CATEGORIES
Kategoriler
রঙ্গ মহােৎসব
সম্প্রতি ম্প্রিতি গােবরডাঙা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে দশদিন ব্যাপী রঙ্গ মহােৎসব পালিত হল সংস্থার নিজস্ব প্রেক্ষাগৃহে। উৎসবের উদ্বোধন করেন সুভাষ দত্ত, নাট্যপরিচালক প্রবীর গুহ, আশিস চট্টোপাধ্যায়, আশিস দাস প্রমুখ।
মিমি
গা দড়িতে টিমে তালে গান চলছে, তেরি উঙ্গলি পকড় কে চলা.. মমতা কে আঁচল মে পলা... মা। ও মেরি মা...।
তুফান-এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে: ফারহান
এ ক সর্বভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল ‘তুফান। ছবিটির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহেরা। এর আগে তাঁর ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে ফারহান। আখতার ‘মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
আমি, আমার স্বামী ও একটি নুলিয়া
সা হস ভালাে। দুঃসাহস কখনওই ভালাে নয়। সদ্য বিয়ে করা বউ নতুনকে বুক বাজিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গৌতম বলেছিল, তার কাছে সমুদ্রস্নানটা কোনও ব্যাপারই নয়। অবহেলায় নুলিয়ার সাহায্য বেশ রূঢ়ভাবেই প্রত্যাখ্যান করেছিল সে। নিজে একাই বেপরােয়াভাবে এগিয়ে গিয়েছিল পুরীর সমুদ্রের উত্তাল ঢেউয়ের দিকে।
লড়াইয়ের চপ
সেবার জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল কলকাতায়। সময়টা ছিল সত্তরের দশকের মাঝামাঝি। ডিসেম্বরের এমনই এক সন্ধ্যায় দাপুটে হিমেল হাওয়ার ভ্রুকুটিকে অগ্রাহ্য করেই হনহন করে হেঁটে যাচ্ছিলেন এক সৌম্যদর্শন ভদ্রলােক। ধােপদুরস্ত ধুতি পাঞ্জাবির ওপরে সাবেকি কায়দায় বাহারি কাশ্মীরি শাল জড়ানাে ওই মানুষটির গন্তব্য হরি ঘােষ স্ট্রিটের এক নামকরা নার্সিংহােম। আর কিছুক্ষণ পরেই শেষ হবে ভিজিটিং আওয়ার। তাই এখানে আসা মাত্রই আর কোনওদিকে না তাকিয়ে সােজা সিঁড়ি বেয়ে তিনি পৌঁছে গেলেন দোতলার একটা কেবিনে, যেখানে ভর্তি তাঁর আসন্ন প্রসবা একমাত্র পুত্রবধূ। শালের তলায় এতক্ষণ সযত্নে বুকের কাছটিতে ধরে রাখা একটা ঠোঙা বের করে বউমার দিকে বাড়িয়ে দিতে দিতে বলে উঠলেন তিনি এই নে গবার লড়াইয়ের চপ। খেয়ে নে। কাল লড়াই করতে করতে আমার বংশধরকে পৃথিবীর আলাে দেখাস।
রামবাগানের বিখ্যাত দত্ত পরিবার
