CATEGORIES
Categorías
কোন মিষ্টি খাবেন? কোন মিষ্টি খাবেন না?
বাঙালিরা যেমন নানা রকমখাবার খেতে ভালােবাসে, তেমনই আবার নানা খাদ্য নিয়ে বাঙালিদের মধ্যে কৌতূহলেরও শেষ নেই। যে কোনও বাঙালি রােগীই ডাক্তারের কাছে এসে অন্তত একবার খাবার নিয়ে। প্রশ্ন করবেনই। মাছ, মাংস বা ফল নিয়ে প্রশ্ন তাে থাকেই। কিন্তু তার থেকেও বেশি তাঁরা জানতে চান মিষ্টি নিয়ে। যেমন—
ঋষভের ছায়া থেকে বেরিয়ে আসার লড়াই ঈশানের
মহেন্দ্র সিং ধােনির পথ ধরে ঝাড়খণ্ড থেকে নতুন এক তারার উদয়বার্তা পেল। ভারতীয় ক্রিকেট। ঘটনাচক্রে তিনিও একজন উইকেটকিপার। আবার ব্যাট হাতে সংহার মূর্তি ধরতে পারেন মাহির মতােই। সম্ভাবনার পারদ চড়িয়ে সম্প্রতি ভারতের জার্সিতে অভিষেক হয়েছে ঈশান কিষাণের। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই তাক লাগিয়ে দিয়েছেন বিস্ফোরক হাফ-সেঞ্চুরি করে। জিতেছেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার। স্বভাবতই তাঁকে ঘিরে নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
২০২৩ সালে পাড়ি দেবে গগন যান
পিছিয়ে গেল গগন্যানের উৎক্ষেপন। মহাকাশযানে। মানুষ পাঠানাের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরাের এ বছরেই গগনান উৎক্ষেপণ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই অনুযায়ী যাবতীয় প্রস্তুতিও চলছিল। কিন্তু বেশ কিছু প্রযুক্তিগত পরীক্ষানীরিক্ষা চালানাের জন্য পিছানাে হয়েছে এই অভিযান। এর আগে ইসরাের প্রধান কে সিভান জানিয়েছেন, ২০২২ সালের আগে চন্দ্র্যান-৩ কে চাঁদে পাঠানাে যাবে না। কোভিড় পরিস্থিতির জন্য বেশকিছু ক্ষেত্রে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এর পাশাপাশি গগন্যানে করে মহাকাশচারী পাঠানাের ক্ষেত্রেও খুব সতর্ক হয়েই এগতে চাইছে। ইসরাে। কারণ মহাকাশচারীদের শুধু রকেটে করে পাঠালেই হল না, তাদের পৃথিবীতে নিরাপদে ফিরিয়ে আনতে হবে। তাই এই অভিযানে নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ফাঁকফোকর রাখতে চায় না ইসরাে।
হিন্দি গানের কনসার্ট
সাতের দশকের হিন্দি সাগনেমার গানে এক ঝাঁক নতুন তারকার জন্ম হয়েছিল। সুরকার থেকে গীতিকার, গায়ক থেকে গায়িকা নতুন গানের ডালি নিয়ে গােটা এক দশক মাত করে রেখেছিলেন। শ্রোতাদের। কিশােরকুমার, মহঃ রফিদের পরবর্তী সময়ে আটের দশকে অমিত কুমার, শৈলেন্দ্র সিং, মহঃ আজিজদের মতাে শিল্পীরা যথেষ্ট পরিচিতি পান। নয়ের দশকে কুমার শানু, অভিজিৎ, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পড়ােয়াল, সাধনা সরগম গানে। গানে মাতিয়ে রেখেছিলেন আসমুদ্রহিমাচল।
