CATEGORIES
Kategoriler
মেসিহীন বার্সেলােনা
কোটি কোটি অনুরাগীর হৃদয়। প্রাণাধিক প্রিয় ক্লাব থেকে বিদায়লগ্নে আবেগের কাছে বশ মানলেন বাঁ পায়ের জাদুকর। কাঁপা কাঁপা কণ্ঠে জানালেন, ‘ঘাের অনিচ্ছা সত্ত্বেও আজ বিদায় নিতে হচ্ছে। ভাবিনি, এভাবে চলে যেতে হবে। চেয়েছিলাম, কেরিয়ারের অন্তিম ম্যাচটা ক্যাম্প ন্যু’র ভরা স্টেডিয়ামের সামনে খেলতে।
নীরজের লক্ষ্য ভেদ
জ্যাভেলিন থ্রোয়ার না হলে | কী হতেন নীরজ চোপড়া? টোকিও ওলিম্পিকসে সােনা জয়ী এই অ্যাথলিটের বাবা ও মাকে এই প্রশ্ন করেছিল মিডিয়া। তাঁরা বলেছেন, “দেখুন, ছােটবেলায় দুষ্টুমি করে মৌচাক লক্ষ্য করে ঢিল ছুড়ত নীরজ। প্রথমে আমরা ব্যাপারটায় খুব একটা গুরুত্ব দিইনি। পরে দেখলাম, মৌচাকে অব্যর্থ লক্ষ্যভেদ করছে সে। আর আশপাশে মৌমাছি ছড়িয়ে পড়ে বাড়ছে বিপদ। তখন বুঝলাম, নিশানায় অবিচল নীরজ। কিন্তু ঢিলের পরিবর্তে তুলে দিতে হবে অন্যকিছু। এটাই নাটকীয় মােড় নীরজের জীবনে।
ভুল করে আবিষ্কার
সালটা ১৮৭৯ কিছু রাসায়নিক পদার্থ নিয়ে ল্যাবরেটরিতে গবেষণায় ডুবে আছেন এক তরুণ রাশিয়ান বিজ্ঞানী। কনস্টাইন ফালবার্গ গবেষণা করছিলেন। উলুইন নামের এক যৌগিক পদার্থের ওপর। দিন রাত কাজ করছেন তিনি। ভুলেছেন নাওয়া-খাওয়া। বিজ্ঞানীর অদম্য উৎসাহে কাজও এগিয়ে চলছে।
দুই বই বিক্রেতার গল্প
দুজন দুই মেরুর বাসিন্দা। একজন পাঁড় সমাজতান্ত্রিক বিপ্লবী, আরেকজন কট্টর ইসলামপন্থী বিপ্লবী।
লেক নাকুরুর আঙিনায়
বাঙালির শিরায় শিরায় অ্যাডভেঞ্চার আকুতি। এ কথা কতদিন আগে বলে দিয়ে গিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাই চাঁদের পাহাড়ের শংকর আফ্রিকায় পাড়ি দিয়েছিল। আমারও মননে তাই ঘাঁটি গেড়ে বসেছে সেই মহাদেশ, আফ্রিকা। সেই অপ্রতিরােধ্য সুদূরের ডাকে সাড়া না দিয়ে কি পারা যায়? এবারের গন্তব্য তাই মাসাইমারা অভয়ারণ্যের দেশ কেনিয়া।
চিপসের শুরু
আলুর উপর বাঙালির অসীম টান। আর চটপটা | চিপস হলে তাে জমে যায় যে কোনও আড়া। আলু থেকে তৈরি হওয়া মুচমুচে চিপসের দখলে ইউরােপ থেকে | এশিয়া, আমেরিকা থেকে আফ্রিকা সব মহাদেশই।।
কলকাতা ট্রামের কড়চা
এক লক্ষ টাকা ব্যয়ে শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত লাইনের কাজ শেষ হওয়ার পর ওই মাসেই ২৪ তারিখে ঘােড়ায় | টানা ট্রাম চালু হয়। সেই গাড়িটিতে ছিল একটি প্রথম শ্রেণী, দুটি দ্বিতীয় শ্রেণীর কামরা।
আরব সাগর ও সৈকতের গল্প
এ বার চলেছি কর্ণাটকের বাদামি থেকে কারােয়ার পথে আরব সাগরের তীরের কয়েকটি বিচ দেখতে। পাড়ি দিতে হবে ২৬৭ কিমি রাস্তা, যাত্রা পথের প্রাকৃতিক সৌন্দর্যের কোনও তুলনা হয় না। এই পথে আগেই হাম্পি, হসপেটের স্থাপত্য ভাস্কর্য দেখে নেওয়া যায়।