১৭৭১ সাল, সারা বাংলা তখন দুর্ভিক্ষপীড়িত। জেলায় জেলায় অন্নের জন্য হাহাকার। সেই সময়েই নীলমণি দত্ত বর্ধমানের আজপুরের মায়া ত্যাগ করে কলকাতার রামবাগানের ১০ নম্বর রমেশ দত্ত স্ট্রিটের বাড়িতে এসে উঠলেন। তিনিই হলেন দত্ত পরিবারের প্রতিষ্ঠাতা। কলকাতায় এসে নীলমণিবাবু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা শুরু করেন। প্রথম বেশ কিছু বছর ব্যবসা ভালােই চলেছিল কিন্তু ১৭৮৭ সাল থেকে ব্যবসার অবস্থা ক্রমাগত খারাপ হতে শুরু করে। শেষমেশ বছর দুয়েকের মধ্যেই ব্যবসার গণেশ পাকাপাকিভাবেই উল্টাল। নীলমণিবাবু সন্তান পরিবার নিয়ে অসুবিধায় পড়লেও দেশে বেশকিছু ধানজমি থাকায় অবস্থা সামাল দিতে খুব বেশি বেগ পেতে হল না।
ভারতীয় ক্রিকেটে ফের শুরু দ্রাবিড়ীয় যুগ
নিঃ শব্দেই বিপ্লব ঘটে গেল ভারতীয় ক্রিকেটে। ফের শুরু দ্রাবিড়ীয় যুগের।
বিজ্ঞানী অ্যালবার্ট গুলি করেছিলেন নিজেকে
খ্রিস্টপূর্ব ১৫০০। সেই সময় হঠাৎ ফারাওদের দেশ মিশরে | নেমে এল এক অজানা অসুখের আক্রমণ। আক্রান্ত ব্যক্তির মুখ ছেয়ে যেত দগদগে ঘায়ে। দাঁতের মাড়ি থেকে রক্ত বের হতাে, ত্বকের ক্ষত শুকতাে না। শেষ পর্যন্ত আক্রান্তের মৃত্যুও হতাে। আঠেরাে শতকে এই রােগের প্রকোপে প্রাণ হারালেন সমুদ্রগামী নাবিকরা। এমনকী রােগে পড়লেন ভাস্কোদা গামাও। ১৪৯৭ সালে ভাস্কো-দা গামা যখন আটলান্টিক মহাসাগর পেরিয়ে উত্তমাশা অন্তরীপে নেমেছিলেন, সে সময় তাঁর নাবিকদলের ১৬০ জনের মধ্যে ১০০ জনেরই মৃত্যু হয়েছিল স্কার্ভি রােগে। এরপরও বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এই রােগে।
তালিবানের দখলে আফগানিস্তান!
অপারেশন অ্যালাইস রিফিউজি! আফগান যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে যারা শ্বেতশুভ্র হিন্দুকুশ পর্বতমালার চূড়াগুলাে চিনিয়েছিলেন, সেই দোভাষীদের সরিয়ে নিতেই আমেরিকা এই অপারেশন চালাবে বলে জানিয়েছে হােয়াইট হাউস। সংখ্যাটা কম নয়—প্রায় আড়াই হাজার।
ছােটদের কোষ্ঠকাঠিন্যে হােমিওপ্যাথি
প্রথম প্রশ্ন হল কোষ্ঠকাঠিন্য কী? কোষ্ঠকাঠিন্যের দুটো সংজ্ঞা রয়েছে। প্রথমত, এক সপ্তাহে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির বা বাচ্চার তিনবারের কম স্টুল পাশ হলে তাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলব। দ্বিতীয়ত, প্রতিদিন মলত্যাগ করতে খুব কষ্ট হলে, বেগ দিয়ে মলত্যাগ করতে হলে, মলত্যাগ করতে গিয়ে বার বার উঠে চলে আসতে হলে তখন বলতে হবে ওই বাচ্চার বা ব্যক্তির কনস্টিপেশনের সমস্যা হচ্ছে।
কাচা ও পাকা পেঁপে কতটা উপকারী?
