CATEGORIES
Kategoriler
সিনেমাটাও সাহিত্যের মতাে: কৌশিক গাঙ্গুলি
একাধিকবার জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক কৌশিক গাঙ্গুলিকে সামনে রেখে পথ চলা শুরু করল প্রযােজনা সংস্থা এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেড। দেশের অন্যতম প্রাচীন খেলা কবাডি। এই খেলাটিকেই কাহিনির কেন্দ্রে রেখে কৌশিক গাঙ্গুলি নতুন প্রযােজক অয়নশীলের সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করতে চলেছেন তাঁর নতুন ছবি ‘কবাড়ি বাড়ি। সম্প্রতি সেক্টর ফাইভের একটি বিলাসবহুল রেস্তরায় প্রযােজক সংস্থার সূচনা ও ছবির ঘােষণা লগ্নে পরিচালকের সঙ্গে হাজির ছিলেন তিন মুখ্য চরিত্রের অভিনেতাও| ঋত্বিক চক্রবর্তী, সােহিনী সরকার ও অর্জুন চক্রবর্তী। প্রযােজক অয়নশীলকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তীও। একইসঙ্গে সেদিন সম্প্রতি জাতীয় পুরস্কার মঞ্চে কৌশিক পরিচালিত ছবি ‘জ্যেষ্ঠপুত্র’র সাফল্যও উদ্যাপন করা হয় কেক কেটে। ছবির ঘােষণা, প্রযােজক সংস্থার লােগাে প্রকাশ ইত্যাদি আনুষ্ঠানিক পর্ব শেষে কৌশিক গাঙ্গুলি কবাডি কবাড়ি’ সহ বাংলা ছবির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন সাপ্তাহিক বর্তমানের সঙ্গে
বিভিন্ন ভােজ্য তেলের ভেষজ গুণ
আমাদের দেশে রান্নার কাজে নানা ধরনের তেল | ব্যবহার করা হয়। যেমন—সর্ষের তেল, সূর্যমুখী বীজের তেল (সান-ফ্লাওয়ার অয়েল), রাইস ব্র্যান অয়েল, অলিভ অয়েল, ফ্ল্যাক্সসিড অয়েল, তিল তেল (সেসাম অয়েল), অলিভ অয়েল, সােয়াবিন অয়েল, নারকেল তেল (কোকোনাট অয়েল), আমন্ড অয়েল, খাবার বানাতে ঘিও ব্যবহার করা হয়। এছাড়া আরও কিছু ভােজ্য তেল আছে। যেমন— গ্রাউন্ড নাট অয়েল (বাদাম তেল), পাম অয়েল, ওয়াল নাট অয়েল, কাজু বাদাম তেল, অ্যাভােকাডাে অয়েল, গ্রেপসিড অয়েল, ক্যানােলা অয়েল এবং কন অয়েল। এই সবভােজ্য তেল নানা ভেষজ গুণে সমৃদ্ধ এবং বিভিন্ন ধরনের রােগ প্রতিরােধক গুণযুক্ত। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এই সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। এই প্রবন্ধে এই সব ভােজ্য তেলের ভেষজ গুণের আলােচনা করা হল।
চ্যাম্পিয়ন্স লিগে অল ইংল্যান্ড ফাইনাল
আরও এক অল ইংল্যান্ড | ফাইনাল। ২০০৮ ও ২০১৯’এর পর ইতিহাসে তৃতীয়বারের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখােমুখি হতে চলেছে দুই ইংলিশ ক্লাব। ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি। এর আগে দু’বার টুর্নামেন্টের ফাইনালে ওঠার নজির রয়েছে লন্ডনের ক্লাবটির। যার মধ্যে ২০১২ সালে খেতাব ঘরে তুলেছিল তারা। পাশাপাশি কোচ হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করলেন টমাস টুচেল। উল্লেখ্য, গত মরশুমে তাঁর কোচিংয়েই বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল পিএসজি’র। তবে ক্লাব ইতিহাসে প্রথমবারের জন্য ইউরােপ সেরার খেতাবি লড়াইয়ে জায়গা করে নিয়েছে নীল ম্যাঞ্চেস্টার। কোচ পেপ গুয়ার্দিওলার হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছেন কেভিন ডি ব্রুইনফিল ফোডেনরা। পক্ষান্তরে, জার্মান কোচ টমাস টুচেলের প্রশিক্ষণে দুরন্ত ছন্দে রয়েছে চেলসি। সেমি-ফাইনালে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে চূর্ণ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন। থিয়াগাে সিলভা -এনগােলাে কন্তেরা। তাই । আগামী ২৯ মে ইস্তানবুলে আয়ােজিত ফাইনালেও সেই দুরন্ত ফর্ম ধরে রেখে দ্বিতীয়বারের জন্য ইউরােপ সেরার স্বাদ পেতে মরিয়া ‘দ্য ব্লজ।
রাধে
ড্রাগের নেশা মুম্বই শহরকে প্রায় গ্রাস করে ফেলেছে। মহানগরীর জেনারেশন ওয়াই নিষিদ্ধ মাদক সেবনে। হয়ে উঠেছে অভ্যস্ত। তারা নেশায় বুদ হয়ে অলিতেগলিতে ঘুরছে। প্রায় প্রত্যেকদিনই ড্রাগের ওভার ডােজে কোনও কোনও যুবকের মৃত্যু হচ্ছে। কেউ আবার লাগাতার মাদক কিনে দেউলিয়া। শেষে আর না পেরে বহুতল থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করছে। এসব সত্ত্বেও মুম্বইতে মাদক কারবারিদের রমরমা ক্রমেই বেড়ে চলেছে। শহরে ক্রাইমের পরিমাণও লাগামছাড়া। দুষ্কৃতীদের কাছে খুন
বাড়িতে অক্সিজেন ব্যবহার
ই করােনার অতিমারীর সময়ে অনেকেই বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন। মৃদু উপসর্গযুক্ত করােনা রােগী হাসপাতালে ভর্তির দরকার পড়ে না। আর সুনামির মতাে নতুন রােগীর ঢেউয়ে অনেক সঙ্কটাপন্ন রােগীও হাসপাতালে জায়গা পাননি। করােনার চিকিৎসায় ওষুধ ছাড়াও যে জিনিসটি আবশ্যক, তা হল অক্সিজেন। ফলে অনেকেই বাড়িতে অক্সিজেন রেখে চিকিৎসা করিয়েছেন। তবে শুধু করােনা নয়; হাঁপানি, সি ও পি ডি, হার্ট ফেলিয়াের বা ক্যান্সারের অনেক রােগীর ক্ষেত্রেই বাড়িতে অক্সিজেনের দরকার পড়ে।
সর্দার কা গ্রান্ডসন
বাড়ি বদল হয়তাে অনেকেই করেছেন। নতুন জায়গায় ফ্ল্যাট বা বাড়ি কিনে উঠে গিয়েছেন। কিন্তু বাড়িকে সমূলে উৎপাটন করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতাে কাজ এদেশে এখনও পর্যন্ত শুরু হয়নি। বিদেশে অবশ্য অনেক জায়গায় বাড়ি এক জায়গা থেকে তুলে অন্য জায়গায়। নিয়ে যাওয়া হয়। টেকনিক্যাল ভাষায় যাকে স্ট্রাকচারাল রিলােকেশন বলা হয়। কিন্তু যদি ভারতেই কেউ এই রকম কাজ করতে চান, ব্যাপারটা কেমন হবে ভেবে দেখেছেন। এই রকম সমস্যাতেই পড়েছে এক ব্যক্তি (অর্জুন কাপুর)। সদ্য বিয়ে করে সংসার শুরু করেছে সে। স্ত্রী (রাকুল প্রীত সিং) সংসারী। নিপুণ হাতে ঘর গুছিয়ে রাখে। সঙ্গে থাকে তার দিদাও (নীনা গুপ্তা)। তাকে প্রচণ্ড ভালােবাসে নাতি। একদিন হঠাৎই তার দিদা জেদ ধরে বসে, সে তার জন্মস্থান দেখতে চায়। সেখানে তার স্বামীর ভিটেও ছিল। সাধ করে ঘরের প্রত্যেকটা জিনিস সাজিয়েছিল তারা। বয়স এখন তার অনেক। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। নাতিকে বলে বসে মনের কথা। জেদ ধরে বসে তাকে স্বামীর ভিটেতে নিয়ে যেতেই হবে। নাতিও সাতপাঁচ না ভেবেই তাকে কথা দিয়ে ফেলে। বলে, ঠিক আছে নিয়ে যাবে। জানতে চায় কোথায় তার সেই বাড়ি? ঠিকানা জেনে চক্ষু চড়কগাছ হয়ে যায় নাতির। সেই ঠিকানা লাহােরের। দেশভাগের আগে পাকিস্তানে থাকত তার দিদা। কিন্তু কথা দিয়ে ফেলেছে। অগত্যা কাজে লেগে পড়ে সে। পাকিস্তানে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়।