খুব সাধারণভাবে বিয়ে করতে চাই: কৃতী খারবান্দা
কৃতি অভিনীত একাধিক ছবি ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে ‘শাদি মে জরুর আনা’, ‘হাউসফুল ফোর’, ‘পাগলপন্তি’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার তিনি পারিবারিক এক হাসির ছবি ‘১৪ ফেরে’-তে। সম্প্রতি এক সর্বভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। এক সাক্ষাৎকারে বলিউড-সুন্দরী, অভিনেত্রী কৃতী খারবান্দা শােনালেন সেই ছবি ছাড়াও তাঁর জীবনের নানা টুকিটাকি কথা।
ম্যাজিক মজি মশলা
নবাব ওয়াজেদ আলির এক খাস বাবুর্চি ভাগ্যিস কলকাতাকে বিরিয়ানির স্বাদ চাখতে শিখিয়েছিল। সেই বিরিয়ানিই | মুর্শিদাবাদের গুলশন বেগমকে বিখ্যাত করে দিয়েছিল। অসাধারণ সুন্দরী ছিলেন গুলশন খালা। ব্যবহারটাও ভারী মিষ্টি। এক একটা মানুষের মুখে এবং কথাবার্তায় একটা আলগা মায়া জড়িয়ে থাকে। এমন মানুষটাই বিয়ের এক বছরের মাথায় স্বামীকে ত্যাগ করে চলে এসেছিলেন বাপের বাড়ি। সেখানে এসে ভাইদের সঙ্গে তুমুল ঝগড়া করে নিজের সম্পত্তির ভাগ আদায় করতে সমর্থ হয়েছিলেন।
ডাঃ আশীষ কুমার শাসমল
বদহজম বা ডিসপেপসিয়া: ‘ডিস’ মানে ডিফিকাল্ট এবং পেপসিয়ার অর্থ ডাইজেশন। অর্থাৎ সব মিলিয়ে দাঁড়াল হজমের গােলমাল বা বদহজম। পেট ব্যথা ও অস্বস্তির উপসর্গ দিয়ে শুরু হয় অসুখ। অল্প খেলেই পেট ভরে যায়। খাবার পর ঢেকুর ওঠে, পেট ফুলে যায়, কারও আবার বমিবমিভাব বা বমি হয়েও যায়।
রূপকথার উত্থান লাভলিনার
এত শান্ত মেয়ে হতে পারে একজন বক্সর!
বেতলা থেকে নেতারহাট
ট্রেনটা যখন বারাওডি স্টেশনে এসে | দাঁড়াল তখন রাত প্রায় এগারােটা। এত রাতে এই নির্জন স্টেশনে গাড়ি তাে দূরে থাক, লােকজন খুঁজে পাওয়াই।
জিরাফের মতাে লম্বা ছিল গন্ডার
হাস ছিল, শজারু, (ব্যাকরণ মানি না), হয়ে গেল ‘হাঁসজারু’ কেমনে তা জানি না। সুকুমার রায়ের ‘খিচুড়ি’ কবিতার এই লাইনটি আমরা অনেকেই জানি।
আড়িপাতার কেলেঙ্কারি।
রাহুল গান্ধী বলেছেন, দেশদ্রোহ। রণদীপ সিং | সুরজেওয়ালা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আইনের শাসন যিনি চালাতে পারেন না তাঁর দেশ শাসন করবার যােগ্যতা নেই। পেগাসাস রীতিমতাে ঝড় তুলেছে দেশের বিরােধী শিবিরে।
হাঙ্গামায় সাড়া দিল না দর্শক
সিমলার মনােরম দৃশ্য। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে | নির্দিষ্ট ছন্দে ছুটে চলেছে টয়ট্রেন। জানলার পাশে রােদচশমা পরে বসে রয়েছে বাণী (প্রণীতা সুভাষ)। তাকিয়ে রয়েছে দূরে।
মাশরুম বিষাক্ত নয় তাে?