মহানায়কের বায়ােপিক অচেনা উত্তম
সময়টা ছয়ের দশক। নতুন একটা ছবির প্রস্তুতিপর্বের ঘােষণা করা হবে। স্টুডিওতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহানায়িকা সুচিত্রা সেনের জন্য। কিছুক্ষণের মধ্যেই তিনি এলেন। তাঁর আগমনের মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করার জন্য ফটোগ্রাফারদের মধ্যে চাঞ্চল্য লক্ষ করা গেল। সেই স্মৃতি ফিরে এল বহুযুগ পর। এই কদিন আগে প্রায় সেই একইরকম ঘটনা ঘটল মধ্য কলকাতার একটি পাঁচতারা হােটেলের প্রবেশ পথে ঋতুপর্ণা সেনগুপ্তকে ঘিরে। তখনও ঘােষণা হয়নি যে তিনি সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবেন।
বসন্তে অরণ্যে
শীতের রুক্ষতার পর, বসন্তের আগমনে যখন গাছের শাখায় উকি মারে নতুন কচিপাতা, তখন যেন অরণ্য সেজে ওঠে এক নতুন রূপে। তখন তার কী বাহার! আর যদি সেই অরণ্যে থাকে পলাশ, কৃষ্ণচূড়া, শিমুল—তখন তা যেন শিল্পীর ক্যানভাসে । আঁকা ছবি। চলুন, ঘুরে আসি এ রাজ্য ও তার আশপাশের কয়েকটি অরণ্য থেকে।
মিথ্যাচারের রাজনীতি
বিপদে পড়লেই নিজের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার কু-প্রবৃত্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি এখনও ছাড়তে পারেননি। ঠিক যেভাবে আজও পেট্রলডিজেলের মূল্যবৃদ্ধির দায় আগের সরকারগুলির ঘাড়ে চাপিয়ে দেন মােদি। বলেন, সেই আমলের গাফিলতিতেই ভারতে পেট্রলিয়ামের ক্ষেত্রে আমদানি-নির্ভরতা কমেনি। নচেৎ, মধ্যবিত্তকে আজ এই দুঃসহ পরিস্থিতির সম্মুখীন হতে হতাে । কিন্তু আমআদমির কাছে এটা স্পষ্ট, প্রধানমন্ত্রীর অন্য অনেক দাবির মতাে এই দাবিতেও সত্যের ভাগ তুলনায় কম।
সিডনি রাইটার্স ওয়াক কবির সঙ্গে পায়ে পায়ে
দেশ অস্ট্রেলিয়া। শহর সিডনি। এ শহরের নামযশ প্রধানত দুটি কারণে। এক, শহরের অতুলনীয় সৌন্দর্য। ঝকঝকে রাস্তাঘাট, সাজানাে-গােছানাে দোকানপাট। আধুনিক, আকাশছোঁয়া অট্টালিকার পাশাপাশি ইতিহাসের পাতা থেকে উঠে আসা বাড়িঘর। এছাড়া আধুনিক যে কোনও নির্মাণই প্রকৃতির সঙ্গে পাল্লা দেওয়ার উপযুক্ত শিল্প হয়ে
মঞ্জীর নৃত্য সংস্থার কর্মশালা
সম্প্রতি বজবজ মঞ্জীর নৃত্য সংস্থার উদ্যোগে দীপাঞ্জন বক্সির পরিচালনায় এক কর্মশালা অনুষ্ঠিত হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশি নৃত্যাঙ্গনা গুরু সঞ্চিতা। ভট্টাচার্য, অভ্রজিৎ চক্রবর্তী, সম্পূর্ণা চক্রবর্তী, শংকর দত্ত, সমাজসেবী কমলেশ সিং, কত্থক নৃত্যশিল্পী শৌভিক চক্রবর্তী, বাপন বিশ্বাস সহ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সাইন