শরৎচন্দ্র ও একটি গাজনের মামলা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাওড়া জেলার সামতা গ্রামে | রূপনারায়ণ নদীর তীরে বাড়ি বানিয়ে বসবাস করতে | যান ১৯২৬ সালে। পাশে গােবিন্দপুর গ্রামে শরৎচন্দ্রের দিদি অনিলা দেবীর বাড়ি ছিল। হাওড়ার বাজে-শিবপুরে থাকার সময় প্রায়ই দিদির বাড়ি যেতেন। যেতে যেতে ওখানকার গ্রাম্য প্রকৃতিকে ভালােবেসে ফেলেন। একাত্ম হয়ে পড়েন সেই অঞ্চলের দরিদ্র মানুষ-জুনের সঙ্গে। এরপরই ওখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা মাথায় আসে শরৎচন্দ্রের। জানা যায়, প্রায় এগারােশাে টাকা দিয়ে একদম রূপনারায়ণ নদীর লাগােয়া জমি কেনেন। সেখানে বার্মিজ প্যাটার্নের দোতলা বাড়ি বানান। হয়তাে সেটি প্রথম জীবনে বর্মা বাসের স্মৃতিস্বরূপ। তার সঙ্গে ছিল পুকুর, বাগান, গােয়াল প্রভৃতি। গ্রামের একেবারে শেষ প্রান্তে। বা বেড়ে বলে শরৎচন্দ্র ঠিকানা লিখতেন, গ্রাম-সামতাবেড়, পােস্ট-পানিত্রাস, জেলা-হাবড়া’ (অনেকের মতাে শরৎচন্দ্রও ‘হাওড়া’ না লিখে ‘হাবড়া’ লিখতেন)।
পরিবারের মতামত নিয়ে ছবি নির্বাচন করি: প্রিয়ামণি
দ ক্ষিণী ছবির জগতের অত্যন্ত জনপ্রিয় নায়িকা প্রিয়ামণি। এবার একটু একটু করে হিন্দি ছবির দুনিয়াতেও তিনি সাফল্য পাচ্ছেন। ওটিটি-র দুনিয়ায় আগেই তিনি তাঁর দাপট দেখিয়েছেন। দ্য ফ্যামিলি ম্যান সিরিজের পর প্রিয়ামণিকে আবার এক ওয়েব সিরিজে দেখা গেল। অল্ট বালাজির ‘ হিজ স্টোরি’-তে এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ সুন্দরী নায়িকা প্রিয়ামণি সম্প্রতি এক টেলিফোনিক সাক্ষাৎকারে শােনালেন নানান কথা।
জুভেন্তাসের আধিপত্য খর্ব করার পথে ইন্তার মিলান
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান। ২০০৯-১০ সালের পর ফের সিরি-এ খেতাব জয়ের দোরগােড়ায় ইন্তার 'মিলান। বাকি পাঁচ ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট পেলেই সিরিএ খেতাব ঘরে তুলবে মিলানের ক্লাবটি। এই প্রতিবেদন লেখার সময়ে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্তার। সেই সঙ্গে অধরা থাকবে জুভেন্তাসের টানা ১০ বারের খেতাব জয়ের স্বপ্ন। উল্লেখ্য, ২০১১-১২ মরশুম থেকে টানা ৯বার লিগ জিতেছে তুরিনের ‘ওল্ড লেডি'। ইউরােপের সেরা পাঁচ লিগে এর আগে কোনও ক্লাব এই নজির গড়তে পারেনি। সাদা-কালাে ব্রিগেডের লক্ষ্য ছিল, চলতি মরশুমেও খেতাব জয়ের দৌড় অব্যাহত রেখে সংখ্যাটা আরও বাড়ানাের। তবে আন্দ্রে পিরলাের হাত ধরে মরশুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছে জুভেন্তাসকে। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রােনাল্ডােরা। ফলে দীর্ঘ সময় বাদে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ইতালি।