আজকাল অনেকেই মাশরুম খেতে পছন্দ করেন। কলকাতার অনেক রেস্তরাঁতেই মাশরুমের নানারকম জিভে জল আনা আইটেম পাওয়া যায়।
শৈবপীঠ তারকেশ্বর
দেবাদিদেব মহাদেব বেদে রুদ্র নামে পরিচিত। পরবর্তীকালে এই রুদ্রই শিব বা মহাদেব নামে বহুল। পরিচিতি লাভ করে।
মায়া
পুপুর ফোনটা রেখেই সুভদ্রা কেমন যেন গুম হয়ে গেল। | ধুস! আবার সব ফেলেফুলে আমেরিকায় ছােটো। এই এক নিত্য কাজ হয়েছে সুভদ্রার।
কেতাদুরস্ত পােশাকের আড়ালে
কেতাদুরস্ত স্যুট-টাই পরা গতানুগতিক আমলাধর্মী 'চেহারার আড়ালে ডােনাল্ড রামসফেল্ড ছিলেন। একজন দুবৃত্ত।তাঁর মৃত্যুর খবর শােনার পর কবরের এপিটাফে ঠিক এই কথাগুলাে লেখা উচিত ছিল বলে মনে | করেন আল-জাজিরার কলামিস্ট অ্যান্ড্রু মিত্রোভিকা। রামসফেন্ডের প্রত্যক্ষ নির্দেশে ধংসস্তুপে পরিণত হওয়া | ভিটেবাড়িতে এখনও স্বজন হারানাে যে লাখ লাখ মানুষ অপরিসীম দুদর্শা নিয়ে বাস করছেন, তাঁদের মনেও ঠিক এই ধরনের ভাবনা থাকতে পারে। যদিও ইরাক যুদ্ধের রূপকারদের একেবারে শীর্ষে থাকা প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা সচিব ডােনাল্ড রামসফেল্ডকে সংবাদসংস্থা অ্যাসােসিয়েটেড প্রেস (এপি) ‘সুদক্ষ আমলা ও আধুনিক মার্কিন সামরিক বাহিনীর দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছে। সংবাদমাধ্যমের এই ধরনের ভাষ্যে তাঁর কৃতকর্মগুলাে ঢেকে দেওয়ার প্রচ্ছন্ন চেষ্টা।
কালারস বাংলার নতুন চার ধারাবাহিক
একগুচ্ছ আনকোরা সিরিয়ালের ডালি নিয়ে বাঙালির ড্রইংরুমে আসছে কালারস বাংলা। এই মাস থেকেই চারটি নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু করতে চলেছে চ্যানেলটি। যার মধ্যে দুটি ধারাবাহিক প্রযােজনা করছে সুরিন্দর ফিল্মস। একটি ব্লজ। আর চতুর্থ ধারাবাহিকটির প্রযােজক শশী সুমিত প্রােডাকশন।
পাহাড়ি ডিনামাইট মীরাবাই চানু
টোকিওতে রুপাে জিতে দেশে ফেরার পর কোচ বিজয়। 'শর্মার পাশে দাঁড়ানাে সাইখম মীরাবাই চানুর ছবিটা মনে করুন। বিজয়ের কোমর উচ্চতাসম মণিপুরি ভারােত্তোলক! হ্যাঁ, ৪ ফুট ১১ ইঞ্চি। ওজন ৪৯ কেজি। ওই ছােটখাট চেহারায় এত শক্তি লুকিয়ে থাকে! এ তাে ছােটখাট পাহাড়ি ডিনামাইট! এবার ওলিম্পিকসে ভারতকে প্রথম পদক এনে দেওয়া চানুর শক্তি ও উচ্চতা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে জোর আলােচনা। আসলে ওয়েটলিফটিং বিশেষজ্ঞরা বলছেন, ভারােত্তোলনে ওজনটা একটা ফ্যাক্টর। তবে তার থেকেও বড় ব্যাপার হল, টাইমিং ও টেকনিক। এই তিনটি বিষয় ঠিকঠাক খেটে গেলে সাফল্য আসতে বাধ্য।
কে তুমি?