রাস্তায় হাঁটা আর রাস্তা তৈরি করা কিন্তু এক নয়। দুটো এক্কেবারে অন্য জিনিস। নিজের পথ তৈরির করার কথা ভাব। ছােট্টবেলাতেই মেয়ে সাইনাকে (পরিণীতি চোপড়া) একথা বুঝিয়ে দিয়েছিলেন মা উষারানি (মেঘনা মালিক)। মেয়েও কিন্তু মাকে হতাশ করেনি। ছােট বেলাতেই আর পাঁচটা মধ্যবিত্ত বাড়ির মেয়ের মতাে রান্নাবাটি খেলেনি। বরং হাতে তুলে নিয়েছিল ব্যাডমিন্টন র্যাকেট। মায়ের ইচ্ছা আর মেয়ের চেষ্টায় হায়দরাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে সিলেকশন হয়ে যায় সাইনার। এরপর অন্ধ্রপ্রদেশ স্টেট সাব জুনিয়র কম্পিটিশনে চ্যাম্পিয়ন। একে একে জিততে থাকে অন্য কম্পিটিশনও। মেডেল-ট্রফিতে ঘর ভরে যায়। তারপর কোচ গােপীচাঁদের (মানব কল) প্রশিক্ষণ শিবিরে নাম লেখায় সাইনা। কোচের এমন প্লেয়ার চাই যে জয় ছাড়া আর কিছুই ভাবে না। প্রশিক্ষণরত উঠতি প্লেয়ারদের সামনে এক অদ্ভুত প্রশ্ন করে বসেন কোচ। বলেন, এঘরে এমন কে আছে যে নিজেকে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলােয়াড় হিসেবে মনে করে? এক মুহূর্ত সময় না নিয়ে, নির্দ্বিধায় হাত উপরে তােলে সাইনা। আর কী।
বয়স থাবা বসাচ্ছে লড়াকু হাবিবের শরীরে
মার্চের তৃতীয় দিন। সন্ধ্যা ক্রমশ গভীর হচ্ছে। মােহন বাগান। তাঁবুতে শেষ হয়েছে প্রদীপ ব্যানার্জি-চুনী গােস্বামীর স্মরণসভা। ঐতিহাসিক লন থেকে বেরলেন বড়ে মিয়াঁ। মহম্মদ হাবিব। দুই অনুরাগীর সহযােগিতায় কোনওরকমে উঠলেন গাড়িতে। কিছুক্ষণ আগে ক্লাবের ভিতরে ফটোসেশনের সময় চেয়ারে বসতে হয়েছিল তাঁকে। সুব্রত ভট্টচার্য প্রদীপ চৌধুরিরা তাে হাবিবকে দেখে অবাক। লড়াকু বাবলু তাে বলেই ফেললেন, ‘বড়ে মিয়াঁ, তােমার শরীর পুরােপুরি ভেঙে গিয়েছে।
সৎকার
চালির বাঁশটা কাঁধে নিয়ে নিজের লােককে প্রথম ক’পা | হাঁটতে হয়। বল হরি আওয়াজ ওঠে, বিড়বিড় করে তাতে একটু গলা মেলাতে হয়, তারপর অভিজ্ঞ শক্তসমর্থ কেউ একজন এসে সে বাঁশ নিজের কাঁধে নিয়ে নেয়। পুরাে রাস্তাটা মড়ার বাঁশ কাঁধে নিয়ে হাঁটাআনাড়িদের পক্ষে চাপ আছে। চারজন বাহকের হাইট কাছাকাছি হওয়া চাই, হাঁটার তাল মেলা চাই, নাহলে মুশকিল।
বলিউডের নামে অহেতুক কুৎসা করা হয়: সায়নী