খাদ্যে ডায়েটারি ফাইবারের ভূমিকা
শরীরে শক্তি জোগানাে, স্বাভাবিক বৃদ্ধি, গঠন ও রােগ প্রতিরােধের জন্য পুষ্টিকর খাদ্য অপরিহার্য। যে সব খাদ্য ও পানীয় আমরা গ্রহণ করি, তা থেকে শরীর বিশেষ কিছু । রাসায়নিক পদার্থ অন্ত্রের মাধ্যমে শােষণ করে নেয় এবং এগুলি থেকে পুষ্টিসাধন করে। এই পৌষ্টিক উপাদানগুলি ছয় শ্রেণীর, যেগুলি হল, প্রােটিন, শর্করা, তৈল চর্বিজাতীয় পদার্থ, ভিটামিন, খনিজ লবণ ও জল।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বাংলা ২০২০
গনগনে গ্ল্যামার আর বিচিত্র বিনােদনে ঠাসা ‘ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২০' অবশেষে দেখা যাবে কালারস বাংলা চ্যানেলে। আগামী ৯ মে, সন্ধে ছ’ টা থেকে। এবার চতুর্থ বর্ষ। নানা কারণে দু’বছর স্থগিত রাখা হয়েছিল বাংলা বিনােদন জগৎকে ঘিরে আয়ােজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি। এবার ফিরল স্বমহিমায়। আরও
প্রয়াগরাজ ছুঁয়ে খসরুবাগ
প্ৰয়াগস্য প্রভেসেসূ পাপম নাশ্যতি তৎক্ষণম’, তীর্থরাজ প্রয়াগ-নগরীতে প্রবেশেই সকল পাপস্খলন হয়। ডিসেম্বরের এক কনকনে শীতের রাতে এলাহাবাদ পদার্পণে এই সাধুবাণী স্মরণে এল।
কার্ড প্রবণতা থেকে মুক্তির আশায় প্রণয়
ফে শয়ার প্লে’ শব্দটা তাঁর খেলার ধরনের সঙ্গে একেবারেই বেমানান। প্রণয় হালদার মানেই কার্ড অবধারিত। তাঁর জন্য দেশ বা ক্লাবকে বারবার। খেসারত দিতে হয়েছে। কীভাবে এই রােগমুক্তি ঘটবে? এটিকে মােহন বাগান তথা ভারতীয় দলের এই সেন্ট্রাল মিডফিল্ডার বলছিলেন, কার্ড দেখার জন্য কোনও ফুটবলারই খেলে না। কিন্তু এটা হয়ে যায়। অনিচ্ছাকৃত ভাবে। এই সমস্যা কীভাবে কাটিয়ে উঠব জানি না। তবে চেষ্টা করছি। ।
জীবন থাকলে আক্ষেপও থাকবে: সােনালি কুলকার্নি
বড়পর্দায় নায়িকা হিসেবে হামেশাই সাফল্য পেয়ে এসেছেন সােনালি কুলকার্নি। মারাঠি ও হিন্দি ছবিতে তিনি দীর্ঘ দিন ধরে অভিনয় করছেন। বহুদিন বাদে এবার ছােট পর্দায় এক অন্য রূপে হাজির হলেন সােনালি। সােনি চ্যানেলের জনপ্রিয় শাে ‘ক্রাইম পেট্রল’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। এবং প্রথম থেকেই নতুন ভূমিকায় যথেষ্ট দাপটও দেখাচ্ছেন। এক সাক্ষাৎকারে সােনালি জানালেন তাঁর এই নতুন সফরের কথা।
ক্রিকেটের স্বার্থেই স্থগিত রাখা হােক আইপিএল
ক রানা আতঙ্কের মধ্যে আইপিএল চালু রাখা নিয়ে বিতর্ক তুঙ্গে। কারণ, বিভীষিকার মতাে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। চারিদিকে শুধুই হাহাকার। আর তার মধ্যে আলাে ঝলমলে স্টেডিয়ামে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধােনিরা কোটিপতি লিগে খেলে চলেছেন, যা এই পরিস্থিতির সঙ্গে মােটেও খাপ খায় না। এমনই মত ওয়াকিবহাল মহলের। সেই কারণেই সমাজের বিভিন্ন স্তরে দাবি উঠছে, আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখা হােক আইপিএল। পরিস্থিতি ফের স্বাভাবিক হলে না হয় বিনােদনের এই ক্রিকেট ফের উপভােগ করা যাবে।
এ যেন মধ্যযুগীয় শাসনকাল...