কাঁচায় সজি বা পাকায় ফলযেভাবেই খান না কেন অসামান্য গুণাগুণে ভরপুর পেঁপে অমৃতসম। পেঁপে গাছের ফল ছাড়াও পাতা থেকে বীজ—সবই প্রায় মানুষের কাজে লাগে। পেঁপের রােগ নিরাময়ী ক্ষমতা অসীম।
চক্ষু পা ল
বৌ, দ্ধি সন্ন্যাসী চক্ষুপাল স্থবিরের পূর্বাশ্রমের নাম ছিল মহাপাল। সিদ্ধার্থ বুদ্ধের সময়ে শ্রাবস্তী নগরে মহাসুবর্ণ কুটুম্বিকের গৃহে তাঁর জন্ম হয়। মহাপাল ছিলেন কুটুম্বিকের জ্যেষ্ঠ পুত্র। প্রথম পুত্রের জন্মের কিছুকাল পর কুটুম্বিক দ্বিতীয় পুত্রের পিতা হন। মহাপালের ভ্রাতা চুলপাল। বয়সকালে দুই পুত্রকেই বিবাহ দিলেন কুটুম্বিক। তথাগত বুদ্ধ তখন শ্রাবস্তী নগরের জেতবনে অবস্থান করছেন।
ইতিহাসের সরণি বেয়ে চিতেরগড় দুর্গে
সুপ্রীতি সেন গড় তাে চিত্তেরগড় ঔর সব গরুয়া রানি তাে রানি পদ্মিনী ঔর সব গধৈয়া
অমৃতসম পেঁপের গুণাগুণ
কাচায় সজ্জি বা পাকায় ফুল—যেভাবেই খান না কেন অসামান্য গুণাগুণে ভরপুর। একসময় গাঁয়ে গঞ্জে প্রায় সব বাড়িতেই নিতান্ত অনাদর অবহেলাতেওঁ বেড়ে উঠত বারােমেসে এই পেঁপে গাছ।
‘টেনিস সেনসেশন' সমীর বন্দ্যোপাধ্যায়
‘ব্যানার্জি-চ্যাটার্জি বাড়ির ছেলেরা আবার টেনিস খেলে কি? অত ধকল কি নিতে পারবে? একসময় জয়দীপ মুখার্জি মাতিয়েছিলেন আন্তর্জাতিক টেনিস সার্কিট। তার আগে বা পরে নিখাদ বাঙালি টেনিস প্লেয়ার আর কোথায়? অনেকটা ঠিক জালে পড়া চুনাে মাছের মধ্যে একপিস কই লাফানাের মতাে। জানি না, সমীর ছেলেটা কতদূর যাবে। তবে জুনিয়র উইম্বলডন জেতা চাট্টিখানি কথা নয়...।' সম্প্রতি এক সকালে উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে কয়েকজন বয়স্কের আডডার নির্যাস এরকমই।
শেষ ল্যাপে ইউরােকে টেক্কা কোপার
দীর্ঘদিন বাদে বিশ্ব ফুটবলে সেরা দুই মহাদেশীয় টুর্নামেন্ট একই সঙ্গে আয়ােজিত হল। ভিন্ন ফরম্যাট, ভিন্ন ঘরানার খেলা হলেও, জনপ্রিয়তার বিচারে কোপার চেয়ে বরাবরই অনেকটা এগিয়ে থেকেছে ইউরাে। ক্লাব ফুটবলের নিরিখে বিচার করলে দেখা যাবে, বিশ্বের সব সেরা ফুটবলাররা ইউরােপিয়ান লিগে খেলেন। মেসি, রােনাল্ডাে, নেইমার, এমবাপে-সহ একাধিক তারকা এখান থেকেই উঠে এসেছেন। সেই তুলনায় দক্ষিণ আমেরিকার ক্লাবগুলি প্রচারের নিরিখে অনেকটাই পিছিয়ে। দুই মহাদেশের ফুটবলে আর্থিক ফারাকটাও আকাশ পাতাল। ইউরােপিয়ান লিগে খেলে বিপুল অর্থ পান ফুটবলাররা। যা লাতিন আমেরিকান ক্লাবগুলিতে পাওয়া যায় না। পাশাপাশি গ্ল্যামার, স্পনসরশিপ, প্রচার— সবদিক থেকেই অনেকটা এগিয়ে ইউরােপিয়ান ক্লাবগুলি। তার প্রভাব সরাসরি পড়ে মহাদেশীয় টুর্নামেন্টেও। এবারের ইউরাে ও কোপার আসরও সেই রসায়নের বাইরে নয়।
হলিউড অভিনেতাদের রান্না করে খাইয়েছিলাম: হুমা