অভিনেত্রী সায়নী দত্ত। টলিউডের অত্যন্ত পরিচিত মুখ। একাধিক ছবিতে কাজ করেছেন। বর্তমানে টলিউড ছেড়ে হিন্দি ছবির দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েছেন। আগামী ১৯ মার্চ জি ফাইভে তাঁর অভিনীত ভৌতিক ছবি ‘দ্য ওয়াইফ’ মুক্তি পাবে। ছবির নায়ক গুরমিত চৌধুরী। বলিউডে নিজের অভিষেক ছবি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। সম্প্রতি এক টেলিফোনিক আডড়ায় তিনি শােনালেন তাঁর জীবন আর বলিউড প্রসঙ্গে কিছু কথা।
ফিরে এলাম
কম সুদে স্টাফদের গাড়ি কেনার লােন— সার্কুলারটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই বাকি সকলের মতাে আমিও গাড়ি কিনব বলে ঠিক করলাম। কেনার আগে ড্রাইভিং স্কুলে দশ দিনের ট্রেনিং নিলাম। ব্রাঞ্চ ম্যানেজার বললেন, ট্রেনারের পায়ের কাছে ব্রেক গিয়ার সব থাকে—ভালাে চালায় এমন কারও কাছে হাত সেট করে তবে চালাবেন। কথাটা শুনে ভয় ধরে। গেল। এক সহকর্মী ইদানীং খুব হাত দেখা শুরু করেছে। হাতটা নিয়ে অনেক হিসেবনিকেশের পর ভীতিজনক মন্তব্য করল, দুর্ঘটনা। থেকে সাবধান! আমি কিন্তু ঠিক করলাম গাড়ি নিজে চালাবই।
ডোভার লেন মিউজিক কনফারেন্স
পণ্ডিত যশরাজ স্মরণে ৬৯তম বার্ষিক ডােভার লেন মিউজিক কনফারেন্স সম্প্রতি নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল। চারদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে বিশিষ্ট সাহিত্যিক অমিত চৌধুরী কণ্ঠসঙ্গীত পরিবেশন করেন। তবলায় অশােক মুখার্জি এবং হারমােনিয়ামে হিরণয় মিত্র সহযােগিতা করেন। সরােদিয়া সিরাজ আলি খান রাগ হেমবেহাগ
পান খাওয়ার উপকারিতা
‘পান খায়াে রসিক জামাই কথা কয়াে ঠারে পানের জন্ম হইল কোন অবতারে?
দুটি সুর যেখানে মিশে যায়
আমার বড় ফুপুর গ্রামেই বিয়ে হয়েছে। ফুপুদের ঘরের পাশেই লেউল গরাইয়ের বাড়ি। বলা চলে একটাই উঠোন। ছােটবেলায় ফুপুদের বাড়িতেই সারাটাক্ষণ পড়ে থাকতাম। ফুপুর সেজো ছেলে খাইরুল, আমার সমবয়সি। দু’জনে কাদা দিয়ে ছ’চাকার লরি বানাতাম, ডিজে বক্স তৈরি করতাম। লেউল গরাইয়ের নাতি তাপস আমাদের সঙ্গে খেলতে আসত। ভাত খাবার সময় হলে আমাদের তিনজনকেই ভাত বেড়ে দিত ফুপু। কোনওদিন বুঝতেই পারিনি তাপস অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের ছেলে। পিসিদের বাড়িরই একজন সদস্য ভাবতাম।
নতুন পরিচালকের নতুন ছবি