বিশ্রান্ত মিথ্যাভাষণকে প্রায় দৈববাণীর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যিনি, সেই অ্যাডলফ হিটলারের পড়াশােনায় কোনওদিন মন বসেনি। ভবঘুরে জীবন কাটিয়ে সেনাবাহিনীতে প্রথমে আর্দালি, পরে পিওন। পদে কাজ করা। প্রথম বিশ্বযুদ্ধের পর সেনাবাহিনীতে গুপ্তচর হিসেবে যােগদান। গুপ্তচর বৃত্তি করতে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যােগদান ও সেনাবাহিনীতে খবরাখবর পাচার করা। এই পার্টিতে থেকেই প্রচণ্ড ইহুদি বিদ্বেষী, কমিউনিস্ট বিদ্বেষী ও গণতন্ত্র বিরােধী হয়ে ওঠা। ক্রমে পার্টির প্রধান হয়ে পার্টির নাম পরিবর্তন করে, ন্যাশনাল সােশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি সংক্ষেপে নাৎসি পার্টি গড়ে তােলা। নতুন দলের কর্মসূচি ছিল (১) ইহুদি বিদ্বেষী (২) কমিউনিস্ট বিদ্বেষ (৩) আর্যদের প্রাধান্য (৪) গণতন্ত্রের বিরােধিতা (৫) উগ্র জাতীয়তাবাদ। জার্মানির পুঁজিপতিরা ও ব্যবসায়ী মহল, এমনকী ইহুদি ব্যবসায়ীরাও হিটলারকে। সেদিন সমর্থন করেছিল। সঙ্গে টাকার স্রোত বইতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর বেকার হয়ে যাওয়া উগ্র কমিউনিস্ট বিরােধী সেনাদের নিয়ে হিটলার তৈরি করল ব্রাউন শার্ট ইউনিফর্মের কুখ্যাত এসএ বাহিনী। আর এদের উপর নজরদারি ও নিজের দেহরক্ষী হিসেবে তৈরি হয়েছিল। ‘ব্ল্যাক শার্ট’ নামে আর একটি বাহিনী। নাৎসি পার্টিতে সর্বেসর্বা হিটলার। শুরু হয় ফ্যাসিবাদ।
কলকাতা মহানগরীর প্রথম বাঙালি শেরিফ
ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর তিয়াত্তর বছর উত্তীর্ণ, | অর্থাৎ ভারত আজ স্বাধীন। তবুও ব্রিটিশ শাসন ও শােষণের নানা অত্যাচারের ঐতিহাসিক কথা যেমন ভুলতে পারিনি, তেমনি তাদের শাসনেরও নানা কলাকৌশল উদাহরণও স্মরণীয় হয়ে রয়েছে। তার একটা উদাহরণ সহ ঐতিহাসিক ঘটনা নিয়েই আলােচ্য প্রবন্ধের অবতারণা। দেশে তখন ইংরেজদের রাজত্ব। সেই সময় রাজধানী শহর কলকাতাকে গড়ে তুলতে এবং শান্তিশৃঙ্খলা রক্ষা করতে প্রশাসনিক স্তরের একজন প্রতিনিধি-শেরিফ পদের সৃষ্টি হয়েছিল। ১৭৭৫ সালে প্রথম তৈরি হয় শেরিফ পদ। সেই সময় এই বিশেষ পদ অলঙ্কৃত করেছিলেন ম্যাকরাবে। প্রথম ভারতীয় হিসেবে এরপর ১৮৭৪ সালে এই আসনে বসেন মানেকজি রুস্তমুজি। ১৮৭৫-এ কলকাতা প্রথম পায় বাঙালি শেরিফকে তিনি রাজা দিগম্বর মিত্র।
আফগানিস্তান ছাড়ছে আমেরিকা
কুড়ি বছর পর আফগানিস্তান ছাড়তে চাইছে আমেরিকা। সেপ্টেম্বর থেকে তাদের মার্কিন সেনারা ওখানে আর থাকবে না। এই ঘােষণার প্রতিক্রিয়ায় আফগানদের মধ্যে কোনও উৎসব চোখে পড়েনি। বরং সবাই উদ্বিগ্ন। দেশবাসী এবং প্রতিবেশীদের কোনও ভরসা দিতে পারছে না তালিবান নেতারা। উল্টে কাবুলে গাড়িবােমা এবং আত্মঘাতী হামলা ইদানীং বেশ বেড়ে গিয়েছে।