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। বলিউড নায়িকা হুমা কুরেশি। তবে আজ বিটাউনে তিনি নিজের পায়ের তলার জমি বেশ পাকাপােক্ত করে ফেলেছেন। এমনকী হলিউডের ছবিতেও নিজের নাম লিখিয়ে ফেলেছেন। জাক স্নাইডারের ‘আর্মি অফ দ্য ডেড’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি সােনি লিভ-এর ওয়েব সিরিজ ‘মহারানি’-তে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। লালুপ্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর জীবন অবলম্বনে তৈরি হয়েছে। এই ওয়েব সিরিজটি। সম্প্রতি এক আলাপচারিতায় হুমা কুরেশি জানালেন, তাঁর বলিউড আর হলিউডের ছবি প্রসঙ্গে নানান কথা।
শেষ পংক্তি
পিতা আর প্রতিপালক হওয়া। এক জিনিস নয়। বাবা মানেই তাে এক বিশাল বটবৃক্ষ আশ্রয়, প্রশ্রয়, ভরসা ও ভবিষ্যতের ছায়াতল। কিন্তু সেই পিতাই যখন প্রতিপক্ষ হয়ে ওঠে সন্তানের কাছে? প্রতারিত হয় শাশ্বত সম্পর্ক? সমাজের দিকে এমনই কতকগুলি প্রশ্ন ছুড়ে দেয় ‘ থিয়েটার
লিও মেসির শাপমােচন
কে সেরা? মেসি না রােনাল্ডাে। এই লড়াইয়ে প্রায় সব বিভাগেই পর্তুগিজ মহাতারকাকে পিছনে ফেলেছেন এলএমটেন। অন্তত ক্লাব ফুটবলের নিরিখে। কিন্তু দেশের জার্সিতে তাঁকে বারবার কটুক্তি শুনতে হতাে। নিঃশব্দেই বহু রাতে ফেলেছেন চোখের জল। মনের মধ্যে সব বঞ্চনা, সমালােচনা চেপে রেখে দেশের হয়ে উজাড় করে দেন। নিজেকে। মেজর টুর্নামেন্টের চারটি ফাইনালে ব্যর্থ হওয়ার পর অবশেষে পঞ্চমবারে শাপমােচন, ঘটল আর্জেন্টাইন মহাতারকার। কোপা আমেরিকা জয়ের মধ্যে দিয়ে দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম সাফল্যের স্বাদ পেলেন এলএমটেন। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের ট্রফির খরা কাটাল আর্জেন্তিনা। দেশের জার্সিতে ট্রফি না জেতার যে জ্বালা এতদিন বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছিলেন। তিনি, অবশেষে তাতে প্রলেপ পড়ল।
দিলরুবার প্রেমে মজল না দর্শকদের মন
শ হর হরিদ্বারের জোয়ালাপুর। সদ্য | বিবাহিতা রানির (তাপসী পান্নু) কাছে এই জায়গা একেবারেই নতুন। স্বামী রিশুর সঙ্গে (বিক্রান্ত ম্যাসি) নতুন সংসার শুরু করেছে সে। শ্বশুরবাড়ি একেবারে নদীর ধারেই। বাড়ির সামনে দিয়ে ছবির মতাে নৃত্যশিলা নদী বয়ে চলেছে। বারান্দায় বসে প্রায় রােজই সেই শােভা উপভােগ করে রানি। আজ অবশ্য সে অন্য কাজে ব্যস্ত। বাড়ির বাইরে একপাল কুকুরকে মাংসের টুকরাে খাওয়াচ্ছে সে। হঠাৎই প্রচণ্ড জোরে বিস্ফোরণ। রানির শ্বশুরবাড়ির একাংশ ধসে পড়েছে। লেগেছে আগুনও | কোনওরকমে মূল ফটক ঠেলে ভিতরে ঢোকে সে। ততক্ষণে রান্নাঘর এবং তার আশপাশের জায়গা আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে। ব্যাপারটা বুঝতে দেরি হয় না তার। সিলিন্ডার ফেটেই এই কাণ্ড ঘটেছে। স্বামীকে খুঁজতে থাকে সে। কিন্তু কোথাও তার দেখা নেই। অবশেষে উঠোনের কোণে দগ্ধ একটি হাত পড়ে থাকতে দেখে সে। তাতে খােদাই করা রানি নামটা তখনও পড়া যাচ্ছিল। এই নামটি বিয়ের কয়েকদিন আগে রিশু নিজের হাতে লিখিয়েছিল। স্বামীর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে সে। এদিকে সকলের অলক্ষ্যে বাড়ির পিছন দিক থেকে নদীতে ঝাঁপ দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ততক্ষণে খবর পেয়ে পুলিস বাড়িতে চলে এসেছে। শুরু হয় তদন্ত। প্রতিবেশীরা, রিশুর বন্ধুরা প্রায় সকলেই রানিকে দোষী প্রমাণ করার চেষ্টা করে। অনেকেই বলে বৈবাহিক সম্পর্ক তাদের মােটেই ভালাে। ছিল না। পরপুরুষের সঙ্গে সম্পর্কও ছিল রানির। উঠে আসে খুনের তত্ত্বও। সবদিক থেকেই ফেঁসে যায় রানি। কিন্তু হাজার জিজ্ঞাসাবাদেও সে দোষ স্বীকার করে না। তাহলে কে তার স্বামীকে খুন করল? নাকি এটা নিছকই দুর্ঘটনা? রানি কি সত্যিই নির্দোষ, না নাটক করছে! বিস্ফোরণের সময়ে বাড়ির পিছন দিক থেকে নদীতে কে ঝাঁপ মারল? জানতে হলে দেখতে হবে ‘হাসিন দিলরুবা'।
দিলীপকুমার বিদায় ট্রাজেডি কিং
অবসান হল একটি যুগের। চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপকুমার। ৯৮ বছর বয়সি নায়কের মৃত্যুতে সমগ্র চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শােকের ছায়া। ধর্মেন্দ্র থেকে বর্তমান প্রজন্মের সকলেরই তিনি ছিলেন আদর্শ অভিনেতা। প্রয়াত অভিনেতা সম্পর্কে স্মৃতিচারণ করেছেন বলিউডের বর্তমান ও অতীত তারকারা।
পবিত্র রিস্তা সিজন ২ ।
মানব-অর্চনা জুটি ভারতীয় টেলি দুনিয়ার অন্যতম রােম্যান্টিক আইকন। তাঁদের অন স্ক্রিন কেমিস্ট্রি টিভির সামনে চুম্বকের মতাে আটকে রেখেছিল দর্শকদের। পবিত্র রিস্তা’ মেগায় অভিনয়ের সূত্রেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লােখন্ডে। পরে টেলি দুনিয়া ছেড়ে বড় পর্দায় পা রাখেন সুশান্ত। তখন তাঁর জায়গায় অভিনয় করেছিলেন হিতেন তেজওয়ানি। তিনি মানব’ হলেও দর্শক কিন্তু ‘মানব’ হিসেবে আপন করে নিয়েছিলেন সুশান্তকেই। সম্প্রতি সেই ধারাবাহিকের দ্বিতীয় সিজনের শুটিং শুরু হয়ে গিয়েছে। অর্চনার চরিত্রে রয়েছেন অঙ্কিতাই। তবে এবার সুশান্তের চরিত্রে অভিনয় করছেন ছােট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহির শেখ। মহাভারত সিরিয়ালে অর্জুনের চরিত্রে অভিনয় করে লাইমলাইটে আসেন শাহির। সােনি-র জনপ্রিয় ধারাবাহিক “কুছ রঙ্গ পেয়ার কে অ্যায়সে ভি’ মেগাতেও অভিনয় করছেন শাহির শেখ।
ঘুম কেড়েছে ড্রোন!