সময়ের সঙ্গে সম্পর্কের | বিনিসুতােগুলাে কি আরও আলগা হয়ে যাচ্ছে? তাহলে এত দাম্পত্য বিচ্ছেদ কেন? বদলে যাওয়া মূল্যবােধ আর আর্থ-সামাজিক পরিস্থিতিই কি বাঁধুনিটাকে অনিশ্চিত করে তুলছে? লিভ ইন সম্পর্কও স্থায়িত্ব দিতে পারছে দুই নর-নারীর সহাবস্থানকে। তাহলে কি কোথাও দায়িত্ব নিতে ভয়, অনীহা? এহেন আত্ম-অনাস্থার প্রবণতাকে বিষয় করে দিল্লি প্রবাসী বঙ্গসন্তান অঞ্জন কাঞ্জিলাল তৈরি করেছেন পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘সহবাসে। শুটিং শেষ হয়েছিল ২০১৯ সালে। করােনা পরিস্থিতির জেরে এতদিন ক্যামেরাবন্দি হয়ে পড়েছিল ছবিটি। যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি দেখানাে হয়েছে। প্রশংসিতও হয়েছে। অবশেষে ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১২ মার্চ।
প্রেমের জোয়ারে
আরােহণ ও নিউ থিয়েটার্সের যৌথ প্রয়াসে সম্প্রতি তপন থিয়েটারে হয়ে গেল দুটি পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রেমের জোয়ারে। প্রথম পর্বে আরােহণের প্রযােজনায় এবং
জমে উঠেছে গানের লিগ
রিয়েলিটি শাে মানেই নতুন প্রতিভার অন্বেষণ— এটাই চিরাচরিত ধারণা। কিন্তু ধরুন যদি এমন হয়, মাউথপিসে গান গাইছেন একদল প্রতিষ্ঠিত শিল্পী, আর তাঁদের বিচার করছেন স্বয়ং জনতা জনার্দন। খানিকটা অবিশ্বাস্য লাগলেও জিটিভিতে গত মাস থেকে শুরু হয়েছে এমনই এক গানের রিয়েলিটি শাে। আর যার পােশাকি নাম‘ইন্ডিয়ান প্রাে মিউজিক লিগ। ছ’টি দলের মধ্যে টান টান লড়াই শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। শুরু থেকেই জমে গিয়েছে গানের লড়াই।
চুনীর আলােয় আলােকিত অনন্যা' বাসন্তী
স্বামীর বহুমুখী প্রতিভার কথা বলতে | গিয়ে ভারী হয়ে গেল কণ্ঠস্বর। চোখের জলে সিক্ত চশমার কাচ। চোখ দুটি বন্ধ করে ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হলেন বাসন্তী গােস্বামী। পরিচয়, ভারতের সর্বকালের সেরা শিল্পী ফুটবলার চুনী গােস্বামীর স্ত্রী।
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
লম্বা কালাে গাড়ির দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক ডাকসাইটে সুন্দরী। মাথায় লাল রঙের বড় টিপ। শ্বেতশুভ্র শাড়ি। ধূমপানরত অবস্থায় জ্বলজ্বলে চোখে। তাকিয়ে রয়েছে। চোখে আত্মঅহংকারের ঝলকানি। রােয়াব নিয়ে সামনে থাকা একজনকে বলল, মাথা উচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাক। কাউকে ভয় পাবে না। কোনও পুলিস, বিধায়ক, মন্ত্রী কাউকে না। কারও বাবাকেও ভয় পাবে না।
ওলিম্পিকসই লক্ষ্য সা নি য়া রা।
সে রেনা উইলিয়ামস, মেরি কম ও সানিয়া মির্জা। তিন | ক্রীড়াবিদের মধ্যে মিল কোথায়? উত্তরটা হল, মা হওয়ার পর তাঁরা প্রত্যেকেই নিজেদের জগতে স্বমহিমায় ফিরে এসেছেন। সম্প্রতি আন্তর্জাতিক মহিলা দিবসে তিনজনেই বলেছেন, ইচ্ছা থাকলেই উপায় হয়! মা হওয়ার পরও পেশাদার ক্রীড়া জীবন নতুন করে শুরু করা যায়।
