তার স্বামীর ভিটেও ছিল। সাধ করে ঘরের প্রত্যেকটা জিনিস সাজিয়েছিল তারা। বয়স এখন তার অনেক। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। নাতিকে বলে বসে মনের কথা। জেদ ধরে বসে তাকে স্বামীর ভিটেতে নিয়ে যেতেই হবে। নাতিও সাতপাঁচ না ভেবেই তাকে কথা দিয়ে ফেলে। বলে, ঠিক আছে নিয়ে যাবে। জানতে চায় কোথায় তার সেই বাড়ি? ঠিকানা জেনে চক্ষু চড়কগাছ হয়ে যায় নাতির। সেই ঠিকানা লাহােরের। দেশভাগের আগে পাকিস্তানে থাকত তার দিদা। কিন্তু কথা দিয়ে ফেলেছে। অগত্যা কাজে লেগে পড়ে সে। পাকিস্তানে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়।
শরৎচন্দ্র ও একটি গাজনের মামলা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাওড়া জেলার সামতা গ্রামে | রূপনারায়ণ নদীর তীরে বাড়ি বানিয়ে বসবাস করতে | যান ১৯২৬ সালে। পাশে গােবিন্দপুর গ্রামে শরৎচন্দ্রের দিদি অনিলা দেবীর বাড়ি ছিল। হাওড়ার বাজে-শিবপুরে থাকার সময় প্রায়ই দিদির বাড়ি যেতেন। যেতে যেতে ওখানকার গ্রাম্য প্রকৃতিকে ভালােবেসে ফেলেন। একাত্ম হয়ে পড়েন সেই অঞ্চলের দরিদ্র মানুষ-জুনের সঙ্গে। এরপরই ওখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা মাথায় আসে শরৎচন্দ্রের। জানা যায়, প্রায় এগারােশাে টাকা দিয়ে একদম রূপনারায়ণ নদীর লাগােয়া জমি কেনেন। সেখানে বার্মিজ প্যাটার্নের দোতলা বাড়ি বানান। হয়তাে সেটি প্রথম জীবনে বর্মা বাসের স্মৃতিস্বরূপ। তার সঙ্গে ছিল পুকুর, বাগান, গােয়াল প্রভৃতি। গ্রামের একেবারে শেষ প্রান্তে। বা বেড়ে বলে শরৎচন্দ্র ঠিকানা লিখতেন, গ্রাম-সামতাবেড়, পােস্ট-পানিত্রাস, জেলা-হাবড়া’ (অনেকের মতাে শরৎচন্দ্রও ‘হাওড়া’ না লিখে ‘হাবড়া’ লিখতেন)।
পরিবারের মতামত নিয়ে ছবি নির্বাচন করি: প্রিয়ামণি
দ ক্ষিণী ছবির জগতের অত্যন্ত জনপ্রিয় নায়িকা প্রিয়ামণি। এবার একটু একটু করে হিন্দি ছবির দুনিয়াতেও তিনি সাফল্য পাচ্ছেন। ওটিটি-র দুনিয়ায় আগেই তিনি তাঁর দাপট দেখিয়েছেন। দ্য ফ্যামিলি ম্যান সিরিজের পর প্রিয়ামণিকে আবার এক ওয়েব সিরিজে দেখা গেল। অল্ট বালাজির ‘ হিজ স্টোরি’-তে এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ সুন্দরী নায়িকা প্রিয়ামণি সম্প্রতি এক টেলিফোনিক সাক্ষাৎকারে শােনালেন নানান কথা।
জুভেন্তাসের আধিপত্য খর্ব করার পথে ইন্তার মিলান
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান। ২০০৯-১০ সালের পর ফের সিরি-এ খেতাব জয়ের দোরগােড়ায় ইন্তার 'মিলান। বাকি পাঁচ ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট পেলেই সিরিএ খেতাব ঘরে তুলবে মিলানের ক্লাবটি। এই প্রতিবেদন লেখার সময়ে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্তার। সেই সঙ্গে অধরা থাকবে জুভেন্তাসের টানা ১০ বারের খেতাব জয়ের স্বপ্ন। উল্লেখ্য, ২০১১-১২ মরশুম থেকে টানা ৯বার লিগ জিতেছে তুরিনের ‘ওল্ড লেডি'। ইউরােপের সেরা পাঁচ লিগে এর আগে কোনও ক্লাব এই নজির গড়তে পারেনি। সাদা-কালাে ব্রিগেডের লক্ষ্য ছিল, চলতি মরশুমেও খেতাব জয়ের দৌড় অব্যাহত রেখে সংখ্যাটা আরও বাড়ানাের। তবে আন্দ্রে পিরলাের হাত ধরে মরশুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছে জুভেন্তাসকে। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রােনাল্ডােরা। ফলে দীর্ঘ সময় বাদে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ইতালি।
খাদ্যে ডায়েটারি ফাইবারের ভূমিকা
শরীরে শক্তি জোগানাে, স্বাভাবিক বৃদ্ধি, গঠন ও রােগ প্রতিরােধের জন্য পুষ্টিকর খাদ্য অপরিহার্য। যে সব খাদ্য ও পানীয় আমরা গ্রহণ করি, তা থেকে শরীর বিশেষ কিছু । রাসায়নিক পদার্থ অন্ত্রের মাধ্যমে শােষণ করে নেয় এবং এগুলি থেকে পুষ্টিসাধন করে। এই পৌষ্টিক উপাদানগুলি ছয় শ্রেণীর, যেগুলি হল, প্রােটিন, শর্করা, তৈল চর্বিজাতীয় পদার্থ, ভিটামিন, খনিজ লবণ ও জল।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বাংলা ২০২০
গনগনে গ্ল্যামার আর বিচিত্র বিনােদনে ঠাসা ‘ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২০' অবশেষে দেখা যাবে কালারস বাংলা চ্যানেলে। আগামী ৯ মে, সন্ধে ছ’ টা থেকে। এবার চতুর্থ বর্ষ। নানা কারণে দু’বছর স্থগিত রাখা হয়েছিল বাংলা বিনােদন জগৎকে ঘিরে আয়ােজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি। এবার ফিরল স্বমহিমায়। আরও
প্রয়াগরাজ ছুঁয়ে খসরুবাগ
প্ৰয়াগস্য প্রভেসেসূ পাপম নাশ্যতি তৎক্ষণম’, তীর্থরাজ প্রয়াগ-নগরীতে প্রবেশেই সকল পাপস্খলন হয়। ডিসেম্বরের এক কনকনে শীতের রাতে এলাহাবাদ পদার্পণে এই সাধুবাণী স্মরণে এল।