ডেটলাইন ৩ জুলাই। রবিবার ভােররাত। জম্মু বিমানবন্দর। আচমকাই প্রবল শব্দে চারদিক খানখান। শব্দের তীব্রতা এত যে, দু’কিলােমিটার। দূরেও গভীর ঘুমে আচ্ছন্ন লােকজন জেগে উঠেছিলেন। কী হয়েছে? কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল, জঙ্গি হানা। না, সশরীরে আসেনি কোনও জঙ্গি। দু’টি ড্রোন থেকে দুটি বােমা ফেলা হয়েছে। আইইডির সঙ্গে অন্য বিস্ফোরক ঠাসা। একটি পড়েছে এক বাড়ির মাথায়, আরেকটি তার থেকে অল্প দূরে। এয়ার ফোর্সের দু’জন জওয়ান এই বিস্ফোরণে আহত। এই ভাবে হামলা এ দেশে প্রথম। জবাবে সেনাপ্রধান এম এম নরাভনে বলেন, ‘ডু ইট ইয়ােরসেল্ফ। প্রশ্ন হল, কীভাবে জঙ্গিদের নাশকতার অন্যতম হাতিয়ার হয়ে উঠল এই ড্রোন ?
ঠিকানা আমার চেয়েছ বন্ধু...
গতকাল বিকালে একটা টেলিফোন এসেছিল। বামাকন্ঠ জানালেন— আমাকে তাঁরা একটা চিঠি পাঠিয়েছিলেন, সেটা তাঁদের কাছে ফেরত এসেছে। আমাকে অনুরােধ করলেন পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ সহ তাঁদের অফিস থেকে সেটি সংগ্রহ করতে। তাঁকে অনুরােধ করলাম চিঠিতে লিখিত ঠিকানা পড়তে। অসম্পূর্ণ ঠিকানা লেখা হয়েছিল আর সেই কারণেই চিঠি বিলি হয়নি। আমার অনুরােধে তিনি তাঁদের নথিভুক্ত ঠিকানা দেখে স্বীকার করলেন যে প্রেরিত চিঠির ঠিকানা যথাযথ ছিল না। পরে তাঁরা জানিয়েছেন যে ঠিকানা সঠিকভাবে লিখে পুনরায় পাঠাবেন। এটা সাধারণ ঘটনা, হতেই পারে।
টোকিও গেমসে যাদের ঘিরে পদকের প্রত্যাশা
টো কিও ওলিম্পিকসে ভারত এবার চারটি সােনা সহ মােট ১৪টি পদক জিততে পারে। ওলিম্পিক অ্যানালিস্ট সংস্থা গ্রেসনােটের সমীক্ষা থেকে এমনই তথ্য উঠে এসেছে। আর সেটা যদি সত্যি হয়, তাহলে ওলিম্পিকসের আসরে এবার সবচেয়ে ভালাে ফল করতে চলেছে ভারত। এতদিন ‘গ্রেটেস্ট শাে অন আর্থ’-এ ভারতের সেরা পারফরম্যান্স ছিল ২০১২ লন্ডন ওলিম্পিকসে। সেবার দেশে এসেছিল ছ'টি পদক। দুটি রুপাে ও চারটি ব্রোঞ্জ।
কুইজ মাস্টার রণবীর
'দে খা যায়ে তাে ইয়ে খেল, ব্যস নজর কা হ্যায়...যাঁহা তসবিরোঁ মে মিলেগা সওয়াল অর জবাবে মিলেগা করােরও–রণবীর সিংয়ের বলা এই শব্দগুলিই জমিয়ে দেবে শােয়ের মেজাজ। বলিউড তারকা রণবীর সিং এবার টেলিভিশনের পর্দায়। ভিস্যুয়াল-ভিত্তিক কুইজ শাে ‘দ্য বিগ পিকচার’-এর মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করতে ফলেছেন এই অভিনেতা।
গ্রহণ