আহার করুন বুঝেশুনে
আধুনিক সভ্যতার অগ্রগতিতে আমাদের জীবনশৈলীর | পরিবর্তনের সঙ্গে বিবর্তিত হয়েছে খাদ্যাভ্যাসও। যে খাদ্য একসময় রােগ প্রতিরােধ করত সেই খাদ্য এখন অনেক রােগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জীববৈচিত্র্য নষ্ট হওয়ায় খাদ্যের বিবর্তন ঘটেছে। এর ফলে ডায়রিয়া থেকে ক্যান্সার প্রায় দু’শােটিরও বেশি রােগে মানুষ ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দূষিত খাবার থেকে প্রতিবছর বিশ্বে প্রায় চার লক্ষ কুড়ি হাজার মানুষ মারা যান।
ধর্মসঙ্কটে সিপিএম।
নাৎসি জার্মানির ইতিহাসটা মনে পড়ে? ১৯৩৩ সালে হিটলার ক্ষমতায় না আসা পর্যন্ত সেখানে কমিউনিস্ট আর সােশ্যাল ডেমােক্রাটরা নিজেদের মধ্যে খেয়ােখেয়ি করে গিয়েছে, হিটলারকে ঠেকানাের যথেষ্ট চেষ্টা করেনি। আর ক্ষমতায় এসে হিটলার বেছে বেছে কমিউনিস্টদেরই নিধন করেছিল। পশ্চিমবঙ্গের বামেদেরও সেই রকম অবস্থা।
তু ল সী
তুলসীর ভেষজ গুণের সঙ্গে আমরা সকলেই পরিচিত। ভারতীয় উপমহাদেশের অসংখ্য অধিবাসী তাঁদের বাড়িতে এই গাছটি রাখেন এবং একে দেবী হিসেবে পূজা করেন। ৫ হাজার বছর আগে ঋগ্বেদে তুলসীর ভেষজ গুণের বর্ণনা পাওয়া যায়। তুলসীতে ইউজেনল, মিথাইল ইউজেনল, ভােলাটাইল অয়েল, সাইটোস্টেরল, লিউটিওসিন, এপিজেনিন প্রভৃতি জৈব যৌগ আছে যেগুলি তুলসীর অতুলনীয় ভেষজ গুণের জন্য দায়ী।
গ্রাম বাংলার শিকড়মাটি
বিরােধের পিঠে মিলনের একটা তিরতিরে ইচ্ছে-নদী চিরকালই বহমান। এই ইচ্ছেটুকু বাংলার জলমাটির আত্মগরিমা। যা শত আঘাতেও ছিন্ন হয় না। তবে সময়ের আঘাতে সম্পর্কে আঁচড় কাটে বিশ্বাস-অবিশ্বাসের টানাপােড়েন। যদিও তা ক্ষণস্থায়ী। ক্ষমতা যতই আমাদের বিরােধ শেখাক, বিতৃষ্ণা আর অবিশ্বাসের কুমন্ত্রণা দিক বার বার তা রুখে দেয় মানবিকতাই। সেই ভালােবাসার আখর নিয়েই এই কাহিনির পথচলা—
যােগফলস
যােগ বা যােগফলসে যাওয়ার যােগাযােগহঠাৎই যেন হাতে এসে গেল। কয়েক বছর আগে বেঙ্গালুরুতে এসেছিলাম একটা কাজে। আগেও এখানে এসেছি। কিন্তু যােগে যাওয়া হয়ে উঠেনি। যদিও যাওয়ার একটা বাসনা বরাবরই ছিল। এবার হাতে ক’দিন বাড়তি সময় থাকায় তার সদ্ব্যবহার করতে আর দেরি করলাম না। বেঙ্গালুরু সিটি স্টেশন (নতুন নাম কে.এস.আর. বেঙ্গালুরু) থেকে তাই এক রাতে রওনা হলাম যােগফলস বা যােগপ্রপাতের উদ্দেশে। মহীশূর থেকে একইভাবে ট্রেনে যাওয়া যায়।
উ ডু ম্ব রা