কদমতলা
য -ষ্ঠীতলাটা গ্রামের লােকমুখে বােলতলা হিসেবে পরিচিত হয়ে উঠেছিল পাশের প্রাচীন বকুল গাছটার জন্য। ‘বেঁচে থাক বাপ হারাধন, বেঁচে থাক বাপ বদর’ বলতে বলতে যােগাপিসি সূর্য ওঠার আগেই বাড়ি ফিরছিল এই বােলতলার পাশ দিয়ে। একশাে দিনের কাজে বেনেপুকুরে মাটি কাটা চলছে—হারাধন সেই কাজের সুপারভাইজার, বদর পঞ্চায়েতের মেম্বার। ওরা বলেছিল— “পিসি, তােমাকে বেশি চাপের কাজ দিইনি গাে, দু-চারবার এসে হাজিরা দেবে, দেখবে লােকজনের তিয়ে লেগেছে কি না, শুধু বােতলে করে খাবার জল দেওয়ার কাজ। আর কিছুটিনা। ঠিক সময়ে তােমার পাশবইয়ে টাকা ঢুকে যাবে পিসি।
আমাজন অরণ্য কি বিপদের মুখে?
অসুস্থ ‘পৃথিবীর ফুসফুস। ব্রাজিলের রেইন ফরেস্ট আমাজন। ৫৫ হাজার বর্গ কিলােমিটার স্থান জুড়ে অবস্থান করা এই বিশাল গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টি অরণ্য পৃথিবীর প্রায় কুড়ি শতাংশ অক্সিজেন উৎপাদন করে এবং এক-চতুর্থাংশ কার্বন-ডাইঅক্সাইড শােষণ করে। তবে এই অক্সিজেন। জোগান নিয়েই শুরু হয়েছে সংশয়। গত এক দশকের হিসেব সামনে এনেছে এক ভয়ঙ্কর সত্য। দেখা গিয়েছে, আমাজন অরণ্য যতটা না কার্বন ডাই অক্সাইড গ্রহণ করেছে, তার থেকে ২০ শতাংশ বেশি ত্যাগ করেছে। আর তাতেই চিন্তার ভাঁজ পরিবেশবিদদের কপালে।
আঙুল ছোঁয়ালেই হাজির মনপসন্দ খাবার
গুপি গাইন আর বাঘা বাইনকে ভূতের রাজা বর দিয়েছিল, যা চাইবে তা-ই খেতে পারবে তারা। তাদের হুকুম পেলেই মুখের সামনে লােভনীয় সব পদ থালা ভরে সাজিয়ে দিয়ে যেত ভূতেরা।
অতিমারীর কারণে দক্ষিণ আফ্রিকায় খতরাে কে খিলাড়ি'
প্রতিদিনের মেগা এবং সঙ্গীত ভিড়ে দর্শকদের চাই নতুন কিছু। দীর্ঘদিন ধরেই বিনােদন পিপাসু দর্শকদের মনােরঞ্জন জুগিয়ে চলেছে। জনপ্রিয় হিন্দি স্টান্ট রিয়েলিটি শাে ‘খতরাে কে খিলাড়ি'।
অনীশ দেব এক নক্ষত্র
১৯৯৮ সাল। বিজয়া করতে বাড়িতে এলেন শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। সঙ্গে করে নিয়ে এলেন অনীশ দেবকে। শান্তিদা বললেন, মাসিমা (আমার শাশুড়িমা, সাধনা চট্টোপাধ্যায়), আপনার হাতের পায়েসের লােভ দেখিয়ে অনীশকে ধরে আনলাম। মা বললেন, “বেশ করেছ। এসাে বাবাবােসাে। তৃপ্তি করে পায়েস খেলেন প্রফেসর অনীশ দেব। সেই শুরু। অনীশ দেব নামক চুম্বকে লৌহচূর্ণের মতাে আকৃষ্ট হলাম আমরা, গােটা পত্ৰভারতী পরিবার। অনীশ দেব হয়ে গেলেন আমাদের সকলের অনীশদা।
অ স্টি নে হেনরির সঙ্গে সাক্ষাৎ