২০০৪ সালের এক বর্ষণমুখর রাতের ঘটনা। আমি তখন কলকাতার একটি হাসপাতালের মেডিক্যাল অফিসার। সেদিন ডিউটি শেষ হল বেশ রাতে হাসপাতাল থেকে বেরিয়ে দেখি আকাশ কালাে মেঘে ছেয়ে গিয়েছে। জোরে হাওয়া বইছে। বুঝলাম, এ হল আসন্ন ঝড়ের পূর্বাভাস। ইষ্টনাম স্মরণ করে স্কুটার চালিয়ে দ্রুত বিদ্যাসাগর সেতুতে পৌঁছে গেলাম। কিন্তু শেষ রক্ষা হল না। ব্রিজে ওঠার মুখেই বিশাল এক দানবের মতাে মেঘ আর ধুলাের পাহাড় চড়াও হল! তার প্রতাপে সেতুর আলােগুলাে নিভু নিভু হয়ে গেল! ঝড়ের ধাক্কায়, প্রকাণ্ড সরীসৃপের মতাে শুয়ে থাকা সেতুটাও থর থর করে কাঁপতে লাগল।
ইন্দোনেশিয়া অপরূপা বালি
প্রায় পাঁচহাজার ছােট বড় দ্বীপ নিয়ে দক্ষিণ পূর্ব দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া গঠিত। পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্রে (৮৭ শতাংশ) হিন্দুর সংখ্যা মাত্র তিন শতাংশ। খ্রিস্টীয় চতুর্থ শতকে ভারতে পল্লব রাজত্বে ইন্দোনেশিয়া হয়েই চীনের সঙ্গে বাণিজ্য চলত। তার ফলে সেখানে যুগপৎ হিন্দু ও বৌদ্ধধর্ম প্রসারলাভ করেছিল। ত্রয়ােদশ শতকে উত্তর সুমাত্রা হয়ে মুসলিম ধর্ম ক্রমেই ইন্দোনেশিয়ায় প্রসারলাভ করে। মধ্যপ্রাচ্য থেকে উন্নত জীবন ব্যবস্থায় হিন্দু ও বৌদ্ধ ধর্ম কোণঠাসা হয়ে পড়ে। পরবর্তীতে ইউরােপীয়দের আগমনেও তাদের জীবন ধারায় কোনও পরিবর্তন ঘটেনি। এদেশে একমাত্র আচে প্রদেশেই শরিয়তি আইন চালু আছে। সম্প্রতি সেখানকার রাজধানী বান্দাতে একটি হােটেলে হানা দিয়ে বারােজন মহিলাকে গ্রেপ্তার করে, প্রকাশ্যে চাবুক মেরে তাদের আধমরা করে ফেলা হয়েছিল। এরকম কট্টর নিয়ম আর কোথাও চালু নেই। এই প্রদেশটি ব্যতিক্রমী।
ইংল্যান্ডে কঠিন পরীক্ষা বিরাটদের
ইংল্যান্ডের মাটিতে ভারতের শেষ টেস্ট সিরিজ জয়ের স্মৃতিতে অনেকটাই মরচে পড়েছে। কারণ, অপেক্ষা দুচার বছরের নয়। দীর্ঘ ১৪ বছরের। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে রানির দেশে লাল বলের ক্রিকেটে শেষবার বাজিমাত করেছিল টিম ইন্ডিয়া। তারপর টেমস দিয়ে অনেক জল গড়িয়েছে। ২০১১, ২০১৪ এবং ২০১৮—ফিরে আসেনি সেই সােনালি অতীত। বরং হতাশা ও একরাশ লজ্জা নিয়েই দেশে ফিরতে হয়েছে মহেন্দ্র সিং ধােনি, বিরাট কোহলির ভারতকে।