আ ইপিএস অফিসার অমৃতা সিং (জোয়া হুসেন) | সিস্টেমের উপর বীতশ্রদ্ধ। পুলিসের কাজ ছেড়ে দিতে চায় সে। এদিকে তার বাবা গুরুসেবক (পবন। রাজ মালহােত্রা) চায় তার মেয়ে সংসার করুক। এনআরআই পাত্রও পছন্দ করা আছে। প্রয়ােজন শুধু অমৃতার রাজি হওয়ার। সে রাজি হলেই বিয়ে করে সকলে পাকাপাকি ভাবে কানাডায় গিয়ে থাকবে। প্ল্যান কিছুটা এইরকমই। এরমধ্যেই চুরাশি সালে বােকারাের শিখ দাঙ্গার তদন্তের জন্য সিট গঠিত হয়। তদন্তভার পায় অমৃতা। ধীরে ধীরে সত্য সামনে উঠে আসতে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী কেদার ভগত (সত্যকাম আনন্দ) চাইছে এই মামলায় বিরােধী রাজনৈতিক দলের নেতা সঞ্জয় সিংকে (টিকাম যােশি)
কসবা ক্রমাগতর পােস্টমাস্টার
কসবা ক্রমাগত নাট্য সংস্থার নবতম প্রযােজনা রবীন্দ্রনাথের “পােস্টমাস্টার’ সম্প্রতি মঞ্চস্থ হল রবীন্দ্রসদনে। পরিচালক গৌতম ভট্টাচার্য। সংস্থাটির আগের দুটি প্রযােজনা স্ত্রীর পত্র এবং ‘কাবুলিওয়ালা'-র মতাে পােস্টমাস্টারও এক সম্পর্কের নাটক। চিরন্তন মানবিক ভালােবাসা এবং তার করুণ পরিণতি কুশীলবরা মঞ্চায়িত করেছেন। উত্তীয় জানার আলাে ছায়া , রং বেরং-এর যুগলবন্দি সারা মঞ্চে এক মায়ার জাল বিছিয়ে দেয়। আর সেখানেই দেখা যায় নাটমন্দির, কখনও গ্রাম্যপথ, পাতকুয়া, পােস্ট অফিস, নদীপথ। চিত্রনাট্যের মতাে ছােট ছােট দৃশ্যে এ নাটকের গতিকে সচল রেখেছেন পরিচালক।
করােনার কারণে বাড়ছে হার্টের সমস্যা
• শােনা যাচ্ছে করােনা সংক্রমণ হার্টের পক্ষে মারাত্মক হয়ে উঠছে? • করােনার কারণে হার্টের সমস্যায় পড়ছেন দুই গােষ্ঠীর মানুষ। প্রথম গােষ্ঠীর মানুষ হলেন তাঁরা, যাঁরা আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছেন এবং নিয়মিত কার্ডিওলজিস্টের পরামর্শ মেনে চলছেন। এরপর তাঁদের করােনা হয়েছে এবং সেই কারণে তাঁরা সমস্যায় পড়েছেন। দ্বিতীয় গােষ্ঠীর মানুষের মধ্যে রয়েছেন আপাতভাবে সুস্থ ব্যক্তি। এই গােষ্ঠীর মানুষের হার্টের কোনও সমস্যা আগে থেকে ছিল না। এরপর তিনি করােনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই হার্টের সমস্যা দেখা যাচ্ছে।
তারাপীঠের এক রাত
এই ঘটনা চল্লিশ বছর আগের। সবে মাত্র একটি বিদেশি সওদাগরি অফিসে চাকরি পেয়েছি। একই সঙ্গে আমার একমাত্র ছােটভাই ওকালতি পাশ করে শ্রীরামপুর কোর্টে নিজে একটা সেরেস্তা খুলে বসেছে।