মা শবক নামে এক মণিকারপুত্র তক্ষশিলায় গিয়ে সুবিখ্যাত আচার্যের কাছে শিক্ষা সমাপ্ত করেছিলেন। মিথিলাবাসী মাণবকের খুব অল্প সময়ের মধ্যে সমস্ত পাঠ অধিগত হয়েছিল। তিনি সহপাঠীদের মধ্যে সর্বাধিক মনােযােগী ছাত্র ছিলেন। তাই দ্রুত পাঠ সমাপ্ত করে আচার্যের কাছে বিদায় প্রার্থনা করলেন। এদিকে সেই আচার্যের পারিবারিক রীতি ছিল যে গৃহে বয়ঃপ্রাপ্তা কোনও কুমারী কন্যা থাকলে চতুষ্পঠীর সবথেকে উৎকৃষ্ট পাত্রের হাতে তাকে সমর্পণ করতে হবে। এই আচার্যেরও অপরূপ সুন্দরী একটি কন্যা ছিল। তিনি মাণবককে বললেন, ‘বৎস, কুলধর্ম অনুযায়ী আমি তােমাকে আমার কন্যাদান করব। তুমি তাকে নিয়েই গৃহে ফিরবে। এদিকে এই মাণবক পাঠগ্রহণে মনােযােগী হলেও অতি হতভাগ্য ছিলেন। অপরদিকে আচার্যের কন্যা ছিলেন মহাপুণ্যবতী। সুতরাং গ্রহসন্নিবেশ বিপরীত হওয়ায় ফলে মাণবক কন্যাকে দেখে মােটেই পছন্দ করলেন না। কিন্তু তাঁর অপছন্দের কথা ব্যক্ত হলে পাছে আচার্য অসন্তুষ্ট হন, এই মনে করে বিবাহে সম্মতি জানালেন। আচার্য নিজ কন্যার সঙ্গে মাণবকের বিবাহ দিলেন। বিয়ের রাত্রে মণবক অলঙ্কৃত শয্যায় শয়ন করেছিলেন, কিন্তু যেই পত্নী সেই শয্যায় এসে বসলেন সঙ্গে সঙ্গে তিনি মাটিতে গিয়ে শয়ন করলেন। আচার্য কন্যাও তা দেখে মাটিতে এসে শয়ন করলেন। তাঁকে মাটিতে শয়ন করতে দেখে মাণবক আবার খাটে উঠে শুয়ে পড়লেন। আচার্য কন্যাও স্বামীকে অনুসরণ করে আবার খাটের উপর শয্যা গ্রহণ করলেন। মাণবক আবার খাট থেকে মাটিতে নেমে এলেন। এরকম হওয়ারই কথা ছিল কারণ, অলক্ষ্মী কখনও লক্ষ্মীকে সহ্য করতে পারে না। তাই আচার্য কন্যা আর মাটিতে না নেমে পালঙ্কেই শয়ন করলেন। এভাবে আচার্যগৃহে মাণবকের এক সপ্তাহ কাটল। তারপর স্ত্রীকে নিয়ে গৃহের উদ্দেশে যাত্রা করলেন।
ছােট ভটচায্যির কর্মপ্রাপ্তি
জানবাজারের রানি রাসমণি তীর্থ করতে কাশীধাম। যাওয়ার পরিকল্পনা করেছিলেন। জানবাজার কোনও সাম্রাজ্যের নাম নয়, কলকাতার একটি এলাকা। রাসমণিও কোনও রাজমহিষী নন, ‘রানি’ তাঁর শৈশবের ডাকনাম। গুরুজনদের দেওয়া আদুরে নামটির পাশে তাঁর পােশাকি নাম বসিয়ে এই তেজস্বিনীর পরিচয় তৈরি হয়েছিল ‘রানি রাসমণি'। সাধারণ মানুষ বলত ‘রানিমা। স্বামী রাজচন্দ্র দাসের মৃত্যুর পর চুয়াল্লিশ বছর বয়সে রাসমণি যে বিপুল সম্পত্তির উত্তরাধিকারিণী হয়েছিলেন তাতে এমন অভিধা অবশ্য তাঁর পক্ষে বেমানান ছিল না। তার ওপর, দরিদ্রের প্রতি অকুণ্ঠ সাহায্যে, ব্রিটিশ শাসকের অন্যায়ের দৃপ্ত প্রতিবাদে, লক্ষ্য পূরণের নাছােড় জেদে তিনি সত্যিই যেন সাম্রাজ্ঞী।