খু বই বিস্ময়ে মগ্ন হয়ে গিয়েছি! ভাবতেই পারছি না। আমি বিশ্বখ্যাত গল্পকার ও হেনরির একদা বাসস্থানের সামনে দাঁড়িয়ে আছি। স্থান অস্টিন, টেক্সাসের রাজধানী শহর। উইলিয়াম সিডনি পাের্টারের ছদ্মনাম ও হেনরি। একথা উল্লেখ করা প্রয়ােজন, কারণ তাঁর জীবন ছিল অতি বিচিত্র।
বরণ
অন্যায়ের প্রতিবাদ, না ঝামেলা এড়িয়ে নিরাপদ জীবন্যাপন? কোনটা বেছে নেবেন আপনি? তিথি কিন্তু বেছে নিয়েছিল প্রতিবাদের পথ। স্টার জলসায় শুরু হওয়া নতুন। ধারাবাহিক ‘বরণ’-এর প্রােটাগনিস্ট তিথি। তার জন্য তাকে দিতে হয়েছে চরম মূল্য। তাতেও দমে যায়নি মেয়ে। সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তামাম সামাজিক শিষ্টাচারের উদ্দেশ্যে। কী সেই প্রশ্ন ?
স্পিকটি নট, কুম্ভমেলা চলছে!
ম্পিকটি নট, কুম্ভমেলা চলছে। গত বছর প্রায় এই সময়েই দিল্লির নিজামুদ্দিনে তবলিগি জামাতের ২৩৬১ জনের ধর্মীয় জমায়েতকে দেশে করােনা সংক্রমণের জন্য দায়ী করে খুব গালমন্দ করা হয়েছিল। মুড়িমিছরির এক দরে আপামর মুসলিম সম্প্রদায়কে কাঠগড়ায় তােলা হয়েছিল। দেশে করােনা পরিস্থিতির জন্য তবলিগি জামাতের সমাবেশকে দায়ী করেছিল নরেন্দ্র মােদির সরকার। কোনও রাখঢাক না-করেই সংসদে লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছিলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করেই তবলিগি জামাত সমাবেশ করেছিল। পারস্পরিক দূরত্ব মানা হয়নি। ছিল না মাস্ক স্যানিটাইজারের ব্যবহারও। ২৯ মার্চ ওই জমায়েতে অংশ নেওয়া ২৩৩ জনকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিস। জামাত প্রধান মৌলানা মহম্মদ সাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল কেন্দ্র। জানা গিয়েছিল, ওই জমায়েতে যােগ দিয়েছিলেন ৩৬টি দেশ থেকে আসা ৯৫৬ জন বিদেশি নাগরিক। তাঁদের বিরুদ্ধে ৫৯টি চার্জশিট জমা দিয়েছিল দিল্লি পুলিস। আমি-আপনি, সবাই বলেছিলাম, ঠিক পদক্ষেপ! টুইটারে, হ্যাশট্যাগ ট্রেন্ড হয়েছিল #CoronaJihad। মােদি সরকারের পেটোয়া সঞ্চালকরা বলেছিলেন ‘Human Bomb'।
চতুষ্কোণেই বাজিমাত
গা ছের উপর থেকে নেমে এসেছে চারটি দড়ি। তাতে একজন মানুষের হাত-পা বাধা। স্পাইডারম্যানের ভঙ্গিমায় ঝুলছে, আর পরিত্রাহি চিৎকার করছে। বারবার বলছে আর সে এমন ভুল করবে না। নীচে ততক্ষণে বড় কড়াইতে টগবগ করে তেল ফুটছে। ধীরে ধীরে নেমে আসছে দড়ি। দূরে ততক্ষণে সুখটানে ব্যস্ত বাবলু ভাইয়া। কড়ার প্রায় কাছাকাছি এসে গিয়েছে ঝুলন্ত মানুষটি। তখনও ক্ষমার আর্জি জানিয়ে চলেছে সে৷ জ্বলন্ত সিগারেটে শেষটান দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয় ভাইয়াজি। জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। বলে, তােমায় দেওয়া এই শাস্তি সকলকে চিরজীবন মনে করাবে বাবলু ভাইয়ার স্ত্রীর দিকে বাজে নজরে তাকালে কী পরিণাম হতে পারে।