সঙ্গীতের মহাযুদ্ধ
মহাযুদ্ধ! তবে, নেই অস্ত্রের ঝনঝনানি। এ যুদ্ধ সুরের লড়াই। ষােলাে জন প্রতিষ্ঠিত গায়কের সম্মুখসমরের পােশাকি নাম। ‘সঙ্গীতের মহাযুদ্ধ’। আগামী ৪ সেপ্টেম্বর থেকে কালারস বাংলায় শুরু হবে এই অনুষ্ঠান। প্রতি শনি ও রবিবার রাত সাড়ে আটটায় দেখা যাবে এই রিয়েলিটি শাে।
বােন নূপুর আমার সবথেকে ভালাে বন্ধু: কৃতী শ্যানন
সা ফল্যের জোয়ারে এখন। ভাসছেন বলিউড নায়িকা। কৃতী শ্যানন। ‘মিমি’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয় সকলের মন। ছুঁয়ে গিয়েছে। বলিউড সুন্দরী কৃতী এক সাক্ষাৎকারে আমাদের শােনালেন নানা কথা।
প্রয়াত অনুপম শ্যাম
মন কি আওয়াজ প্রতিজ্ঞা' ধারাবাহিকের ঠাকুর | সজ্জন সিং গত ৮ আগস্ট গভীর রাতে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৬৩ বছর। ১৯৫৮ সালে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে জন্ম অনুপম শ্যামের। পরবর্তীকালে লখনউয়ে পড়াশােনা। পরে অভিনয়ের লক্ষ্য নিয়ে মুম্বই চলে যান। সাধারণত খল চরিত্রে অভিনয় করতেন। প্রথম দিকে ছােট ছােট চরিত্রে। অভিনয় করেই সকলের নজরে পড়েন। ১৯৯৫ সালে। শ্যাম বেনেগালের পরিচালনায় ‘অমরাবতী কি কথায়ে’ ধারাবাহিকে এক পকেটমারের চরিত্রে অভিনয় করেছিলেন। কেরিয়ারের শুরুর দিক থেকেই বড়পর্দা ও ছােটপর্দায় চুটিয়ে অভিনয় করেছেন।
ডায়াল ১০০
ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ভাসছে মুম্বই নগরী। তারমধ্যেই গাড়ি ড্রাইভ করে পুলিস হেড কোয়ার্টারে পৌঁছেছে। সিনিয়র ইনস্পেক্টর নিখিল সুদ (মনােজ বাজপেয়ি)। হঠাই কন্ট্রোল রুমে এক মদ্যপ মহিলার ফোন। নাম সীমা (নীনা গুপ্তা)। সম্প্রতি তার ছেলের মৃত্যু হয়েছে। সে আত্মহত্যা করতে চাইছে। সঙ্গে রয়েছে আগ্নেয়াস্ত্রও। দুরন্ত
‘মােহন বাগান রত্ন শিবাজি ব্যানার্জি
১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর। ইডেনে মােহন বাগান-কসমস ম্যাচ। খেলার এক সপ্তাহ আগে থেকেই টিকিটের হাহাকার। কারণ ফুটবল সম্রাট পেলে। ম্যাচের দু’দিন আগে থেকেই শহরে প্রবল বৃষ্টি। মাঠ খেলার অযােগ্য।