বগুরান-জলপাই কাঁথি থেকে মাত্র ১০ কিমি দূরে এক মোহময়ী, নিরালা নির্জন সাগরবেলা। এখানে প্রকৃতি যেন তার সবটুকু রূপরস গন্ধ উজাড় করে ঢেলে দিয়েছে। বঙ্গোপসাগর এখানে আপন মনে বয়ে চলেছে। দিগন্ত বিস্তৃত সোনালি বালির বেলাভূমি। কোথাও নেই শহুরে জীবনের ব্যস্ততা। চারদিকে যেন অপার শান্তি। ভোরবেলা সমুদ্রের বুক চিরে যখন উদিত হন সূর্যদেব, আর গোধূলির সময় যখন তিনি পাটে বসেন, তখন সেই উদীয়মান আর অস্তগামী সূর্যের রক্তিম আভা সাগরের নীল জলে প্রতিফলিত হয়ে আরও স্বপ্নিল করে তোলে। এখানে সমুদ্রের ধারে বসে এই ছবি দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে চলে যায়, টেরই পাওয়া যায় না। এই সৈকতের আশেপাশেই রয়েছে জেলেদের গ্রাম। তবে এখানেও থাকার কোনও ব্যবস্থা নেই। থাকতে হবে কাঁথিতে। কাঁথি থেকে গাড়ি নিয়ে এসে ঘুরে যেতে হবে। কাঁথি থেকে এই স্পটে আসতে সময় লাগে মাত্র ২০-২৫ মিনিট। দূরত্ব ১০ কিমি।
ভোগপুর (পূর্ব মেদিনীপুর । কাঁথি থেকে মাত্র ১৬ কিমি দূরে এক অপূর্ব সুন্দর সমুদ্রসৈকত ভোগপুর। ভোগপুর সমুদ্র সৈকতের আসল সৌন্দর্যই হল এর অপার্থিব নির্জনতা, অনাবিল নৈসর্গিক পটভূমি, কোলাহলহীন বিস্তীর্ণ বালুকাবেলা আর সমুদ্রের নীল রং-এর সঙ্গে আকাশের
নীল রং-এর মিশে যাওয়া। এখানে রয়েছে বেশ কয়েকটি মাছের ভেড়ি। কাছেই নুন তৈরির একটি কারখানা। আর আছে ঝাউগাছের সারি। সমুদ্র ও ঝাউবিথির
মাঝে বালুকাবেলা। সব মিলে মন ভালো করে দেওয়ার মতো এক ছবি এই ভোগপুর। ভোগপুর যাওয়া যায় দু’ভাবে। কাঁথি অবধি বাস বা ট্রেনে এসে সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যায় ভোগপুর। সময় লাগে প্রায় ২৫-৩০ মিনিট। দূরত্ব মাত্র ১৬ কিমি। আবার আসা যায় কাছেরই আর এক জনপ্রিয় ট্যুরিস্ট স্পট মন্দারমণি থেকে কোস্টাল ট্রেক করেও। ভোগপুরে থাকার তেমন কোনও ব্যবস্থা নেই। কাজেই কাঁথিতে থেকে সারাদিন
ভোগপুর বিচের সৌন্দর্য উপভোগ করে আবার কাঁথিতে ফিরে রাত্রিবাস করাই শ্রেয়। প্রসঙ্গত জানিয়ে রাখি, ভোগপুর যাঁরা বেড়াতে যাবেন, তাঁরা একই যাত্রায় ঘুরে নিতে পারেন চাঁদপুর-শৌলা থেকেও। দুটি স্পটই সমান আকর্ষণীয়। শৌলায় রয়েছে মাছের আড়ত। কাঁথি থেকে সামান্য দূরে এই দুটি স্পট। ভোগপুর যাওয়ার পথেই পড়ে।
هذه القصة مأخوذة من طبعة November 2023 من Sarir O Sasthya.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 2023 من Sarir O Sasthya.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
প্রাপ্তবয়স্কদের হাঁটু ব্যথার খুঁটিনাটি
পরামর্শে পিজি হাসপাতালের অস্থিরোগ বিভাগের প্রধান ডাঃ মুকুল ভট্টাচার্য
কোমরে ব্যথা মানেই অপারেশন নয়
পরামর্শে কোঠারি হাসপাতালের স্পাইন সার্জেন ডাঃ সৌম্যজিৎ বসু
গেঁটে বাতে নাজেহাল ? সমাধান কী?
পরামর্শে বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
ঘাড়ে ব্যথার কারণ ও উপশম
পরামর্শে অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ অভিজিৎ কানুনগো
সারিয়ে ফেলুন ফ্রোজেন শোল্ডার
পরামর্শে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডাঃ কিরণকুমার মুখোপাধ্যায়
হাঁটু প্রতিস্থাপনের খুঁটিনাটি জানুন
পরামর্শে বেলভিউ ক্লিনিকের অর্থোপেডিক সার্জেন ডাঃ সন্তোষ কুমার
ঘাড়ে, কাঁধে, কোমরে, হাঁটুতে ব্যথায় ফিজিওথেরাপি
পরামর্শে হাওড়া জেলা হাসপাতালের ফিজিওথেরাপিস্ট অর্পণ মণ্ডল
হাঁটুর ব্যথা বেদনায় আকুপাংচার
কেন্দ্রীয় সরকারের উৎসাহ ও সাহায্যে বিভিন্ন গবেষণা মন্ত্রণালয়ের অধীনে আকুপাংচার চিকিৎসা ও তার রোগ নির্ধারণ পদ্ধতি নিয়ে একাধিক গবেষণামূলক কাজ হয়েছে।
কাঁধ, ঘাড়, কোমর, হাঁটু সহ জয়েন্টের ব্যথার উপশমে হোমিওপ্যাথি
লিখতে লিখতে হাতে ব্যথা হলে কাস্টিকাম, কিউপ্রাম মেট, ব্রকাইগ্লটিস, স্টানাম মেট উপযোগী।
আয়ুর্বেদে ঘাড়, কোমর, হাঁটু ব্যথার চিকিৎসা
পরামর্শে বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ দেবাশিস ঘোষ