আলােক বর্তিকা
শঙ্খ ঘােষ কেমন ছিলেন, কত বড় কবি ছিলেন, বলার মতাে আমার কোনও সাহস নেই। অথবা বলতে পারি, ক্ষমতা নেই। খুব সহজ করে বলতে পারি, তিনি আমার বন্ধু ছিলেন। ছিলেন প্রাণের মানুষ। আমার সঙ্গে তাঁর ৪২ বছরের সম্পর্ক। সুখে-দুঃখে, আনন্দে-বিষাদে। আমি তাঁকে রাত এগারােটার সময়ও ফোন করেছি, কোনও একটি বিষয় জানার জন্য। আমার কথা জড়িয়ে যাচ্ছে, তা আমি বুঝতে পেরেও প্রশ্ন করে যাচ্ছি, তিনিও উত্তর দিয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমার বন্ধু। শঙ্খ ঘােষ। তখন টিভির এক চ্যানেলে ঋতুপর্ণ ঘােষের সিরিয়াল ‘গানের ওপারে’ নিয়মিত দেখতাম। শঙ্খবাবুও তাঁর পরিবার নিয়ে ধারাবাহিকটির দর্শক। সিরিয়ালটি শেষ হলেই, এপার থেকে আমার সঙ্গে তাঁর আলােচনা। হাসি ও গল্প। কোনও কোনও দিন। আমার কান্না। উনি কখনওই বিরক্ত হতেন না। কখনও কখনও কোনও বিষয়ে অনুযােগ করেছি। অভিযােগ। অভিমানের সঙ্গে কথা বলেছি। শঙ্খবাবু শান্ত হয়ে শুনেছেন। কখনও চুপ। কখনও উত্তর দিয়েছেন।
রােগহর সূর্য এবং ভিটামিন ডি
কথিত আছে, কৃষ্ণপুত্র শাম্ব অভিশাপের কারণে আক্রান্ত হয়েছিলেন কুষ্ঠ রােগে। তাহলে এখন রােগমুক্ত হওয়ার উপায় কী? বিহিত হল, সূর্যদেবের উপাসনা করতে হবে শাম্বকে তবেই হবে রােগমুক্তি। অভিশাপ প্রকট অসুখের চিহ্ন শরীরে নিয়ে, শাম্ব চন্দ্রভাগা নদী যেখানে সাগরের সঙ্গে মিশেছে, সেই মােহনায় অর্কদেবের আরাধনায়বসলেন। “হে জগঞ্জোতি, হে বিশ্ব-নয়ন, হে সর্বপাপতারণ! তােমার প্রদ্যোতে আমাকে উদ্ধার কর দেব। আমাকে মুক্তি দাও। তপনদেব প্রসন্ন হলেন, শাম্ব রােগমুক্ত হলেন।
ক্রুজে ভেসে বারমুডা দ্বীপে
আমার বােন রত্না নিউজার্সিতে থাকে। সেই সব ব্যবস্থা করে রেখেছিল, নিউইয়র্ক থেকে সমুদ্রপথে আট দিনে বারমুডা দ্বীপে ঘুরে আসার। কুইজ’ আমি বললাম। রত্না শুধরে দিল ‘ক্রুজ’! জোগাড়যন্ত্র আগে থেকেই। করা ছিল। আগে থেকে ব্যবস্থা না করলে টিকিট পাওয়া যায় না। জেটি থেকে জাহাজে ঢােকার পর মনে হল ভেতর-বার একাকার। এ যুগে দেশ-দেশান্তর, জল-স্থল, অন্তরীক্ষ যেন কোনও তফাতই নেই। আমাদের কেবিন দশতলা জাহাজের আটতলার উপরে। পায়ের নীচে সাততলা। তারও নীচে পাঁচ হাজার ফুট গভীর জল। দার্জিলিং পর্যন্ত না হলেও কার্সিয়াং ডুবে যাবে। হলেই বা আটতলা জাহাজ, এই চরাচর বিস্তৃত জলে সে তাে মােচার খেলা!